ইসরাইলের দুই মন্ত্রীর পদত্যাগ
১১ জুন ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ জুন ২০২৪, ১২:০৬ এএম
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্তজ ও ন্যাশনাল ইউনিটি পার্টির এমপি গাদি আইজেনকোট।
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর গান্তজ বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ ক্ষতির পর আমি জরুরি মন্ত্রিসভায় যোগ দিয়ে গর্বিত ছিলাম। কিন্তু যুদ্ধের আট মাস পর এখন আমাদেরকে সামনে তাকাতে হবে।’ তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘নেতানিয়াহু জানেন তার কী করা উচিত এবং তাকে অবশ্যই তা করতে হবে।’ একই সাথে বেনি গান্তজ ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি সাহসী হোন এবং যেটি সঠিক, সেটিই করুন। আমরা ঐক্য সরকার থেকে ভারাক্রান্ত হৃদয়ে সরে যাচ্ছি।’ গান্তজ পদত্যাগ করার কিছু সময় পরেই আয়োজনকোট পদত্যাগ করেন। তিনি বলেন, ‘আলোচনায় বাইরের দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। অতএব, আমাদের সরকার ছাড়ার সময় এসেছে।’
বেনি গান্তজেরমতো আইজেনকোটও পদত্যাগপত্রে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। পরে তার কাছেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। গান্তজ ইয়োভ গ্যালান্টকে হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নতুন নির্বাচন দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং নেতা নিয়াহু কোনোভাবেই ইসরাইলের জনগণকে ছিন্নভিন্ন করতে পারেন না। এদিকে, গান্তজের পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। এ দু’জনের পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরাইল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো।
গাজায় আরও ৩ জিম্মি নিহত : গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানের সময় আরও ৩ ইসরাইলি জিম্মি নিহত হয়েছে। গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিকসহ ওই ৩ জন নিহত হন বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরাইলি বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরে ৪ জন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায়। হামাসের ঘোষণা অনুসারে, সেই অভিযানেই ৩ জিম্মি নিহত হন। বিষয়টি উল্লেখ করে এক ভিডিও বার্তায় আল-ক্বাসাম ব্রিগেড ইসরাইলিদের উদ্দেশ্যে বলেছে, ‘গতকাল (রোববার) ৪ জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসেইরাত ক্যাম্পে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সময় একই শিবিরে তারা ৩ জিম্মিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছে।’ আল-ক্বাসাম ব্রিগেড নিহত জিম্মিদের ছবি সম্প্রচার করে দেয়া এক ভিডিওতে বলেছে, আপনাদের (ইসরাইলি) সরকার অন্যান্য জিম্মিদের বাঁচাতে অনেক জিম্মিকেই হত্যা করছে। এ সময়, আল-ক্বাসাম ব্রিগেড জোর দিয়ে বলেছে, আমাদের বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত আপনাদের জিম্মিদের মুক্তি দেয়া হবে না। সামাজিক মাধ্যমে আল-ক্বাসাম ব্রিগেড এই ভিডিও ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে বলেছে, ‘সময় শেষ হচ্ছে’।
এর আগে, গত শনিবার ইসরাইলি দখলদার বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কেন্দ্রস্থলে দুটি পৃথক এলাকা থেকে ৪ ইসরাইলি জিম্মিকে উদ্ধারের ঘোষণা দেয়। সেই অভিযানে ৬৪ শিশু এবং ৫৭ জন নারীসহ মারা গেছে দুই শতাধিক এবং ৬৯৮ জন আহত হয়েছে। সেই অভিযানের পর আল-ক্বাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরাইলি সেনাবাহিনী ভয়ংকর হত্যাকাণ্ড চালিয়ে তাদের কিছু জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ঠিকই কিন্তু একই সময়ে তারা তাদের কয়েকজন জিম্মিকেও হত্যা করেছে। সে সময় অবশ্য আল-ক্বাসাম ব্রিগেডের মুখপাত্র নিহত জিম্মিদের সংখ্যা উল্লেখ করেননি। সূত্র : আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কমলা হ্যারিসকে সমর্থন করায় টেইলর সুইফটকে চড়া মূল্য দিতে হবে
বিচারের কাঠগড়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, হতে পারে ২০ বছরের কারাদণ্ড
অবশেষে মামলা থেকে অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইসরাইলকে জবাব দেবে ইরান !
নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
মুমিনুল-তাইজুল জুটিতে বাংলাদেশের লড়াই
প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই গাজা যুদ্ধের অবসান চান ট্রাম্প
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
ড. ইউনূসকে নিয়ে সজীব ওয়াজেদের উদ্ভট মন্তব্য
ভৈরবে দুই নারীর ঝগড়ার জের : একজনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৪
সুস্থ আছে পরিমণির ছেলে তাই ভালো আছেন মা পরি
কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে আগুন
ইরান যদি পুনরায় হামলা চালায় তবে ইসরাইলকে সমর্থন দিবে যুক্তরাষ্ট্র
ছাত্র জনতার বিপ্লবের স্পিরিটে রুয়েটকে গড়ে তোলা হবে -রুয়েট ভিসি
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে বাড়িছাড়া করলেন স্বামী
নরওয়েতে ট্রাম লাইনচুত্য হয়ে ঢুকলো অ্যাপলের শোরুমে
উত্তরায় ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাটের অভিযোগ
দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে পুলিশ কর্মকর্তা শহিদুল