মুসলিম গরু পাচারকারী সন্দেহে ২ লেবু ব্যবসায়ীকে পিটুনি
০৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
ভারতে মুসলিমদের ওপর গোরক্ষকদের নৃশংসতা অব্যাহত রয়েছে। কড়া আইন আনা হলেও গণপিটুনির নৃশংসতায় লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। মুসলিম সম্প্রদায়ের দুজন ট্রাকে করে গরু পাচার করছে এমন সন্দেহের বশে দুযুবককে মেরে আধমরা করেছে গোরক্ষকরা। এর পর ট্রাকে উঁকি দিয়ে তারা দেখে সেখানে গরু নয়, রয়েছে লেবু। ঘটনাটি ঘটেছে বিজেপি-শাসিত হরিয়ানার রাজগড়ে। রোববার সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করেছে আটজন হামলাকারীকে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লেবুবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টির কারণে গাড়ি থামিয়ে হাইওয়ের পাশে অপেক্ষা করছিলেন দুই যুবক। ওই সময় স্থানীয় কেউ গোরক্ষকদের খবর দেয় পাচারের উদ্দেশে ট্রাকে গরু নিয়ে যাচ্ছে দুই মুসলিম যুবক। এর পর নিজেদের গাড়িতে করে ওই গাড়ির পিছু নেয় অন্তত ২০ জন। পিছনে এত লোকজনকে আসতে দেখে ভয় পেয়ে গতি বাড়ান ট্রাকচালক। তাতে সন্দেহ আরো বাড়ে গোরক্ষকদের। কিছুটা এগিয়ে লাসেডি গ্রামের কাছে এক টোলপ্লাজায় ট্রাকটিকে ধরে ফেলে গোরক্ষকরা। কোনো কথা বলার আগেই শুরু হয় মারধর। ঘণ্টা খানেক মারধর চলার পর অভিযুক্তদের একজন ট্রাকে উঠে দেখে সেখানে গরু নয় রয়েছে লেবু। এর পর প্রায় আধমরা অবস্থায় দুজনকে রাস্তায় ফেলে পালায় হামলাকারীরা। এই ঘটনায় রাজগড় সার্কেলের ডিএসপি প্রশান্ত কিরণ বলেন, রোববার সোশাল মিডিয়ায় দৌলতে গোটা বিষয়টি আমাদের সামনে আসে। গুরুতর আহত দুজনের নাম সোনু বংশীরাম (২৯) ও সুন্দর সিং (৩৫)। এরা দুজন সম্প্রতি রাজস্থান থেকে হরিয়ানার ফতেহাবাদে বসবাস করছিলেন। লেবু ব্যবসায়ী এই দুজন হরিয়ানা থেকে লেবু নিয়ে পাঞ্জাবের ভটিন্ডায় যাচ্ছিলেন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাদের রেফার করা হয় হরিয়ানার এক বেসরকারি হাসপাতালে। সংবাদ প্রতিদিন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত