তুরস্কের গোয়েন্দা বাহিনীর অভিযানে সিরিয়ার আইএস নেতা নিহত
০২ মে ২০২৩, ১০:৪৩ এএম | আপডেট: ০২ মে ২০২৩, ১০:৪৩ এএম
সিরিয়ায় একটি অভিযানে মৃত্যু হয়েছে আবু হুসেইন আল-কুরেশি। অনুমান করা হচ্ছে, আবু হুসেইনই ইসলামিক স্টেটের প্রধান। আর সিরিয়ায় তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার তরফে এক অভিযানে এ আইএসআইএস নেতা নিহত হয়েছে। তুরস্কের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার সময় এ তথ্য জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান।
স্থানীয় এক সংবাদ মাধ্যমে এরদোগান বলেন, “শনিবার সিরিয়ায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার এক অভিযানে আবু হুসেইন আল-কুরেশিকে নিধন করা হয়েছে।” অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা। অবশেষে সিরিয়ার মাটিতে আইএস প্রধানকে নিধনের খবর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত বছর ৩০ নভেম্বর আইএসআইএস-র প্রাক্তন প্রধান আবু হাসান আল-হাশিমির মৃত্যুর খবর ঘোষণা করেছিল সংগঠন। দক্ষিণ সিরিয়ার এক সামরিক অভিযানে তার মৃত্য হয়েছিল। তারপরই সংগঠনের প্রধান হিসেবে আবু হাসান আল-কুরেশিকে বেছে নেয়া হয় বলে অনুমান করা হয়।
জানা গিয়েছে, উত্তর সিরিয়ার জনদারিস নামের এক শহরে গা ঢাকা দিয়েছিল আবু হুসেইন। এই উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তুরস্ক গত ২০২২ সাল থেকেই দখল করে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই এলাকায় অভিযান করে তুরস্কের গোয়েন্দা সংস্থা। আর এই অভিযান সফল হয়েছে বলেই দাবি প্রেসিডেন্টের।
এদিকে এই সম্পর্কে সিরিয়ার ন্যাশনাল আর্মির তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। অন্যদিকে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমেকে এই শহরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতেই জনদারিসের এক প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। প্রায় ১ ঘণ্টা ধরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেই এলাকাও ঘিরে ফেলা হয়। এই অভিযানেই আবু হাসান আল-কুরেশি নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
আবু হুসেন আল-কুরেশি। ইসলামিক স্টেটের এই নেতা মূলত সিরিয়ায় আধিপত্য কায়েম করে। পূর্বসূরী আবু ইব্রাহিম আল হাশিমি মার্কিন সেনার হাতে ধরা পড়ার পর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শেষ করে দেওয়ার পর সংগঠনের সিরীয় শাখার দায়িত্ব নেয় কুরেশি। রাস্তার ধারে বোমা বিস্ফোরণ, তীব্র বেগে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মধ্যে দিয়ে প্রাণহানি ঘটানো – কুরেশির হামলার কায়দা ছিল এসবই। একসময়ে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার বিস্তীর্ণ অংশ বিশেষত ইরাক, তুরস্কের সীমান্তবর্তী বিশাল এলাকা দখল করেছিল ইসলামিক স্টেট। পালটা প্রতিরোধে ধীরে ধীরে তা হারাতেও থাকে।
গত অক্টোবর মাস থেকে সিরিয়ার সংগঠনের হাল ধরার পর সীমান্ত এলাকা পুনরুদ্ধারে কুরেশি আক্রমণ কৌশল খানিকটা বদল করে। তুরস্ক সীমান্ত লাগোয়া জানদারিসে ডেরা বেঁধেছিল। খোঁজ পেয়ে সেখানেই হামলা চালায় তুরস্কের গোয়েন্দা বাহিনী। MIT’এর সেই হামলায় নিহত হয়েছে কুরেশি, স্থানীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। একই খবর মিলেছে সিরিয়ার সূত্রেও।
তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য, ‘এভাবেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অপারেশন চলবে। জঙ্গি সংগঠনগুলিকে গুঁড়িয়ে দেওয়া হবে।’ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে জাঁকিয়ে সন্ত্রাস চালিয়ে যাওয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধ লড়াইয়ের ঝাঁজ আরও বাড়াচ্ছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও পশ্চিমি দুনিয়া। কুরেশির মৃত্যু সিরিয়ার আইএস গোষ্ঠীর পক্ষে বড় ধাক্কার বলে মনে করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টুইটার থেকে এক্স ,ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ নকলার মাদক কারবারিকে ফুলপুরে আটক
বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!