সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
আফগানিস্তানে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরে বাগলান প্রদেশের এক সুফি সাধকের মাজারে অজ্ঞাতনামা বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির নাহরিন জেলায় সাইয়্যেদ পচা জান মাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাহরিন জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই মাজারে সুফি মুসলিম অনুসারীরা সাপ্তাহিক প্রার্থনা করার জন্য একত্রিত হয়েছিলেন। ঘটনার সময় এক ব্যক্তি হঠাৎ করে আগতদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। সংবাদমাধ্যম কাবুল নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও চিত্রে ঘটনাস্থলে নামাজের মাদুরের ওপর মৃতদেহগুলো পড়ে থাকতে দেখা গেছে। রয়টার্স।
বন্দুকধারী নিহত
ইনকিলাব ডেস্ক : জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে। এ সময় এক বন্দুকধারী নিহ্ত এবং তিন পুলিশসদস্য আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় মিডিয়া রোববার এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানায়, আম্মানের রাবিয়া এলাকায় পুলিশের একটি টহলদলের ওপর গুলিবর্ষণকারী এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। পুলিশ ও দুপ্রত্যক্ষদর্শী জানায়, গোলাগুলির পরই আরো পুলিশ এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় ছুটে যায়। জেরুসালেম পোস্ট।
পর্ণো তারকাকে
ইনকিলাব ডেস্ক : গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষাপটে অতীতে এক পর্ণো তারকাকে চুপ থাকার জন্য গোপনে অর্থ প্রদান-সংক্রান্ত ৩৪টি গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা খারিজ করার আবেদনের জন্য নিউইয়র্কের একজন বিচারক অনুমতি দিয়েছেন তাকে। মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়ের প্রসিকিউটররা এই সপ্তাহে মারচানকে ৭৮ বছর বয়সী ট্রাম্পের চার বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মামলার সমস্ত কার্যক্রম মুলতবি করার বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন। রয়টার্স।
৩০টি রকেট
ইনকিলাব ডেস্ক : লেবানন থেকে ৩০টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে। কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে। এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে- তার রিপোর্ট করেছে ইসরাইলি মিডিয়া। এ ছাড়া হামলায় শুধু একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। আল-জাজিরা।
কয়েদির বেতন
ইনকিলাব ডেস্ক : বেতন-ভাতা ও মর্যাদার ক্ষেত্রে অনুন্নত দেশের শিক্ষকরা বেশ পিছিয়ে। কিন্তু‘ যুক্তরাজ্যের মতো বৃহৎ অর্থনীতি এবং পরাশক্তিধর রাষ্ট্রে শিক্ষকদের বেতন নাকি বন্দিদের চেয়েও কম। শুধু তাই নয়, অবাক করার মতো বিষয় হলো— বন্দি আসামিরা কারারক্ষীদের চেয়েও বেশি বেতন পান। তবে সাধারণত কারাগারে কয়েদিরা যেভাবে আটক থাকেন, যুক্তরাজ্যে সেটা কিছু ভিন্ন।জানাযুক্তরাজ্যে কিছু স্বল্প-নিরাপত্তার খোলা কারাগারের বন্দিদের কাজের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তারা দিনের শেষে আবার কারাগারে ফিরে আসেন। এনডিটিভি।
২০ হাজার প্রবাসী
ইনকিলাব ডেস্ক : মোট ১১ হাজার ৩৩৬ জন ব্যক্তিকে অবৈধ বসবাসের জন্য গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫ হাজার ২৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা এবং আরও ৩ হাজার ১৮৪ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আটক করা হয়। প্রতিবেদনে দেখানো হয়েছে, অবৈধভাবে সউদীতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তারকৃত ১ হাজার ৫৪৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের। আরও ৭১ জন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং ২২ জনকে পরিবহন আইন লংঘন এবং অবৈধ আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়। সউদী প্রেস এজেন্সি।
পাকিস্তানে নিহত ৩২
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমের কুররাম জেলায় শনিবার রাতভর সশস্ত্র সুন্নি এবং শিয়া দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত ৩২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানে শিয়া সংখ্যালঘু ও সুন্নি সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাস রয়েছে। গত কয়েক মাসে এই ধরনের সহিংসতায় আরো অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুররামে প্রায়ই শিয়া-সুন্নি সহিংসতা ঘটে। জমি নিয়ে বিরোধে জুলাই মাসের পর থেকে একাধিক সংঘর্ষে অনেক প্রাণহানি হয়েছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা