খাইবার পাখতুনখোয়ায় ৩ সন্ত্রাসী নিহত : পাকিস্তানের আইএসপিআর
১৮ এপ্রিল ২০২৩, ০১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলার লোসুম এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনীর হাতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি দেশটির আন্তঃবাহিনী পরিদপ্তরের জনসংযোগ শাখা (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এর ফলে তিন সন্ত্রাসী নিহত হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। খবর ডনের।
আইএসপিআর বলেছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি চাঁদাবাজি এবং নিরীহ নাগরিকদের হত্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। স্থানীয়রা এই অভিযানের প্রশংসা করেছে এবং নিরাপত্তা বাহিনীর প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। এ ছাড়া তারা এলাকা থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন।
এদিকে এই ঘটনার একদিন আগে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অপর এক অভিযানে আরও তিন তিন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর বলছে, বান্নুতে নিহত সন্ত্রাসীরাও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।
ডনের খবরে বলা হয়, গত কয়েক মাস ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সারা দেশে কোনো ধরনের দায়িত্ব জ্ঞানহীনভাবে হামলা চালাচ্ছে। এতে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
গত বছরের নভেম্বরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি ব্যাপক আক্রমণ শুরু করে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে তাদের আক্রমণ তীব্র হয়। এ ছাড়া বেলুচিস্তানের বিদ্রোহীরাও তাদের সহিংস কর্মকাণ্ড জোরদার করেছে এবং টিটিপির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।
ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস ২০১৮ সালের জুলাইয়ের পর থেকে সবচেয়ে মারাত্মক মাসগুলির একটি। কারণ এই মাসে সারাদেশে অন্তত ৪৪টি জঙ্গি হামলায় ১৩৪ জন প্রাণ হারান যা মাসিক হিসাবে ১৩৯ শতাংশ বৃদ্ধি। এ ছাড়া এসব হামলায় ২৫৪ জন আহত হন।
চলতি মাসের শুরুতে দেশটির শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং আফগানিস্তান থেকে আসা জঙ্গিদের ১৫ দিনের মধ্যে দমনে জাতীয় কর্ম পরিকল্পনা (এনএপি) পুনরায় চালুর প্রতিশ্রুতি দেয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়