গণবিক্ষোভে উত্তাল জর্জিয়া, পার্লামেন্ট ভবন ঘেরাও
০৯ মার্চ ২০২৩, ১১:২৬ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৬ এএম

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে এমন বিতর্কিত খসড়া আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্জিয়া। গতকাল বুধবার দ্বিতীয় রাতের মতো উত্তপ্ত ছিল রাজধানী তিবলিসি।
রয়টার্স জানায়, বিলটি বাতিলের দাবিতে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন ক্ষুব্ধ মানুষ। অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে। বিক্ষোভকারীদের সরাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এতে উভয়পক্ষের সংঘাতে ৫৫ পুলিশ সদস্যসহ আহত হন কয়েকশো মানুষ।
বিতর্কিত বিলের বলা হয়, যেসব গণমাধ্যম ও এনজিও বিদেশি কোনো উৎস থেকে ২০ শতাংশের বেশি অর্থায়ন পেয়েছে; তাদের ‘বিদেশি প্রভাবিত প্রতিষ্ঠান’ হিসেবে লিপিবদ্ধ করা হবে। আন্দোলনকারীদের অভিযোগ- রাশিয়ার আইন জর্জিয়ায় বাস্তবায়ন করতে চাইছে সরকার। এর মাধ্যমে মুক্তমনারা দমন-পীড়নের শিকার হবেন।
এদিকে, এ বিল নিয়ে আইন প্রণেতাদের মধ্যেও চলছে বাকবিতণ্ডা। খোদ প্রেসিডেন্ট প্রস্তাবিত বিলে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন। অবশ্য, রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তকে অমান্য করার এখতিয়ার রয়েছে জর্জিয়ান পার্লামেন্টের। খবর: রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন