আরব দেশগুলোর সঙ্গে কাজ করবে রাশিয়া
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রাশিয়া মধ্যপ্রাচ্যের সঙ্কট নিরসনে ও উত্তেজনা কমাতে আরব ও মুসলিম অংশীদারদের সাথে সমন্বয় করবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আরব লীগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর সাম্প্রতিক যৌথ শীর্ষ সম্মেলনের বিষয়ে তার মন্তব্যে বলেছেন। খবর তাস।
‘বিরোধপূর্ণ অঞ্চলে উত্তেজনা হ্রাস করার স্বার্থে এবং সর্বজনীনভাবে স্বীকৃত নীতিগুলির উপর ভিত্তি করে একটি ব্যাপক রাজনৈতিক-কূটনৈতিক মীমাংসার দিকে রূপান্তরের স্বার্থে আমরা আমাদের আরব এবং মুসলিম অংশীদারদের সাথে, সেইসাথে অন্যান্য সমমনা দেশগুলির সাথে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের জন্য প্রস্তুত,’ কূটনীতিক জোর দিয়ে বলেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে, ১১ নভেম্বর সউদী আরবের উদ্যোগে অনুষ্ঠিত ফোরামের পরে, একটি বিবৃতি গৃহীত হয়েছিল, যার মধ্যে অন্যান্য বিষয়গুলির মধ্যে রয়েছে, ‘গাজা উপত্যকায় এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান, বাস্তবায়নের জন্য প্রাসঙ্গিক জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং যাদের প্রয়োজন তাদের জন্য মানবিক সাহায্যের বিধান।
‘এই নথিটি ফিলিস্তিনি-ইসরাইল বন্দোবস্তের জন্য আন্তর্জাতিক আইনী নীতির ভিত্তিতে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতির সাধারণ স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়,’ জাখারোভা উল্লেখ করেছেন, ‘এ লক্ষ্য অর্জনে অবদান রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছিল।’ রিয়াদে আলোচনা করার অবস্থানটি রাশিয়ার মূল পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ, মুখপাত্র বলেছেন। ‘আমরা মধ্যপ্রাচ্যে সহিংসতার অবসান ঘটাতে এবং এই বিশাল অঞ্চল জুড়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য আঞ্চলিক রাষ্ট্রগুলির কেন্দ্রীয় ভূমিকা পালনের অভিপ্রায়ের প্রশংসা করি,’ তিনি উপসংহারে বলেছিলেন। ২০২৩ সালের নভেম্বরে রিয়াদে এ ধরনের প্রথম বৈঠক হয়েছিল।
ইসরাইলি হামলায় গাজা-লেবাননে আরও ৪৫ জন নিহত : ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ইসরাইলি হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১১২ জন। এর মধ্যে গাজায় ২৪ ফিলিস্তিনি ও লেবাননে ২১ জন নিহত হয়েছেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের সংবাদমাধ্যম আনাদুল এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে উত্তর গাজায়। বাদ যায়নি দক্ষিণ ও মধ্য গাজাও। লেবাননেও চলছে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা। সবশেষ পাওয়া খবর পর্যন্ত রাজধানী বৈরুতসহ আশপাশের এলাকাগুলোতে নিহত ১৮ জন। নিহতদের মধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী। এছাড়াও তালিকায়৫ জন নারীও রয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৩৬ জনে পৌঁছেছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৩ হাজার ৩৭০। অন্যদিকে লেবাননের কমপক্ষে ৩৩৮৬ জন নিহত এবং আহত হয়েছেন ১৪৪১৭ জন। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরাইলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন