ইরানের হুমকি থেকে ইসরাইলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র : বাইডেন
০৪ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরাইলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। এই বিষয়ে হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকা-ের পর বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেনের সঙ্গে ওই ফোনকলের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বাইডেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন। ফোনকলটি এমন সময় হয়েছে যখন ইসরাইল ঘোষণা করেছে যে, বৈরুতের একটি হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা হয়েছে। নেতানিয়াহুর সরকার তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ হত্যার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে হামাস ও ইরান ইসরাইলকে দায়ী করেছে। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ইরান থেকে আসা সকল হুমকির বিরুদ্ধে ইসরাইলের সুরক্ষার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এসব হুমকির মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুথির মতো ইরানপন্থি গোষ্ঠীর হামলা। এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ইসরাইলের প্রতিরক্ষা সুরক্ষার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে নতুন মার্কিন অস্ত্র মোতায়েন অন্তর্ভুক্ত ছিল। হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত গোষ্ঠী। ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি অভিযানে অন্তত ৩৯ হাজার ৪৮০ জন নিহত হয়েছে। অপর এক খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করবে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার পেন্টাগন জানিয়েছে, ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য এবং ইউরোপে অতিরিক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ার (ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করতে পারে) পাঠানোর অনুমোদন দিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠানো হচ্ছে। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, নতুন মোতায়েন মার্কিন বাহিনীর সুরক্ষার উন্নতি ঘটাবে। ইসরাইলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াবে এবং নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত। বিবৃতিতে পেন্টাগন আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী আরও স্থল-ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনের প্রস্তুতিও বাড়াবে। বুধবার তেহরানে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। ইসরাইল দাবি করেছে, তারা লেবাননে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যা করেছে। এর কয়েক ঘণ্টা পরেই হানিয়েহ হত্যার খবর আসে। যদিও হানিয়েহ হত্যার বিষয়ে এখনও কিছু বলেনি ইসরাইল। তারপরও এর জন্য ইসরাইলকেই দায়ী করেছে ইরান ও হামাস। হানিয়েহকে হত্যার জন্য ইসরাইলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর পরই ইসরাইলকে রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এএফপি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা