গত চারমাসে এগার হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার।
০২ মে ২০২৩, ১০:৫৩ এএম | আপডেট: ০২ মে ২০২৩, ১০:৫৩ এএম
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনের দায়ে গত চার মাসে ১১ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। কয়েক মাস ধরে দেশটিতে অবৈধ অভিবাসী এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির সরকার। এর মধ্যেই এত সংখ্যক অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা জানালো কুয়েত সরকার।
সম্প্রতি দ্য গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, কুয়েতে আবাসন এবং কর্মসংস্থান আইন লঙ্ঘনের কারণে ধরপাকড় চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসীকে দেশে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিদিন গড়ে ৯২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এসব অভিবাসীর মধ্যে কোন দেশের কতজন নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বারজাস। তাদের নির্দেশেই ২০২৩ সালের জানুয়ারি থেকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যারা আইন লঙ্ঘন করবে, অবৈধভাবে দেশে প্রবেশ করবে এবং যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি আরোপ হবে। সবাইকে সরকারের জারি করা আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।
এদিকে গ্রেফতারকৃতদের অনেক আত্মীয়স্বজনরা জানিয়েছেন, তাদের আত্মীয়ের ভিসা ছিল এবং তারা কুয়েতে বৈধ। পুলিশ রাস্তাঘাট কিংবা বাজার থেকে ধরে নিয়ে গিয়ে কোন একটা মামলা দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। বর্তমানে গ্রেফতার ও দেশে ফেরত পাঠানো অভিবাসীদের বেশিরভাগই ভিসা/একামাধারী বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পুলিশ যাকে যেখানে ধরছে তাকেই থানায় নিয়ে যাচ্ছে। বৈধ প্রমাণ করার জন্যে কেউ তার সিভিল আইডি/পরিচয়পত্র পুলিশকে দেখাতে চাইলে সেটিও পুলিশ দেখছেন না। এমনকি কোন কথাও বলতে দেন না। সাথে সাথে হাতের মোবাইলটা পর্যন্ত নিয়ে নিচ্ছে। অনেক বৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে সেটা তাদের কুয়েতে অবস্থানরত নিকটাত্মীয়রাও পর্যন্ত জানতে পারছেন না। সূত্র মতে, গ্রেফতারকৃত অভিবাসীদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ভারত, মিশর, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক। এ দিকে অভিবাসী বাংলাদেশীদের দাবি অবৈধ অভিবাসীদের গ্রেফতার করুক এতে সমস্যা নেই কিন্তু যাদের ভিসা/একামা আছে এবং কোন মামলা নেই তাদেরকে গ্রেফতার চরম দুঃখজনক। দূতাবাসের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা