ফ্রান্সে সরকার গঠনে ‘গোঁজামিল’ পরিস্থিতি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
দুই মাসের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে ফ্রান্সে নতুন করে তৎপরতা শুরু করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সোমবার তিনি দুই সাবেক প্রেসিডেন্ট এবং দুই সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন। গত ৭ জুলাই ফ্রান্সে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। ফলে ম্যাখোঁর মধ্যপন্থী দল, বামপন্থী জোট এবং অতি-ডানপন্থী দলগুলির মধ্যে ভারসাম্যহীন সংসদের সৃষ্টি হয়, যা দেশটিতে স্থায়ী সরকার গঠনে প্রতিবন্ধকতা তৈরি করে। জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে ফরাসি প্রেসিডেন্টদের পূর্বসূরিদের সঙ্গে পরামর্শ করার রেওয়াজ মেনেই ম্যাখোঁ সোমবার এলিসি প্রাসাদে দুই প্রাক্তন প্রেসিডেন্ট অতি-ডানপন্থী নিকোলাস সারকোজি এবং সমাজতান্ত্রিক ফ্রঁসোয়া ওলাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বার্নার্ড ক্যাজেন্যুভ এবং অতি-ডানপন্থী নেতা জেভিয়ার বের্ট্রান্ডের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হন, যাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ক্যাজেন্যুভই সম্ভবত ম্যাখোঁর মনোনীত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ‘তার নিয়োগ একটি সম্ভাবনা কিন্তু এটি একেবারেই নিশ্চিত নয়। এটি একটি বিকল্প, তবে আমাদের বিষয়টি আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে,’ ম্যাখোঁর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে কট্টর বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউন্ড’ ক্যাজেন্যুভের সম্ভাব্য নিয়োগে সন্তুষ্ট নয় এবং তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ভোট দেওয়ার হুমকি দিয়েছে। ‘আমি তাকে কোন সুযোগ দেবো না। তিনি পুরাতন বিশ্বের লোক,’ দলটির সংসদ সদস্যদের প্রধান মাথিল্ডে প্যানোট বলেন। অন্যদিকে, অতি-ডানপন্থীদের কাছে জনপ্রিয় বের্ট্রান্ড প্রধানমন্ত্রী হলে তা তাদের কাছে অধিক গ্রহণযোগ্য হবে। প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি অতি-ডানপন্থীদের কাছে এখনও প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তিনি বের্ট্রান্ডকে ‘একজন ভালো পছন্দ’ বলে মন্তব্য করেছেন। তবে ২০১৭ সালে ‘নতুন বিশ্ব’ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ম্যাখোঁ যদি পূর্ববর্তী প্রশাসনের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, তবে তা নেতিবাচক প্রত্যাবর্তন হতে পারে। ‘ইমানুয়েল ম্যাখোঁ যদি বার্নার্ড ক্যাজেন্যুভকে প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেন, তাহলে তা ‘নতুন বিশ্ব’ ব্যর্থ হয়েছে বলে পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়ার শামিল,’ লে মোঁদ পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখেছে। এদিকে, এলিসি প্রাসাদের এক সূত্র তৃতীয় একজন প্রার্থীর আবির্ভাবের সম্ভাবনা উড়িয়ে দেননি। তাদের ধারণা, ‘অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত পরিষদ’-এর প্রধান থিয়েরি বোদে, সেই তৃতীয় ব্যক্তি হতে পারেন। যে-ই প্রধানমন্ত্রী নিযুক্ত হোন না কেন, চরম মেরুকরণের এই জাতীয় পরিষদে আইন প্রণয়নের ক্ষেত্রে তাকে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা
আ.লীগ এমপির সঙ্গে বিনামূল্যে বিশ্বকাপ দেখেছেন টিউলিপ : প্রতিবেদন দ্য টেলিগ্রাফের
পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হুমকি প্রদান, থানায় জিডি