হিজরতের পথ অনুসরণ করে ১২ দিনে মক্কা থেকে মদিনায় সউদী ক্রীড়াবিদ
১০ মার্চ ২০২৩, ১০:২৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম

প্রায় সাড়ে ১৪ শ বছর আগে মহানবী (সা.)-এর স্মৃতিবিজড়িত হিজরতের পথ অনুসরণ করে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন সউদী ক্রীড়াবিদ বদর আল-শাইবানি। ১২ দিনের ব্যবধানে পাঁচ শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ঐতিহাসিক এই সফর সম্পন্ন করেন।
আল-শায়বানি বলেছেন, প্রতিদিন আমি অন্তত ৪০ কিলোমিটার হেঁটেছি। মূলত ইতিহাস বদলে দেওয়া এই ভ্রমণকে সবার সামনে তুলে ধরাই আমার অভিযাত্রার প্রধান লক্ষ্য। বর্তমানে মাইগ্রেশন রুটটি নথিভুক্ত করার কাজ চলছে। তা ছাড়া ঐতিহাসিক এই পথে পর্যটকদের ভ্রমণ নির্দেশনা দিতেও প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
ভ্রমণকালে আল-শায়বানি হেরা গুহাসহ ১২টি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। মহানবী (সা.) ও আবু বকর (রা.) কোরাইশের সৈন্যদের থেকে পালিয়ে হেরা গুহায় এসে আশ্রয় নিয়েছিলেন। পবিত্র কোরআনে এই ঘটনার বর্ণনা এসেছেন।
আল-শায়বানি বলেন, দীর্ঘ এই যাত্রার জন্য পাঁচ বছরের কষ্টসাধ্য পরিকল্পনা করতে হয়েছে। তবে আমার অন্তরে এই যাত্রার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। দীর্ঘ যাত্রার মধ্যে সাওর গুহায় অবস্থানের মুহূর্তটি ছিল সবচেয়ে স্মরণীয়। কারণ রাসুল (সা.)-ও একসময় এখানে আশ্রয় নিয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘আল্লাহর নবী যে জায়গায় ছিলেন, ঠিক একই স্থানে থাকার বিষয়টি আমার কাছে এক অবিশ্বাস্য রোমাঞ্চ ও আনন্দদায়ক ছিল, যা আমি কখনোই ভুলব না। তেমনি এভারেস্ট পর্বতের চূড়ায় পৌঁছেও আমি অত্যন্ত আনন্দিত ও আবেগপ্রবণ হয়েছিলাম।’ আল-শায়বানি সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। সৌদির ষষ্ঠ অভিযাত্রী হিসেবে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন।
৬২২ সালে মহানবী সা. ও তাঁর সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ইসলামের ইতিহাসে তা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সাড়ে ১৪ শ বছর আগের সেই পথ চিহ্নিত ও নথিভুক্ত করতে কাজ করছে সউদী সরকার।
ইতিমধ্যে ‘রিহলাত মুহাজির’ নামের একটি সংস্থার তত্ত্বাবধানে এই উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন হয়। হিজরতের দীর্ঘ এই পথ নথিভুক্তিতে প্রথমে প্যানোরামিক ৩৬০ ডিগ্রি ফটোগ্রাফি, এরপর ফোর কে ড্রোন ব্যবহার করা হয়।
তাছাড়া মহানবী সা. -এর জীবনীবিষয়ক বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে কাজ করছে সংস্কৃতি ও জাদুঘর বিষয়ক সামায়া ইনভেস্টমেন্ট কম্পানি। মক্কা নগরীর সাওর পর্বতের গুহা থেকে শুরু করে ৪০টি স্টেশন অতিক্রম করে মদিনার মসজিদে কুবা পর্যন্ত এই পথ নির্ধারণ করা হয়। ঐতিহাসিক এই পথে পর্যটকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে সম্প্রতি মক্কায় দ্য জাবালে সাওর কালচারাল সেন্টার উদ্বোধন করা হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

ভিয়েতনামের কাছে বড় হারে বিদায় সাবিনাদের
নারী ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশ

প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট শনিবার

সাত ডিসিপ্লিনের মধ্যে ৪টিতে চরম ব্যর্থ বাংলাদেশ!

যুক্তরাষ্ট্র আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে : মশিউর রহমান রাঙ্গা

যুক্তরাষ্ট্র আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে : মশিউর রহমান রাঙ্গা

বোয়ালখালীতে ডাকাতি করতে এসে তিন ডাকাত আটক

প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহবান হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর

সড়কে ঝরল প্রাণ!

কারা ভিসা নীতির আওতায় পড়ছেন, স্পষ্ট করলেন পিটার হাস

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা বিটার

বাংলাদেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি গণফোরামের

কখনো আমেরিকা যাইনি, ভবিষ্যতেও যাব না : বিদায়ী প্রধান বিচারপতি

লৌহজংয়ে ট্রাকসেলে আলু বিক্রি শুরু

টিটু-শান্তর নেতৃত্বে ১১৬ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর আ’লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

স্কুলে শিক্ষার্থীদের সুরক্ষার নতুন মানদ-ে গুরুত্বারোপ করল দ্য বাংলাদেশ সেফগার্ডিং সামিট

বিআইবিএম’এ ‘বৈদেশিক বাণিজ্য অর্থায়ন এবং এসএমই’র মধ্যে সেতুবন্ধন’ সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকায় হেলথকেয়ার এক্সপো শুরু বৃহস্পতিবার