‘শহিদের ছেলেকে দেশদ্রোহী বানিয়ে দিলেন!’ ভাইয়ের পাশে দাঁড়িয়ে মোদিকে তোপ প্রিয়াঙ্কার
২৪ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৩ পিএম

মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রার জের। খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ। আর এরপরই গর্জে উঠলেন রাহুলের বোন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে দেখা গেল তাকে। তিনি প্রশ্ন তুললেন, প্রধানমন্ত্রীজির ‘চামচারা’ এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। অথচ মোদি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন। কিন্তু তাকে আদালত কোনও সাজাও শোনায়নি। এবং তার সাংসদ পদ খারিজও হয়নি। এভাবেই বড়ভাই রাহুলের পাশে দাঁড়িয়ে তোপ দাগতে দেখা গেল তাকে।
ঠিক কী লিখেছেন প্রিয়াঙ্কা? এদিন টুইটারে ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীজি, আপনার চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের প্রথা মেনে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরেছিলেন। নিজের পরিবারের পরম্পরা বজায় রেখেছিলেন। অথচ ভরা সংসদে আপনি তার পরিবার ও সমগ্র কাশ্মীরি পণ্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন, তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না। কিন্তু এজন্য আপনার কোনও বিচারক দু’বছরের সাজা শোনায়নি। আপনার সাংসদ পদও খারিজ হয়নি।’
সেই সঙ্গেই প্রিয়াঙ্কার দাবি, রাহুল গান্ধী এক সত্যিকারের দেশভক্তের মতোই আদানির ‘লুঠ’ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। নীরব মোদি ও মেহুল চোক্সির কথাও বলেছিলেন। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে তার প্রশ্ন, ‘আপনার বন্ধু গৌতম আদানি কি দেশের সংসদ ও ভারতের জনতার থেকেও বড়, যে তার লুঠ নিয়ে প্রশ্ন তুললে আপনি মরিয়া হয়ে উঠলেন?’ পাশাপাশি কংগ্রেসকে ‘পরিবারবাদী’ বলে বিজেপির তোপ দাগা প্রসঙ্গেও পালটা দিয়েছেন তিনি। তার বক্তব্য, ‘এই পরিবারই দেশের গণতন্ত্রকে নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছে।’ এদিকে রাহুল গান্ধীও টুইটারে নিজের গ্রেপ্তারি সম্পর্কে গর্জে উঠে লিখেছেন, ‘আমি ভারতের কণ্ঠস্বর হতে লড়াই করছি। আমি যে কোনও মূল্য দিতে তৈরি।’
উল্লেখ্য, সুরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তার উপর সাংসদ পদ বাতিলের খড়্গ ঝুলছিল। শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভার সচিবালয়। এরপরই খারিজ হয়ে যায় তার সাংসদ পদ। এরপর থেকেই তুঙ্গে বিতর্ক। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনায় বসেছেন কংগ্রেস নেতৃত্ব। আলাদা করে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কা বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ওটিটিতে ফিরছে ‘বিগ বস’, সঞ্চালনায় সালমান খান

কুয়াকাটায় দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আরও বাড়বে গরম

মোগল আমলেও এত কষ্ট ছিল না : এমপি শামীম হায়দার

হতভাগা ১২ জনই নির্মাণ শ্রমিক

কানাডার দাবানলের ধোঁয়ায় ধূসর স্ট্যাচু অব লিবার্টি

রাজধানীর বনানী থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী আটক

বিএনপির সাথে আলোচনার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

সাঈদ খোকনের বিরুদ্ধে শ্রম আদালতের মামলা খারিজ, বাদীকে সতর্ক করলেন আদালত

সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

তীব্র দাবদাহে এবার ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ ঘোষণা

হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলের এক অনুষ্ঠানে গুলি, নিহত ২

ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ইরানের নৌ জোটে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশ

'অনশনকারী' জাবি শিক্ষার্থী প্রত্যয়ের উপর হামলা

তিনদিনে ইউক্রেনের ৩ হাজার ৭০০ সেনা নিহত : রাশিয়া

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা-১৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা