মুমিনুল-তাইজুল জুটিতে বাংলাদেশের লড়াই
৩১ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম
৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে কোনোমতে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। প্রিয় মাঠে ফিফটি তুলে নিয়ে ব্যাট করছেন এই মিডলঅর্ডার।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ সেই ৮ উইকেটে ১৩৭ রান। প্রথম ইনিংসে এখনও ৪৩৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।
প্রথম ঘণ্টাতেই এলোমেলো হয় যায় বাংলাদেশের ব্যাটিং। ১১ বলের ব্যবধানে হারায় ৪ উইকেট। ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দিন শুরু করে মুহূর্তেই হয়ে যায় ৪৮ রানে ৮ উইকেট। তখন দলের সামনে উঁকি দিচ্ছিল ঘরের মাঠে সর্বনিম্ন রানের (৮৭) লজ্জা। সেই লজ্জা থেকে বাংলাদেশকে রক্ষা করেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেটে ২২.৩ ওভারে ৮৯ রান তুলে অবিচ্ছিন্ন আছে এই জুটি।
৭৬ বলে ক্যারিয়ারে ২০তম ফিফটি তুলে নিয়ে ৯৭ বলে ৭৪ রানে ব্যাট করছেন মুমিনুল। তাকে দারুণ সঙ্গ দিয়ে ৬৭ বলে ১৮ রানে অপরাজিত আছেন তাইজুল। তবে ফলোঅন এড়াতে এখনও অনেক বাকি বাংলাদেশের।
নবম উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জুটি এটি। এর আগে ফিফটি জুটি ছিল একটিই। ২০০৮ সালে ব্লুমফন্টেইনে ৬০ রান যোগ করেছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন।
সব মিলিয়ে এই সেশনে ২৮ ওভারে বাংলাদেশ তুলেছে ৯৯ রান, উইকেট হারিয়েছে ৪টি।
৪৮ রানে ৮ উইকেট নেই!
আগের দিন যেখানে শেষ, সেখান থেকেই যেন সকালটা শুরু করলে বাংলাদেশ। একের পর এর উইকেট বিলোতেই আছে স্বাগতিকরা। ১১ বলের ব্যবধানে ফিরলেন দলপতি নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ‘ক্রাইসিস ম্যান’ খ্যাত মেহেদি হাসান মিরাজ ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
৪ উইকেটে ৩৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের স্কোর মুহূর্তেই হয়ে গেল ৮ উইকেটে ৪৮!
প্রথম ইনিংসে এখনও ৫২৮ রানে পিছিয়ে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুলের সঙ্গে যোগ দিলেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
দিনের চতুর্থ ওভারের পঞ্চম ওভারটি করেন কাগিসো রাবাদা। ওভারের পঞ্চম ডেলিভারিতে খোঁচা মেরে আউট হন শান্ত। ১৭ বলে ৯ রান করে ফিরলেন অধিনায়ক।
ডেন প্যাটারসনের বলে সোজা স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক (২ বলে ০)। পরের ওভারে জোড়া আঘাত হেনে ৫ উইকেট পূর্ণ করেন রাবাদা। মিরাজকে কট বিহাইন্ড করার এক বল পর মাহিদুলকে ফেলেন এলবিডব্লিউয়ে ফাঁদে।
ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৮৭। সেই রেকর্ড এখন হুমকির মুখে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
যৌনপল্লীতে ফারুক হত্যার মূল আসামীসহ দুজন গ্রেফতার
কালিয়াকৈরে পুকুরথেকেঅজ্ঞাতনারীসহশিশুর লাশ উদ্ধার
কসবায় পৌণে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার
প্রজননকৃত ডিম থেকে ইলিশ উৎপাদন নির্বিঘœ করতে আজ মধ্যরাত থেকে জাটকা আহরনে ৮ মাসের নিষেধাজ্ঞা
দিন পার করতে পারবে তো বাংলাদেশ
বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজার লেখক ইসরাইলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে বয়কটের আহ্বান
অভিযোগ,অনুরাগ, ভালোবাসা অকস্মাৎ কেমন ছিল সেইসব দিন, প্লিজ প্রাক্তনের খবর নিন:
শাহজাদপুর প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংবাদিক শিশিরকে প্রাননাশের হুমকি : থানায় জিডি।
নিমিষেই দূর হবে তেল চিটচিটে রান্না ঘর
দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ
দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়া শুরু
হিব্রু ভাষায় আয়াতুল্লাহ খামেনির এক্স একাউন্ট আবার সচল
টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
আবারও শুরুতেই ফিরলেন সাদমান
তাইওয়ানে আছড়ে পড়েছে সুপার টাইফুন কং-রে
সিভাসুকে নিয়ে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
১৫৯ রানে গুটিয়ে ফলো-অনে বাংলাদেশ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
কমলা হ্যারিসকে সমর্থন করায় টেইলর সুইফটকে চড়া মূল্য দিতে হবে