পিকেকে’র ৩০ স্থাপনা গুঁড়িয়ে দিলো তুরস্ক
০৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম
ইরাকের উত্তরাঞ্চলে বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩০টির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান অভিযানে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে, মেতিনা, গারা, হাক্রুক, কান্দিল, এবং আসোস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাসঘরে বিমান হামলা চালানো হয়েছে। উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে ৩৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে গুহা, আশ্রয়কেন্দ্র, আস্তানা ও গুদাম আছে। সেইসঙ্গে বহু সন্ত্রাসীকে ‹হত্যা› করা হয়েছে। এ ছাড়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপরাধ লোক, বন্ধুত্বপূর্ণ উপাদান, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়। আনাদোলু বলছে, পিকেকে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায়। পিকেকে›কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইইউ এবং তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সাথে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রীয় নেতাদের ২৪তম শীর্ষ সম্মেলনে ফাঁকেই তিন নেতার এই বৈঠক হয়েছে। বুধবারের এই রুদ্ধদ্বার ত্রিপক্ষীয় বৈঠকে এরদোগান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার পাশাপাশি নিজের দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে অনেক যৌথ পদক্ষেপ নিতে পারে। তাতে তিন দেশের লাভ হবে। তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও একমত হয়েছে। এর আগে তিন দেশ যৌথ সামরিক মহড়াও করেছে। এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন। দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। আনাদোলু এজন্সি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামী মৌসুমে নেইমারের গন্তব্য কোথায়?
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে