যুক্তরাষ্ট্রকে কিমের সতর্কবার্তা
২৮ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ মে ২০২৪, ১২:০৩ এএম
কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া গুপ্তচর বিমান ও জাহাজ উড়িয়েছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উভয় দেশকে অভিযুক্ত করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন বলেছেন, তাদের উসকানিমূলক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তাকে গুরুতরভাবে লংঘন করে। জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ লংঘন করা হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কিম। একই সঙ্গে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রতিরক্ষামন্ত্রী কিম গ্যাং ইল। দেশটির বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে রোববার এই সতর্কবার্তা দেওয়া হয়। কিম গ্যাং ইল বলেছেন, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের ওপর তার আরএস-১৩৫ এবং ইউ-২এস কৌশলগত রিকনেসান্স বিমানের মধ্যে অন্তত ১৬টিসহ আরকিউ-৪বি ড্রোন উড়িয়েছে। মন্ত্রণালয়ের মতে, গুপ্তচর বিমান এবং ড্রোনগুলো ১৩ থেকে ২৪ মে এর মধ্যে উড্ডয়ন করা হয়েছিল। ইল আরও বলেছেন, ‘বিভিন্ন সামরিক মহড়ার সঙ্গে এই ধরনের শত্রুতাপূর্ণ গুপ্তচরবৃত্তি আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সামুদ্রিক সীমান্তে এই ধরনের ঘন ঘন অনুপ্রবেশের ফলে ভয়াবহ পরিণতি ঘটবে।’ দক্ষিণ কোরিয়া থেকে বেলুনে প্রচারমূলক লিফলেট পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন ইল। এটিকে বিপজ্জনক উসকানি বলে অভিহিত করেছেন তিনি। এদিকে কিম দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এবং উপকূলরক্ষীদের এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং আরও উত্তেজনা সৃষ্টির জন্যও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবিলায় জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই অঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইতোমধ্যে, পিয়ংইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বিশ্বকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। অপর এক খবরে বলা হয়, আগামী ৪ জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপানকে এই পরিকল্পনার কথা জানিয়েছে পিয়ংইয়ং। গত নভেম্বরে তৃতীয় প্রচেষ্টায় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল উত্তর কোরিয়া। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আট দিনের এই উৎক্ষেপণ উইন্ডো শুরু হয়েছে। উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপ এবং ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে তিনটি সামুদ্রিক বিপদজনক অঞ্চলের বিবরণ দিয়েছে। সেখানে উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে। পাঁচ বছরের মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে উত্তর কোরিয়া স্যাটেলাইট প্রেরণের তথ্য জানাল। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোটিশ জারির পর যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা টেলিফোনে আলোচনা করেছেন এবং পিয়ংইয়ংকে এই পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের লংঘন। আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্দোলনে বিরোধীতা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইবির দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীর তথ্য
ভয়াবহ ইসরাইলি হামলায় গাজা-লেবাননে গত ২৪ ঘন্টায় নিহত ২২০
পাকিস্তানে আটক মানবাধিকার আইনজীবী দম্পতি রিমান্ডে
ইরান আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে ইসরাইলকে : সাঈদ ইরাভানি
‘যশোরে জয় বাংলা’ স্লোগান দিয়ে আপন বৃদ্ধ চাচাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে ভাইপো
যশোর শহরে নারী ওষুধ ব্যবসায়ীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড
সবজি ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেনটি
যশোরে প্রবাসীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সহ ৮ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি
ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা
ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার কারণ জানাল ফ্রান্স ফুটবল
উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার
ক্রাইম ধারার ফিল্মে মূল চরিত্রে রবার্ট প্যাটিনসন
ট্রোলিং মোকাবিলায় যা করেন অনন্যা
অ্যানিমেটর মাহেদী হাসানের কার্টুন সিরিজ
চুড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩ টি
আবার শুরু হচ্ছে হা-শো
সাদিয়া আয়মান ও রনির প্রেমের গুঞ্জণ
জানুয়ারিতে হবে ফোক ফেস্ট
ভারতীয় বন্যহাতি প্রতিহত করেই আমাদের বাঁচতে হবে