নির্বাচনের প্রস্তুতি, টেক্সাসে ট্রাম্পের সমাবেশে হাজারো মানুষ
২৬ মার্চ ২০২৩, ০৬:৫২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৪ পিএম

শনিবার ‘সবার জন্য ন্যায়বিচার’ গানটি গেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পের রেকর্ড করা অঙ্গীকারের একটি ভিডিও দেখানো হয়।
টেক্সাসের ওয়াকোতে একটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারও সমর্থকের সামনে তিনি একসময়কার পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ প্রদানের অভিযোগে নিউ ইয়র্ক শহরের তদন্তকে বাজে ভাষায় গালাগাল করেছেন বলে জানিয়েছে বিবিসি। ‘ওয়াশিংটন ডিসির ‘অবিচার মন্ত্রণালয়ের’ পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমার বিরুদ্ধে এমন একটি বিষয় নিয়ে তদন্ত করছে, যেটি কোনো অপরাধ নয়, অপকর্ম নয়, কোনো শারীরিক সম্পর্কের ঘটনাও নয়,’ বলেছেন ট্রাম্প।
নিজেকে দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্পাপ মানুষ দাবি করে সাবেক প্রেসিডেন্ট তার ব্যক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক জীবনকে উল্টে-পাল্টে, ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন। কিছুদিন আগেও ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়েবসাইটে তাকে গ্রেপ্তার করা হতে পারে ইঙ্গিত দিয়ে অভিযুক্ত হলে সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন, তবে শনিবার টেক্সাসের সমাবেশে তিনি এমন কিছু বলেননি।
এদিন বিকালবেলায় ওয়াকোর সমাবেশে উপস্থিত ট্রাম্প সমর্থকদের বেশ উৎসবের মেজাজেই দেখা গেছে, যেমনটা তাদের দেখা গিয়েছিল ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়। হাজারও সমর্থককে দেখা গেছে ট্রাম্পের ছবি ও তাকে কেন্দ্র করে হওয়া বিভিন্ন প্রচার সামগ্রীর তাঁবুগুলোতে ভিড় জমাতে। অনেকেই এসব তাঁবু থেকে ‘ঈশ্বর, বন্দুক আর ট্রাম্প’ এবং ‘ট্রাম্প জিতেছেন’ এমন লেখা টিশার্ট কিনেছেন।
এরপর তারা ট্রাম্পের ব্যক্তিগত জেট নামারও কয়েক ঘণ্টা আগে স্থানীয় বিমানবন্দরটির পিচঢালা পথে বসে থেকে সাবেক প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করেন। লাউডস্পিকারে উপভোগ করেন আবা, ফ্রাঙ্ক সিনাত্রা ও বন জোভির গান, এর ফাঁকে ফাঁকে স্লোগানের তালও তাদের উজ্জীবিত রেখেছিল।
ট্রাম্পের জন্য রাখা ওই মঞ্চে ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়েটজ ও জর্জিয়ার কংগ্রেসউইম্যান মারজেরি টেইলর গ্রিনও বক্তব্য রাখেন, আক্রমণ করেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে, যিনি সামনের কয়েকদিনের মধ্যেই ট্রাম্পকে অভিযুক্ত করা হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ‘২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করত আমাদের বিচার ব্যবস্থাকে বাজেভাবে কাজে লাগানোর মাধ্যমে (ট্রাম্পের বিরুদ্ধে) আক্রমণ হচ্ছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে উইচ হান্ট ছাড়া আর কিছুই নয়, তিনি পুরোপুরি নির্দোষ,’ বলেছেন গ্রিন।
আয়োজকদের অনুমান, শনিবারের সমাবেশে ১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিল; ব্র্যাগের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যাদের বেশিরভাগকেই দুয়ো দিতে দেখা গেছে। তবে এদিন উপস্থিত ট্রাম্পের অধিকাংশ সমর্থককে নিউ ইয়র্কের তদন্ত নিয়ে খুব বেশি চিন্তিত মনে হয়নি। ‘আমি নেতিবাচক কিছু শুনিই না। তিনি যেন অভিযুক্ত না হন, সেজন্য আমি প্রার্থনা করছি। ঈশ্বর এখনও প্রার্থনা শোনেন,’ বলেছেন ডালাসের কাছের শহর মিডলোথিয়ানের বাসিন্দা ডেভি হার্ভি। ‘এটা (ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত) নিয়ে বেশি কিছু ভাবার আছে বলে মনে করি না আমি। এখন তারা বিচার আদৌ করা যাবে কিনা, সেটা ভেবেই মনে হয় কুল পাচ্ছে না,’ বলেছেন কাছাকাছি কোপেরাস কোভের বাসিন্দা ব্রায়ান নোভি। সূত্র: নিউইয়র্ক টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

বাংলাদেশে প্রথমবারের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্স (পিএমআরসি) অনুষ্ঠিত

এডিস মশা কামড় দেয়ার সময় চিনবেনা কে মেয়র-কাউন্সিলর ইমাম-খতিব: ডিএনসিসি মেয়র

প্রাচীন ধর্ম সনাতকে শুধু শ্রদ্ধা নয় এ সম্পর্কে জানতে হবে, ইসকনের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাস্বত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহরিয়ার

১০-১৫ দিনের মধ্যে বর্তমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর চেষ্টা চলছে : নসরুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আজমত উল্লা খান

আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেয়া হবে

বাজেট সম্পর্কে আলোচনায় ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : স্পিকার

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য : প্রধানমন্ত্রী

দুর্বিষহ জনজীবন

পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে : প্রধানমন্ত্রী

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা : বিমান প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের সঙ্গে ইওয়ামা কিমিনোরি ও জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

নালিতাবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন : আইনমন্ত্রী

লোডশেডিং আরো দুই সপ্তাহ

সাগরে ভারতীয় জেলেদের মাছ ধরা ঠেকাবে