টিভি লাইভে হঠাৎ অসুস্থ এরদোগান
২৮ এপ্রিল ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম
তুরস্কে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। সাক্ষাৎকারের মধ্যে এরদোগান অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানটির সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
তবে ২০ মিনিট বিরতির পর অনুষ্ঠানটি শুরু হলে এরদোগান জানান যে ‘পাকস্থলীর ফ্লু’ এর কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ বোধ করছেন। পরে তিনি টুইট করেন যে: ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ আমি বিশ্রাম করবো।...আগামীকাল থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।”
ঊনসত্তর বছর বয়সী এরদোগান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু ছয়টি দলের একটি জোটের নেতা হিসেবে নির্বাচন করছেন। প্রেসিডেন্ট এরদোগান অসুস্থ হওয়ার পর অনেক নেতার মত তিনিও তার দ্রুত সুস্থতা কামনা করেন। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী ফাহরেতিন কোচা বৃহস্পতিবার জানান যে প্রেসিডেন্টের শরীরের অবস্থা ভালো। এরদোগান যত দ্রুত সম্ভব তার পূর্ব নির্ধারিত নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার দেয়ার সময় এরদোগান যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার পাশে বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। টেলিভিশন চ্যানেল উলকে টিভি ও কানাল সেভেন – যাদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করা হয় –এরদোগানের সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করছিল। একজন সাংবাদিক একটি প্রশ্ন করার পরপরই ক্যামেরায় তার চিন্তিত মুখ দেখা যায়। এরপরই টেলিভিশন স্ক্রিন অন্ধকার হয়ে যায়।
এরদোগান অবশ্য কিছুক্ষণের মধ্যেই টিভিতে এসে ব্যাখ্যা দেন যে অসুস্থ থাকায় তিনি সূচী বাতিল করতে চেয়েছিলেন। পরে তিনি দু:খপ্রকাশ করে বলেন, “ব্যস্ততার মধ্যে আমাদের অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।” এই অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই তুরস্কের বাইরের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জল্পনা শুরু হয় যে প্রেসিডেন্ট এরদোগানের হার্ট অ্যাটাক হয়েছে।
তবে এরদোগানের যোগাযোগ বিভাগের প্রধান ফেপাহরেতিন আলতুন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে এসব ‘ভিত্তিহীন দাবি অস্বীকার’ করে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। যেসব অ্যাকাউন্ট থেকে ‘গুজব’ ছড়ানো হয়েছে, সেসব অ্যাকাউন্টের স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি। এসব গুজবের জবাব দিয়ে তিনি টুইট করেন: “যত মিথ্যা তথ্যই ছড়ানো হোক, তুরস্কের মানুষ ১৪ই মে’র নির্বাচনে তাদের নেতা এরদোগানের সাথে থাকবে এবং তার একে পার্টি বিজয়ী হবে।”
গত ২১ বছর ধরে এরদোগান ক্ষমতায় আছেন। এই প্রথমবার টিভিতে লাইভ ইন্টারভিউ চলাকালে তার অসুস্থ হওয়ার মত ঘটনা ঘটলো। এর আগে ২০১১ এবং ২০১২ সালে তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়। সেসময়ও তার স্বাস্থ্য নিয়ে নানা কানাঘুষা তৈরি হয়েছিল।
এরদোগানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুর জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১৪ই মে। প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে এর দুই সপ্তাহ পর। বুধবার আনাতোলিয়ায় তিনটি নির্বাচনী জনসভায় মি. এরদোগানের যোগ দেয়ার কথা থাকেলেও তিনি সেগুলো বাতিল করেন। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থাকছেন।
এরপর তিনি বৃহস্পতিবারের নির্ধারিত ইভেন্টগুলোও বাতিল করেন, যার মধ্যে ভূমধ্যসাগর উপকূলে আক্কুইয়ু গ্রামে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল। ঐ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও অনলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে স্থাপনাটির উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে এরদোগানকে ক্লান্ত ও ফ্যাকাসে দেখাচ্ছিল।
আক্কুইয়ুর চারটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সবগুলোর সিংহভাগ মালিকানাই রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটমের। এগুলো তৈরি করতে বহু বছর লেগেছে। নির্বাচনের কথা মাথায় রেখেই এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানটি এই সময় রাখা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেন। মস্কোর পক্ষ থেকে বলা হয় যে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে আগ্রহী।
তুরস্কের সংসদ সদস্য নির্ধারণ ও প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে ১৪ই মে। এই ধাপে যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পায়, তাহলে দুই সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। তুরস্কের বাইরে থাকা ৩৩ লাখ তুর্কি নাগরিক এরই মধ্যে ভোট দেয়া শুরু করেছেন। তাদের ভোট চলবে ৯ মে পর্যন্ত। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন