অভিশংসিত হয়েও অবিচল দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
অভিশংসিত হওয়ার পর ইউন বলেন, আপাতত আমি থেমে যাচ্ছি। তবে গত আড়াই বছরে জনগণের সঙ্গে যেই যাত্রা আমি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়েছি, তা কখনোই থেমে যেতে পারে না। আমি কখনোই হাল ছাড়ব না। পার্লামেন্টে অভিশংসিত হয়েও নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য লড়াই করার অঙ্গীকার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। শনিবার তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ভোটাভুটিতে ২০৪ জন আইনপ্রণেতা পক্ষে ভোট দেন। ফলে ইউন তাৎক্ষণিকভাবে পদ থেকে বরখাস্ত হবেন এবং প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর রয়টার্স। ইউনকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হবে নাকি তার ক্ষমতা পুনর্বহাল করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাংবিধানিক আদালতের হাতে ১৮০ দিন সময় রয়েছে। যদি তাকে ক্ষমতাচ্যুত করা হয় তাহলে ৬০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। অভিশংসিত হওয়ার পর ইউন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং দেশকে দৃঢ় প্রস্তুতিমূলক অবস্থা বজায় রাখার আহ্বান জানান, যাতে উত্তর কোরিয়া কোনো উসকানি দেয়ার পরিকল্পনা না করতে পারে। ইউন সামরিক আইন জারির পর থেকে দেশটিতে চলমান রাজনৈতিক সংকটে বেশ কয়েকজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং কয়েকজন গ্রেফতার হয়েছেন। এতে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে দক্ষিণ কোরিয়ার সক্ষমতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিশংসিত হওয়ার পর ইউন বলেন, আপাতত আমি থেমে যাচ্ছি। তবে গত আড়াই বছরে জনগণের সঙ্গে যেই যাত্রা আমি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়েছি, তা কখনোই থেমে যেতে পারে না। আমি কখনোই হাল ছাড়ব না। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে ইউন সুক ইওলের অভিশংসনের দাবি ওঠে। তাঁকে অভিশংসনের জন্য প্রথম দফার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ বিকেলে দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটি হয়। ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন প্রেসিডেন্টকে অভিশংসিত করার পক্ষে ভোট দেন। ৮৫ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনজন ভোটদানে বিরত থাকেন। আটটি ভোট বাতিল হয়ে যায়। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার