আবারও ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
০২ মে ২০২৩, ১০:৪১ এএম | আপডেট: ০২ মে ২০২৩, ১০:৪১ এএম
ইউক্রেনের ওপর সর্বশেষ রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান টার্গেট ছিল মধ্যাঞ্চলীয় শহর দেনিপ্রোর কাছের ছোট একটি শহর পাভলোরার্ড। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাভলোরার্ডের কিছু গুদামের ব্যাপক ক্ষতি হয়েছে। গুদামে কী ছিল তা পরিষ্কার নয়।
ভোররাতের দিকে গুদামটিতে ক্ষেপণাস্ত্র এসে পড়ার পর বড়ধরনের অগ্নিকাণ্ড শুরু হয়। আশাপাশের কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়। আহত হয় ৩৪ জন। ঐ হামলার কয়েক ঘণ্টা পরই রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে এয়ার রেইড সাইরেন বেজে ওঠে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা দেশের বিভিন্ন জায়গায় রাশিয়ার ছোড়া ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ১৫টি আকাশে থাকতেই গুলি করে ধ্বংস করে দিয়েছে।
তবে রণাঙ্গন থেকে ৭০ মাইল দূরে পাভরোহার্ড শহরের দিকে টার্গেট করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা সম্ভব হয়নি বলে মনে হচ্ছে। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর বিশাল এলাকা জুড়ে আগুন জ্বলছে। ইউক্রেনের স্থানীয় সামরিক প্রশাসন এই হামলাকে “ট্র্যাজিক একটি রাত এবং সকাল” বলে বর্ণনা করে জানিয়েছে শহরের এক শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
তাদের দেয়া হিসাবে শহরের মোট ১৯টি বহুতল আ্যাপার্টমেন্ট ভবন, ২৫টি বাড়ি, ছটি স্কুল এবং কিন্ডারগার্টেন এবং পাঁচটি দোকান বিধ্বস্ত হয়েছে। রুশ অধিকৃত একটি এলাকার মস্কোর নিয়োগ করা একজন কর্মকর্তা, ভ্লাদিমির রোগভ, টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন সর্বশেষ রুশ হামলায় রেল অবকাঠামো এবং জ্বালানি তেলের ডিপো টার্গেট করা হয়েছে।
উল্লেখ্য যে শনিবার ক্রাইমিয়ার সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবাহিনীর জন্য জ্বালানি সংরক্ষণের ডিপোতে ড্রোন হামলার পরদিনই ইউক্রেনের রেল অবকাঠামো এবং জ্বালানি তেলের ডিপো টার্গেট করে এই হামলা চালানো হলো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ইউক্রেনের সংবাদ সংস্থা আরবিসি জানিয়েছে, রোববারের ড্রোন হামলায় ১০টি স্টোরেজ ট্যাংকে রুশ নৌবাহিনীর ব্ল্যাক সি ফ্লিটের জন্য মজুদ করে রাখা সব তেল পুড়ে গেছে।
রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে ইউক্রেন ঐ ড্রোন হামলার কথা স্বীকার করেনি। সোমবার ভোরে পাভলোরার্ডে ঐ হামলার কয়েক ঘণ্টা পরে রাজধানী কিয়েভেও এয়ার রেড অ্যালার্ট জারী করা হয়। স্থানীয় সময় ভোর চারটা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে থেকে থেকেই সাইরেনের শব্দ শোনা যায়।
ওদিকে ইউক্রেন বলছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমা বিভিন্ন দেশে থেকে নতুন অস্ত্র এবং সরঞ্জাম এসে পৌঁছুনোর পর এই হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। অন্যদিকে, রাশিয়া তাদের হামলা বাড়ানোর এবং দখল করা জায়গায় নিয়ন্ত্রণ সংহত করার পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে। সামরিক কম্যান্ডের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আবারও রদবদল করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জেনারেল মিজিনতসেভকে – যিনি সামরিক সরঞ্জাম সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন – তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাত্র গত সেপ্টেম্বরে তাকে নিয়োগ করা হয়। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মঠবাড়িয়ায় মালয়শিয়া প্রবাসীর ঘরে ডাকাতি বৃদ্ধাসহ ৩ নারী আহত
টুইটার থেকে এক্স ,ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ নকলার মাদক কারবারিকে ফুলপুরে আটক
বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের