দুই নারী সাংবাদিককে হত্যার চেষ্টা করেছিল কিয়েভ: রাশিয়া
১৬ জুলাই ২০২৩, ০৯:৪২ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ক্রেমলিনপন্থি দুই নারী সাংবাদিককে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।
শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে রাশিয়ার দুই হাই-প্রোফাইল সাংবাদিককে হত্যাচেষ্টা করেছে ইউক্রেন। এই দুই সাংবাদিক হলেন ক্রেমলিনপন্থি আন্তর্জাতিক সম্প্রচারকারী আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এবং টিভি উপস্থাপক কেসনিয়া সোবচাক। রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দাবি করেছে, অভিযুক্ত সাত ব্যক্তি নব্য নাৎসি গ্রুপ প্যারাগ্রাফ-৮৮-এর সদস্য।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, অভিযুক্ত সাত ব্যক্তি রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি-এর কাছে স্বীকার করেছে, ওই দুই নারী সাংবাদিককে হত্যার জন্য জনপ্রতি ১৫ লাখ রুবল বা ১৪ হাজার ৮০০ ইউরোর সমপরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন। রাশিয়ার এমন দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। তবে, রাশিয়ার অভিযোগের সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের উগ্র সমর্থক হিসেবে পরিচিত আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান রাশিয়ান কর্তৃপক্ষকে উদ্দেশ করে টেলিগ্রামে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘কাজে এগিয়ে যান, ভাইয়েরা!’ অন্যদিকে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন টিভি সঞ্চালক কেসনিয়া সোবচাক। ২০১৮ সালের নির্বাচনেও তার ভূমিকা ছিল স্পষ্টত পুটিনের বিপক্ষে। হত্যাচেষ্টার অভিযোগ প্রসঙ্গেও তার স্বর ছিল কিছুটা ভিন্ন।
টেলিগ্রামে এই টিভি উপস্থাপক লিখেছেন, ‘যদি এসব সত্য হয়, তাহলে (অভিযুক্তদের আইনের আওতায় আনতে) যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও লিখেছেন, ‘আর যদি সত্য না হয়, সিমোনিয়ানের সঙ্গে আমাকেও মিলিয়ে ফেলা হয়, তাহলে এর কোনো অর্থ থাকে না।’ সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের