যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ চীনের
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

যুক্তরাষ্ট্রে চীনের পণ্যের উপর আরোপিত শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে সে দেশ থেকে আসা সমস্ত পণ্যের উপর ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে চীন। গতকাল এক ঘোষণায় তারা জানায়, ১০ এপ্রিলের থেকে এ শুল্ক কার্যকর করবে চীন।
চীনের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যেন তাৎক্ষণিকভাবে একপক্ষীয় শুল্ক ব্যবস্থা বাতিল করা হয় এবং সমতা, সম্মান এবং পারস্পরিক উপকারিতা ভিত্তিক আলোচনা মাধ্যমে বাণিজ্যিক পার্থক্য সমাধান করা হয়। এছাড়া, চীন যুক্তরাষ্ট্রের ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্কের নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে। চীনের মতে, এই শুল্ক চীনের স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি বিশ্ব অর্থনীতি ও উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলবে।
এদিকে, চীন ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সত্তা’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাদের বিরুদ্ধে বাজার নিয়ম বা চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া, চীন ১৬টি মার্কিন সত্তাকে তার রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে এবং সাত ধরনের বিরল পৃথিবী সম্পর্কিত পণ্যের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক অস্থির বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছিল এবং চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর তারা আরও কঠোর প্রতিকূল পাল্টা ব্যবস্থা গ্রহণের আশঙ্কা ব্যক্ত করেছে। চীনের এমন পদক্ষেপের ফলে বৈশ্বিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে এবং শেয়ারবাজারে তীব্র পতন ঘটেছে।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্ক ২০২৪ সালে ৫৮২.৪ বিলিয়ন ডলারের পণ্য ব্যবসাকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতির ফলে চীন অন্য বাণিজ্যিক অংশীদারের দিকে ঝুঁকতে পারে এবং চীন তার অর্থনীতিকে উদ্দীপ্ত করতে নতুন উদ্দীপক পদক্ষেপ নিতে পারে। চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাজারে পতন ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ফিউচারগুলি সেশনের সর্বনিম্নে পৌঁছেছে। ইউরোপীয় শেয়ার বাজারও তীব্রভাবে পতিত হয়েছে।
বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস, মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
এদিকে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর বিভিন্ন মাত্রার ‘রেসিপ্রোকাল শুল্ক’ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তার এই ঘোষণার পর টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন এই ট্রাম্প-শুল্ক যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে পণ্যের দাম বাড়াবে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে, কোভিড মহামারির পূর্বাভাসে বৈশ্বিক শেয়ারবাজারে ধস নেমেছিল। এরপর গত বুধবার যুক্তরাষ্ট্র ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজার সবচেয়ে বেশি দরপতন দেখেছে।
নাইকি, অ্যাপল ও টার্গেটের মতো বড় মার্কিন কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রত্যেকের শেয়ারমূল্য ইতোমধ্যে ৯ শতাংশের বেশি দরপতন দেখেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০০ কোম্পানির শেয়ারমূল্যের ওপর নজর রাখা এসঅ্যান্ডপি ৫০০-র সূচকে বৃহস্পতিবার চার দশমিক আট শতাংশ দরপতন দেখা দেয়। এর ফলে এসব কোম্পানির বাজারমূল্য কমেছে প্রায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। ডাও জোন্স সূচক ৪ শতাংশ ও নাসডাক প্রায় ৬ শতাংশ দরপতন দেখেছে। বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতনের ধারা শুরু হয়।
গতকাল সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক দুই দশমিক সাত ও অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক এক দশমিক ছয় শতাংশ দরপতন দেখেছে। চীন ও হংকংয়ের শেয়ারবাজার ছিংমিং উৎসবের কারণে বন্ধ রয়েছে। এছাড়া, যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে।
ট্রাম্পের ‘রেসিপ্রোকাল শুল্ক’ অনুযায়ী, ১০ শতাংশ থেকে শুরু করে ৪৯ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক দেখেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা দেশগুলো। এসব শুল্ক যুক্তরাষ্ট্রের রাজস্ব ও দেশীয় উৎপাদন বাড়াবে বলে দাবি করেছেন ট্রাম্প। চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো বাণিজ্যিক অংশীদারদের পণ্যে শুল্কের হার আরও বাড়বে বলেও হুমকি দিয়েছেন তিনি।
মোট ৫৪ শতাংশের শুল্কের মুখে পড়া চীন ও ২০ শতাংশ শুল্ক দেখা ইইউ বৃহস্পতিবার পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) নতুন ট্রাম্প-শুল্ক নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে জানিয়েছে, এসব শুল্কের জন্য এবছর বৈশ্বিক বাণিজ্য এক শতাংশ কমে যেতে পারে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, এসব শুল্ক মূল্যস্ফীতি বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে দিতে পারে। সূত্র : নিউইয়র্ক টাইমস ও বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলার মধ্যেই সব ধরনের মার্কিন যানবাহনের ওপর ২৫ শতাংশ রফতানি শুল্ক আরোপ কলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য তিনি নিজে নিশ্চিত করেছেন।
এক্সবার্তায় ক্র্যানি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের অটোমোবাইল খাতে ২৫ শতাশ রফতানি শুল্ক জারি করেছেন। এর প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিয়েছে কানাডার সরকার। এই শুল্ক থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই কানাডার অটোমোবাইল শিল্প ও এ খাতের কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে।”
প্রসঙ্গত, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মুক্ত বাণিজ্যচুক্তি রয়েছে। চুক্তিটির নাম কানাডা-ইউনাইটেড স্টেটস-মেক্সিকে এগ্রিমেন্ট (সিইউএসএমএ-কুসমা)। এই চুক্তির আওতায় বাৎসরিক হিসেবে বিভিন্ন মার্কিন ও মেক্সিকান পণ্যে কোটা অনুসারে শুল্কছাড় দেয় কানাডা।
বৃহস্পতিবাররের এক্সবার্তায় ক্র্যানি বলেছেন, এখন থেকে যানবাহনের ক্ষেত্রে মেক্সিকো কোটা অনুযায়ী শুল্কছাড় পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। অর্থাৎ এখন কুসমার কোটা ও কোটার বাইরে যত মার্কিন যানবাহন কানাডার ভূখ-ে ঢুকবে, প্রতিটি থেকে ২৫ শতাংশ রফতানি শুল্ক কেটে রাখবে দেশটির সরকার।
তবে যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক জারি করলেও গাড়ির যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর কর আরোপ করেনি কানাডা। এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, সরকার কানাডার অটোমোবাইল শিল্পকে আরও বড় ও বহুজাতিক করে তুলতে চায় এবং এক্ষেত্রে কাঁচামালের সরবরাহ প্রবাহে কোনো প্রকার বাধা আরোপ করতে সরকার আগ্রহী নয়।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে— এমন প্রায় সব দেশের ওপর সবধরনের রপ্তানি পণ্যের ওপর শুল্ক জারি করেছেন ট্রাম্প। কানাডার যানবাহনের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক জারি করেছেন তিনি।
এর আগে গত ৪ মার্চ কানাডীর বিদ্যুৎ ও পটাশের ওপর ১০ শতাংশ ও ইস্পাত ও অ্যালুমিনিয়াম ব্যতীত বাদবাকি সব কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। পরে ১২ মার্চ কানাডার ইস্পাত ও অ্যালুমিনিামের ওপরও ২৫ শতাংশ রপ্তানি শুল্ক জারি করেন ট্রাম্প। সূত্র : এএনআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বামনায় বিক্ষোভ সমাবেশ ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে

বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ আটক ৯

দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, মহিলাসহ আহত-১০

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মাদারীপুরের ডাসারে বিক্ষোভ মিছিল

মুসলমানদের পরাজয়ের ইতিহাস নেই: সেলিম উদ্দিন

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ছাগলনাইয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কমলনগরের সর্বত্রই বিক্ষোভ মিছিল

মুসলিম বিশ্বের নীরবতায় গাজা গণহত্যায় আরও বেপরোয়া ইসরাইল

গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাকারিয়া হোসেন চলতি দায়িত্বে বেবিচকের প্রধান প্রকৌশলী

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ-সমাবেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে সাধারণ জনতার বিক্ষোভ

পরীমণি ভিউ ব্যবসায়ীদের রুটি-রুজির অংশ–শেখ সাদি

ফিলিস্তিনে ইসারায়েলি গণহত্যার প্রতিবাদ ও নিন্দা ডিআরইউর

আরব শাসকদের নিরবতার জন্য আমরা ধিক্কার জানাই- সিলেটে তালামীযের বিক্ষোভ মিছিলে বক্তারা