‘শহিদের ছেলেকে দেশদ্রোহী বানিয়ে দিলেন!’ ভাইয়ের পাশে দাঁড়িয়ে মোদিকে তোপ প্রিয়াঙ্কার
২৪ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৩ পিএম
মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রার জের। খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ। আর এরপরই গর্জে উঠলেন রাহুলের বোন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে দেখা গেল তাকে। তিনি প্রশ্ন তুললেন, প্রধানমন্ত্রীজির ‘চামচারা’ এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। অথচ মোদি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন। কিন্তু তাকে আদালত কোনও সাজাও শোনায়নি। এবং তার সাংসদ পদ খারিজও হয়নি। এভাবেই বড়ভাই রাহুলের পাশে দাঁড়িয়ে তোপ দাগতে দেখা গেল তাকে।
ঠিক কী লিখেছেন প্রিয়াঙ্কা? এদিন টুইটারে ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীজি, আপনার চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের প্রথা মেনে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরেছিলেন। নিজের পরিবারের পরম্পরা বজায় রেখেছিলেন। অথচ ভরা সংসদে আপনি তার পরিবার ও সমগ্র কাশ্মীরি পণ্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন, তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না। কিন্তু এজন্য আপনার কোনও বিচারক দু’বছরের সাজা শোনায়নি। আপনার সাংসদ পদও খারিজ হয়নি।’
সেই সঙ্গেই প্রিয়াঙ্কার দাবি, রাহুল গান্ধী এক সত্যিকারের দেশভক্তের মতোই আদানির ‘লুঠ’ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। নীরব মোদি ও মেহুল চোক্সির কথাও বলেছিলেন। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে তার প্রশ্ন, ‘আপনার বন্ধু গৌতম আদানি কি দেশের সংসদ ও ভারতের জনতার থেকেও বড়, যে তার লুঠ নিয়ে প্রশ্ন তুললে আপনি মরিয়া হয়ে উঠলেন?’ পাশাপাশি কংগ্রেসকে ‘পরিবারবাদী’ বলে বিজেপির তোপ দাগা প্রসঙ্গেও পালটা দিয়েছেন তিনি। তার বক্তব্য, ‘এই পরিবারই দেশের গণতন্ত্রকে নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছে।’ এদিকে রাহুল গান্ধীও টুইটারে নিজের গ্রেপ্তারি সম্পর্কে গর্জে উঠে লিখেছেন, ‘আমি ভারতের কণ্ঠস্বর হতে লড়াই করছি। আমি যে কোনও মূল্য দিতে তৈরি।’
উল্লেখ্য, সুরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তার উপর সাংসদ পদ বাতিলের খড়্গ ঝুলছিল। শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভার সচিবালয়। এরপরই খারিজ হয়ে যায় তার সাংসদ পদ। এরপর থেকেই তুঙ্গে বিতর্ক। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনায় বসেছেন কংগ্রেস নেতৃত্ব। আলাদা করে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কা বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী