পাকিস্তানে লাখো মানুষের বিক্ষোভ অব্যাহত
১১ মে ২০২৩, ০২:০৫ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ০২:০৫ পিএম
পাকিস্তান এখনো অশান্ত। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার পর থেকেই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ইমরানের দল পিটিআইয়ের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভে লাখো জনতার ঢল নামে। এতে জনগণের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। সংঘর্ষে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
জানা যায়, ইমরানের দল পিটিআইয়ের কর্মীরা রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ করছেন। ইমরান খানকে গ্রেফতারের পর থেকেই বিক্ষোভ এখনোও অব্যাহত রয়েছে। পাকিস্তান জুড়ে এখন ইমরানের পক্ষে লাখো মানুষের মিছিল। তাদের একটাই দাবি, আমাদের নেতাকে মুক্তি দিতে হবে। এ পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত তিনশ জন।
লাহোরের মডেল টাউনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাড়ি আক্রমণ করে বিক্ষোভকারীরা। ভোররাতে এই আক্রমণ হয়। তখন বাড়িতে নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ ছিলেন না। প্রায় পাঁচশ বিক্ষোভকারী সেখানে গিয়ে বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের এক কর্মকর্তা জানায়, বাড়ির ভিতরেও পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। পরে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছালে বিক্ষোভকারীরা চলে যায়। এরপর কুরেশিসহ ইমরানের দলের প্রধান নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানায়, ইমরানের সমর্থকেরা যেভাবে সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করছে, আগুন ধরিয়ে দিয়েছে, যেভাবে হিংসাশ্রয়ী বিক্ষোভ করছে, তাতে তিনি সেনা নামাতে বাধ্য হলেন। আপাতত ইসলামাবাদ শহর এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়াতে সেনা নামানো হয়েছে।
সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ইমরানের সমর্থকেরা সেনার সদরদপ্তর, বিভিন্ন শিবির আক্রমণ করেছে। পরিকল্পনামাফিক আক্রমণ হচ্ছে। সেনার বিরুদ্ধে স্লোগান দেয়া হচ্ছে। তারা সংযত থেকেছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেনাকে বদনাম করা হচ্ছে। কারা এর পিছনে আছে তা সেনা জানে। এবার কড়াহাতে পরিস্থিতি মোকাবিলা করা হবে।
ইমরানের দল দাবি করছে, ফয়সলাবাদে পুলিশ তাদের কর্মীদের উপর গুলি চালিয়েছে। এর ফলে একজন কর্মীর মৃত্যু হয়েছে।
দলের নেতা জুলফি বুখারি জানান, আমরা আশা করছি, ইমরান খানের উপর কোনো অত্যাচার হচ্ছে না। তার গায়ে হাত তোলা হচ্ছে না।
আরেক নেতা ফারুখ হাবিব বলেছেন, ''ইমরানকে যতক্ষণ মুক্তি দেয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, তিনি পাকিস্তানের সব রাজনৈতিক দলের কাছে আবেদন করছেন, তারা যাতে শান্তিপূর্ণ পথে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তিনি বলেছেন, ইমরানের ক্ষেত্রেও যেন আইনি পথেই চলা হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন