মোদিবিরোধী স্লোগানে উত্তাল রাজ্যসভা
০৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম
ভারতের লোকসভার পুনরাবৃত্তি হলো রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষে জবাবী ভাষণ দিতে উঠেও বিরোধীদের স্লোগানের মুখে পড়তে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বুধবার রাজ্যসভায় ভাষণ দিতে উঠলে এমন পরিস্থিতিতে পড়েন ভারতের প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতেই বিরোধী ইনডিয়া জোটকে খোঁচা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, স্বাধীনতার পর এই নিয়ে দ্বিতীয়বার আবারও একটি সরকারকে (এনডিএ জোট) তৃতীয়বারের জন্য বেছে নিয়ে দেশের জনগণ। বিপুল সমর্থন-আশীর্বাদ করে ফের এনডিএ জোট সরকারকে ক্ষমতায় এনেছে তারা। কিছু মানুষ জেনেবুঝেও বাস্তব দেখতে পাচ্ছে না। কেউ কেউ আবার বুঝতে পারেনি। যারা বুঝতে পেরেছে তারা চেষ্টা করেছে জনগণের এই গুরুত্বপূর্ণ নির্ণয়টিকে কীভাবে ব্ল্যাক আউট করা যায়। গত দু’দিন ধরে দেখছি, শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নিয়েছে অনেকেই। নরেন্দ্র মোদির ভাষণের মাঝেই শুরু হয় বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) সেøাগান। রাজ্যসভার বিরোধী নেতাকে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানাতে শুরু করেন বিরোধী এমপিরা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ। এরপরই ওয়াকআউট করেন তারা। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে বিরোধীদের ওয়াকআউট নিন্দাজনক বলে উল্লেখ করেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। নরেন্দ্র মোদির মুখে এ দিন ফের এনডিএ জোট সরকারের গুনগান শোনা যায়। তিনি বলেন, নির্বাচনে দেশের মানুষের বিবেক বুদ্ধি নিয়ে গর্ব হচ্ছে। তারা প্রোপাগান্ডার রাজনীতিকে পরাস্ত করেছে। পারফরম্যান্সকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সংবিধানের ৭৫তম বর্ষে প্রবেশ করছি। সংসদেরও ৭৫তম বর্ষ এটি। সংবিধানের প্রতিটা শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের নীতি নির্ধারণে সংবিধানই মার্গ দর্শন করায়। যখন ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের প্রস্তাব তোলা হয়, তখন যারা আজ সংবিধান নিয়ে প্রদর্শন করে তারা বিরোধিতা করেছিল। তুমুল উত্তেজনার মাঝে বারবার থামতে হয় নরেন্দ্র মোদিকে। চেয়ারম্যান জগদীপ ধনখড় বারবার বিরোধীদের থামতে অনুরোধ করেন। তারপরই ওয়াকআউট করতে দেখা যায় বিরোধীদলীয় এমপিদের। নরেন্দ্র মোদি বলেন, এতগুলো মিথ্যা রটানোর পর সত্য শোনার ক্ষমতা নেই তাদের। দেশ দেখছে। জনতার নির্ণয় এবং পরাজয়ের পর অলি-গলিতে সেøাগান দেওয়া আর চিৎকার করা ছাড়া কোনও কাজ নেই তাদের। তাই আজ ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। রাজ্যসভা থেকে ওয়াকআউট করা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন চেয়ারম্যান জগদীপ খনখড়। তিনি বলেন, সংসদের বিরোধী এমপিরা আমায় পিঠ দেখিয়ে যাননি, সংবিধানের অপমান করেছেন। সংসদের উচ্চকক্ষকে অসম্মান করেছেন। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন কেন ওয়াকআউট? জবাবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, রাষ্ট্রপতির ভাষণের জবাবে দেওয়া বক্তব্যে বেশ কিছু ভুল মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সর্বদা মিথ্যা বলা তার অভ্যাসে পরিণত হয়েছে। আমরা জিজ্ঞাসা করেছি আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) তো সংবিধান তৈরির সময় বিরোধিতা করেছিল। উনি বলছেন আমরা না কি বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করেছি। আমি শুধু বলতে চেয়েছিলাম, বাবাসাহেব কী বলেছিলেন এবং আরএসএস কী ভূমিকা ছিল। কিন্তু, আমায় বলার সুযোগ দেওয়া হয়নি। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার