সুনীতা উইলিয়ামস-সহযাত্রীর পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা
২৩ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৪ এএম
চিন্তা বাড়ছে মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে নিয়ে। মহাকাশে আটকে পড়েছেন তাঁরা। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পৃথিবীতে ফিরতে পারেননি। তবে পারবেন তা নিয়ে নিশ্চিত কোনো খবর নেই। উৎকণ্ঠা বাড়ছে। অভিযান শুরুর সময় সমস্যা দিয়েছিল। আর পৃথিবীতে ফিরে আসার সময়ও সমস্যার মুখোমুখি হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। তাঁর মহাকাশযানে ত্রুটি ধরা পড়েছে। আর তাই নির্ধারিত দিনে পৃথিবীতে পিরতে পারছেন না সুনীতা ও তাঁর সহযাত্রী ব্যারি।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণেই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনীতার ফিরে আসতে অতিরিক্ত সময় লাগবে। এ খবর সামনে উদ্বিগ্ন বিজ্ঞানীমহল থেকে সাধারণ মানুষ সকলেই। কিছু দিন আগেই অত্যাধুনিক মহাকাশযানে সুনীতা ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর রওনা হয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে। ৫ জুন তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন। ১০ দিন সেখানে গবেষণার নানা কার্য সম্পাদন করার পর ১৪ জুন পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের। পরে তা পালটে ২৬ জুন করা হয়। তবে বর্তমান পরিস্থিতি কথা বিবেচনা করে ২৬ জুনও তাদের ফেরানো হবে না। এরই মধ্যে মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির ধরা পড়ায় তাদের ফিরে আসার তারিখও পিছিয়ে গিয়েছে। তারা কবে ফিরবেন কিংবা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কবে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সেই সম্বন্ধে কোনো তথ্য প্রকাশ করেনি নাসা।
নাসার তরফে সকলকে আশ্বস্ত করে বলা হয়েছে, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যথেষ্ট জোগান সেখানে রয়েছে। বাড়তি কিছু দিন থাকলে তাঁদের সমস্য়া হবে না। আন্তর্জাতিক স্পেস স্টেশনেই সুনীতার সঙ্গে আরও সাত নভোশ্চর রয়েছেন। বর্তমানে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যান্ত্রিক গোলযোগ ঠিক করার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। আগামী সোম ও মঙ্গলবার মহাকাশে সুনীতা ও ব্যারিকে স্পেসওয়াকে পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।
নাসা জানিয়েছে, স্টারলাইনার মহাকাশযানটি গোলযোগ ধরা পড়েছে। পৃথিবীতে ফেরার জন্য ওই মহাকাশযানের থ্রাস্টার হিসেবে ব্যবহার করা হবে ২৮টি ছোট রকেট। ওই রকেটগুলির ছিদ্রপথে বারবার হিলিয়াম বেরিয়ে আসছে। এখনও পর্যন্ত এমনটা ঘটেছে পাঁচবার। পৃথিবীতে নিরাপদে ফিরতে আসতে ১৪টি থ্রাস্টার ঠিক থাকা প্রয়োজন। প্রথমে এই অভিযানের বাজেট ছিল ৪২০ কোটি ডলার। তবে অভিযান সম্পূর্ণ না হওয়ার আগেই এখনও পর্যন্ত ৫৩০ কোটি ডলার খরচ হয়েছে। ২০১৯ সাল থেকে মহাকাশযানটিকে মানুষ ছাড়া দুইবার মহাকাশে পাঠানো হয়। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই অভিযানে বিপত্তি দেখা দিয়েছে। গোড়া থেকেই নানা সমস্য়া ধরা পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে একাধিকবার উড়ান স্থগিতও করা হয়। এবার সুনীতা, ব্যারির ফেরার সময় বিপত্তি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১