নেতানিয়াহু-গ্যালান্ট বাকযুদ্ধ
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের বিষয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। একাধিক ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো চুক্তির অংশ হিসেবে ইসরাইলি বাহিনীকে ফিলাডেলফি করিডোর ছেড়ে চলে যেতে হবে কিনা- এ নিয়ে দুইজনের মধ্যে তুমুল তর্ক হয়েছে। ১৪ কিলোমিটারের গাজা ও মিশর বরাবর এই অঞ্চলটি বর্তমানে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিয়ন্ত্রণ করছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের দাবি, ইসরাইলকে এই সীমান্ত অঞ্চল থেকে অবশ্যই সেনা সরিয়ে নিতে হবে। একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহু মানচিত্র প্রকাশ করেছেন যে চুক্তির প্রথম ধাপে আইডিএফ’র কীভাবে করিডোরে থাকা উচিৎ। নেতানিয়াহু বলেছেন, তিনি চান ওই করিডোরে সেনারা থাকবে। কিন্তু গ্যালান্ট বলেন, এটি হামাস মানবে না তাই এতে কোনো চুক্তি হবে না এবং এতে কোনো জিম্মি মুক্তি পাবে না। গ্যালান্ট অভিযোগ করেছেন, নেতানিয়াহু কায়রোতে ইসরাইলি আলোচকদের পছন্দের ভিন্ন মানচিত্র তৈরি করেছেন। এসময় রাগান্তিতভাবে নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে দেন। কিন্তু গ্যালান্ট জোর দিয়ে বলেছেন, আপনি অবশ্যই এটি জোর করে করেছেন। এ ছাড়া গ্যালান্ট বলেছেন, প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে সকল সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি সকল জিম্মিকে হত্যার করার সিদ্ধান্তও নিতে পারেন। ৩০ জন জিম্মির জীবন শঙ্কার মধ্যে আছে বলে উল্লেখ করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। সিএনএন বলছে, নেতানিয়াহু যে মাত্রচিত্র উত্থাপন করেছিলেন তার পক্ষে সাতজন ভোট দেন। শুধু গ্যালান্ট বিপক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া দেশটির ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামর বেন-গভির ভোট দানে বিরত ছিল। ইসরাইলের বেশ কিছু গণমাধ্যমের খবরে জানা যায়, নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে তর্ক বাধে ফিলাডেলফি করিডোর থেকে ইসরাইলি সেনা সরানো হবে কি না, এ নিয়ে। এই করিডোরটি গাজা এবং মিসরের সীমান্তে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। বর্তমানে এটি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে, গাজায় যুদ্ধবিরতির সময় এই করিডোরে সেনা মোতায়েন রাখা হবে কি না, তা নিয়ে হামাস এবং ইসরাইলের মধ্যে মতপার্থক্য রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরাইলি সেনাদের সরিয়ে নিতে হবে। বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু মন্ত্রিসভার সামনে একটি ম্যাপ উপস্থাপন করেন, যাতে তিনি ফিলাডেলফি করিডোরে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা জানান। গ্যালান্ট তাতে আপত্তি জানিয়ে বলেন, এতে হামাস কোনোভাবেই রাজি হবে না, এবং এর ফলে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন কঠিন হবে। এমনকি জিম্মি ব্যক্তিদের মুক্তি পাওয়ার সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় কিছুক্ষণ ধরে চলে। একপর্যায়ে গ্যালান্ট ক্ষুব্ধ হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীই যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি হয়তো জিম্মিদের মৃত্যুর বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে ৩০ জন মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’ সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল