বাতাসে কাত হয়ে গেল মার্কিন নৌবাহিনীর জাহাজ, আহত ১৫
২৩ মার্চ ২০২৩, ০৯:৩২ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম
স্কটল্যান্ডের এডিনবার্গের বন্দরে দাঁড়িয়ে থাকা পেট্রেল নামের একটি জাহাজ বুধবার (২২ মার্চ) বাতাসের ধাক্কায় কাত হয়ে গেছে। গবেষণা ও পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করার কাজে এটি ব্যবহার করা হতো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আগে এটির মালিক ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। ২০১৮ সালে অ্যালেন মারা যান।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, জাহাজ কাত হয়ে যাওয়ার ঘটনায় ২৫ হন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর ১০ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।
এডিনবার্গের লেথের উপকণ্ঠে অবস্থিত ইম্পেরিয়াল ডকে এ ঘটনা ঘটে। এরপর বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জরুরি পরিষেবা সংস্থাকে খবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিশালাকৃতির জাহাজটি ডকের দেয়ালের পাশে ৪৫ ডিগ্রি কাত হয়ে আছে।
এডিনবার্গের স্থানীয় রাজনীতিবিদ অ্যাডাম ম্যাকভে এক টুইট বার্তায় বলেছেন, ‘শক্তিশালী বাতাসে‘ কারণে জাহাজটি ডক থেকে ছুটে যায়। এরপর এটি কাত হয়ে যায়। ওই সময় যারা জাহাজে ছিলেন তাদের জন্য বিষয়টি ‘ভয়ানক ঘটনা’ ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
জাহাজটি ২০২০ সাল থেকেই স্কটল্যান্ডের ওই ডকটিতে বাঁধা ছিল। করোনা মহামারির কারণে এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জাহাজ বেকে যাওয়ার পর উদ্ধারকাজ চালাতে স্কটিশ অ্যাম্বুলেন্স সার্ভিস পাঁচটি অ্যাম্বুলেন্স, একটি হেলিকপ্টার ও একটি ট্রমা দলকে পাঠায়। এছাড়া কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নেন।
এডিনবার্গ পুলিশ জানিয়েছে, তারা এখনো ঘটনাস্থলে আছে এবং নির্বিঘ্নে উদ্ধার কাজ চালানোর জন্য ওই এলাকা দিয়ে আপাতত সাধারণ মানুষকে চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।
২০০২ সালে এই গবেষণা জাহাজটির যাত্রা শুরু হয়। মূলত সাগরের তলদেশে থাকা পুরোনো জাহাজা খুঁজে বের করার জন্যই এটি তৈরি করা হয়েছিল। জাহাজটির নামকরণ করা হয়েছে পেট্রেল নামের একটি পাখির নামানুসারে।
জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৩০টি পুরোনো জাহাজ উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ইউএসএস ইন্ডিয়ানপোলিস। যেটি ১৯৪৫ সালে তিনিয়ান দ্বীপে প্রথম অ্যাটোমিক বোমার উপাদান নিয়ে গিয়েছিল। এছাড়া এই জাহাজটি উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের ইউএসএস হর্নেট নামের অপর এক যুদ্ধ জাহাজকে। এই জাহাজটি পিয়ার্ল হার্বারে জাপানের আক্রমণের পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সূত্র: বিবিসি, সিবিএস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা