তুরস্কের গোয়েন্দা বাহিনীর অভিযানে সিরিয়ার আইএস নেতা নিহত
০২ মে ২০২৩, ১০:৪৩ এএম | আপডেট: ০২ মে ২০২৩, ১০:৪৩ এএম
সিরিয়ায় একটি অভিযানে মৃত্যু হয়েছে আবু হুসেইন আল-কুরেশি। অনুমান করা হচ্ছে, আবু হুসেইনই ইসলামিক স্টেটের প্রধান। আর সিরিয়ায় তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার তরফে এক অভিযানে এ আইএসআইএস নেতা নিহত হয়েছে। তুরস্কের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার সময় এ তথ্য জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান।
স্থানীয় এক সংবাদ মাধ্যমে এরদোগান বলেন, “শনিবার সিরিয়ায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার এক অভিযানে আবু হুসেইন আল-কুরেশিকে নিধন করা হয়েছে।” অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা। অবশেষে সিরিয়ার মাটিতে আইএস প্রধানকে নিধনের খবর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত বছর ৩০ নভেম্বর আইএসআইএস-র প্রাক্তন প্রধান আবু হাসান আল-হাশিমির মৃত্যুর খবর ঘোষণা করেছিল সংগঠন। দক্ষিণ সিরিয়ার এক সামরিক অভিযানে তার মৃত্য হয়েছিল। তারপরই সংগঠনের প্রধান হিসেবে আবু হাসান আল-কুরেশিকে বেছে নেয়া হয় বলে অনুমান করা হয়।
জানা গিয়েছে, উত্তর সিরিয়ার জনদারিস নামের এক শহরে গা ঢাকা দিয়েছিল আবু হুসেইন। এই উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তুরস্ক গত ২০২২ সাল থেকেই দখল করে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই এলাকায় অভিযান করে তুরস্কের গোয়েন্দা সংস্থা। আর এই অভিযান সফল হয়েছে বলেই দাবি প্রেসিডেন্টের।
এদিকে এই সম্পর্কে সিরিয়ার ন্যাশনাল আর্মির তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। অন্যদিকে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমেকে এই শহরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতেই জনদারিসের এক প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। প্রায় ১ ঘণ্টা ধরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেই এলাকাও ঘিরে ফেলা হয়। এই অভিযানেই আবু হাসান আল-কুরেশি নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
আবু হুসেন আল-কুরেশি। ইসলামিক স্টেটের এই নেতা মূলত সিরিয়ায় আধিপত্য কায়েম করে। পূর্বসূরী আবু ইব্রাহিম আল হাশিমি মার্কিন সেনার হাতে ধরা পড়ার পর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শেষ করে দেওয়ার পর সংগঠনের সিরীয় শাখার দায়িত্ব নেয় কুরেশি। রাস্তার ধারে বোমা বিস্ফোরণ, তীব্র বেগে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মধ্যে দিয়ে প্রাণহানি ঘটানো – কুরেশির হামলার কায়দা ছিল এসবই। একসময়ে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার বিস্তীর্ণ অংশ বিশেষত ইরাক, তুরস্কের সীমান্তবর্তী বিশাল এলাকা দখল করেছিল ইসলামিক স্টেট। পালটা প্রতিরোধে ধীরে ধীরে তা হারাতেও থাকে।
গত অক্টোবর মাস থেকে সিরিয়ার সংগঠনের হাল ধরার পর সীমান্ত এলাকা পুনরুদ্ধারে কুরেশি আক্রমণ কৌশল খানিকটা বদল করে। তুরস্ক সীমান্ত লাগোয়া জানদারিসে ডেরা বেঁধেছিল। খোঁজ পেয়ে সেখানেই হামলা চালায় তুরস্কের গোয়েন্দা বাহিনী। MIT’এর সেই হামলায় নিহত হয়েছে কুরেশি, স্থানীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। একই খবর মিলেছে সিরিয়ার সূত্রেও।
তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য, ‘এভাবেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অপারেশন চলবে। জঙ্গি সংগঠনগুলিকে গুঁড়িয়ে দেওয়া হবে।’ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে জাঁকিয়ে সন্ত্রাস চালিয়ে যাওয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধ লড়াইয়ের ঝাঁজ আরও বাড়াচ্ছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও পশ্চিমি দুনিয়া। কুরেশির মৃত্যু সিরিয়ার আইএস গোষ্ঠীর পক্ষে বড় ধাক্কার বলে মনে করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা