ইরানে কি কট্টরপন্থাকে হটিয়ে সংস্কারপন্থার উত্থান ঘটছে?
০১ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১২:০১ এএম
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থীদের হটিয়ে উত্থান ঘটেছে সংস্কারপন্থার। গত শুক্রবার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থী হিসেবে পরিচিত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়েছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান।
ইরানে স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত টেনে নেওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফল গড়িয়েছে রান-অফে। আগামী ৫ জুলাই কট্টরপন্থী ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত হিসেবে পরিচিত সাইদ জালিলির সঙ্গে লড়াই হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদের। দুই প্রার্থীর মধ্যে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে তার উত্তরসূরি নির্বাচনে গত ২৮ জুন দেশটিতে আগাম নির্বাচন হয়েছে। ভোটে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি চার প্রার্থীর কেউই।
নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ভোট পেয়ে প্রথম হয়েছেন, দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ভোট। অন্য দুই প্রার্থীর মধ্যে মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন ৩৩ লাখ ভোট এবং মোস্তফা পুরমোহাম্মদি ৩ লাখ ৯৭ হাজার ভোট পেয়েছেন।
ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন ইসলামি শনিবার নির্বাচনের ফল ঘোষণা করে জানান, প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষে থাকা দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ফলাফল নিষ্পত্তি হবে রান-অফ ভোটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৫ জুলাই রান-অফ ভোট গ্রহণ করা হবে। আর এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে ওই প্রতিদ্বন্দ্বিতা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবারের নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪০ শতাংশ। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এবারই প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। এবং দ্বিতীয়বারের মতো রান-অফে গড়িয়েছে প্রেসিডেন্ট নির্বাচন।
মাসুদ পেজেশকিয়ান:
ইরানে এবারের নির্বাচনে একমাত্র সংস্কারপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের জন্ম ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর। ৭০ বছর বয়সী পেজেশকিয়ান হার্টের চিকিৎসক। এর আগে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। তাকে সাবেক সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির অনুসারী বলে ধারণা করা হয়। ইরানের উত্তর-পশ্চিমের নগরী তাবরিজ থেকে ২০০৮ সাল থেকে টানা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন মাসুদ। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করেছিল খামেনির নিয়ন্ত্রিত গার্ডিয়ান কাউন্সিল। এছাড়া ২০২২ সালে তেহরানে পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় সমালোচনা করে আলোচিত হন মাসুদ পেজেশকিয়ান।
সাইদ জালিলি:
ইরানের মাশহাদে ১৯৬৫ সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাইদ জালিলি। ৫৮ বছর বয়সী জালিলি অতি রক্ষণশীল ও পশ্চিমাবিরোধী অবস্থানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ তিনি। বর্তমানে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধিদের একজন জালিলি। ইরানের পারমাণবিক চুক্তির মধ্যস্থতায়ও কাজ করেছিলেন তিনি। ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন জালিলি। তবে ২০২১ সালে ইব্রাহিম রাইসিকে সমর্থন দিয়ে নিজে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছিলেন জালিলি।
নীতির পরিবর্তন আসবে কী:
ইরানের চূড়ান্ত ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির (৮৫) হাতে। তাই নির্বাচনের ফল যাই হোক না কেন, ইরানের কট্টর নীতিতে বড় কোনো পরিবর্তন আশা করা যাচ্ছে না। কিন্তু দেশটির প্রেসিডেন্ট যেহেতু সরকার পরিচালনায় নেতৃত্ব দেন, তাতে সংস্কারপন্থী মাসুদ পেজেকশিয়ান প্রেসিডেন্ট হলে অবশ্যই দেশটির নীতির সুরকে প্রভাবিত করতে পারবেন।
মধ্যপন্থি মাসুদ পেজেশকিয়ান ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি বিশ্বস্ত। তবে পশ্চিমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি, দেশে অর্থনৈতিক সংস্কার, সামাজিক উদারীকরণ এবং বহুদলীয় রাজনীতির পক্ষে তার অবস্থান স্পষ্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার