মেরুকরণেই ছারখার মণিপুর, মোদি সরকারের তীব্র সমালোচনা রাহুল গান্ধীর
০৯ আগস্ট ২০২৩, ০৩:৪৯ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম
সংসদ সদস্য হিসেবে প্রত্যাবর্তন হওয়ার পর প্রথম দিন লোকসভায় নিশ্চুপ ছিলেন তিনি। কিন্তু অনাস্থা প্রস্তাব আলোচনার দ্বিতীয় দিনে কার্যত গর্জে উঠলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। মণিপুর সহিংসতা নিয়ে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা, বিজেপি-র মেরুকরণের রাজনীতি থেকে পুঁজিপতি শিল্পপতিদের সঙ্গে কেন্দ্রের দহরম মহরমের তীব্র সমালোচনা করেন রাহুল।
বুধবার সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে আগাগোড়া নরেন্দ্র মোদিকে নিশানা করে যান রাহুল। বিজেপি-র মেরুকরণের রাজনীতিই মণিপুরকে ছারখার করে দিয়েছে বলে দাবি করেন তিনি। এদিন লোকসভায় মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘একবারও হিংসাদীর্ণ মণিপুরে যাওয়ার সময় পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কাছে মণিপুর ভারতের অংশই নয়। এই দেশে মণিপুর আর বেঁচে নেই। মণিপুরের কথা শোনার মতো সময় নেই সরকারের কাছে। মণিপুরে ভারতকে খুন করা হয়েছে। তাদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘ভারত মানে দেশের মানুষের কণ্ঠ। সেই কণ্ঠস্বরকে হত্যা করেছেন আপনারা। মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন। মণিপুরের মানুষকে মেরে ভারতকে খুন করা হয়েছে। আপনারা দেশপ্রেমী নন, আপনারা দেশদ্রোহী। সেই কারণেই মণিপুরে যেতে পারছেন না প্রধানমন্ত্রী। আপনারা ভারতমাতার রক্ষাকর্তা নন, আপনারা ভারতমাতার খুনি।’ তিনি আরও বলেন, ‘আপনারা সর্বত্র কেরোসিন ছড়িয়ে বেড়াচ্ছেন। মণিপুরে আগুন ধরিয়েছেন। হরিয়ানাতেও একই কাজ করছেন। কারণ ভারতকে খুন করাই আপনাদের লক্ষ্য।
মোদির সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘নরেন্দ্র মোদি যদি ভারতের কণ্ঠ না শোনেন, তাহলে কার কথা শোনেন? দু’জনের কথা শোনেন। দেখে নিন, আদানির জন্য মোদি কী কী করেছেন। রাবণও দু’জনের কথা শুনতেন, মেঘনাদ এবং কুম্ভকর্ণের। নরেন্দ্র মোদিও দু’জনের কথা শোনেন, অমিত শাহ এবং গৌতম আদানির।’
তিনি বলেন, ‘আমি মণিপুর বলছি বটে, কিন্তু আসল কথা হল, মণিপুর আর বেঁচে নেই। মণিপুরকে দু’টুকরো করে দিয়েছেন আপনারা। মণিপুরকে বিভাজিত করেছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন মণিপুরকে। আমি কিছু দিন আগে মণিপুর গিয়েছিলান। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একবারও যাননি। কারণ তার কাছে মণিপুর ভারত নয়।’
‘শেষ বার আদানিকে গুরুত্ব দেয়ায় সমস্যা হয়েছিল। আপনাদের সিনিয়র নেতারা আহত হয়েছিলেন অত্যন্ত। আপনাদের উপরও হয়ত তার প্রভাব পড়েছিল। তার জন্য দুঃখিত আমি। কিন্তু আমি সত্যই বলেছিলাম। বিজেপি-তে আমার বন্ধুদের ভীত হওয়ার কারণ নেই। কারণ আজ আমার বক্তৃতা আদানিকে নিয়ে নয়। আদানি-গোলা ছুড়ব না আজ,’ রাহুল যোগ করেছেন।
মণিপুর সহিংসতা নিয়ে বুধবার ভারতের লোকসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দফার আলোচনা ছিল। এদিন সেখানেই বক্তৃতা করেন রাহুল। মোদি পদবী মামলায় গত সাড়ে চার মাস লোকসভার বাইরে ছিলেন তিনি। তার এমপি পদ খারিজ হয়েছিল। দু’বছরের সাজা শুনিয়েছিল আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্ট সাজায় স্থগিতাদেশ দেয়াতেই লোকসভায় প্রত্যাবর্তন ঘটেছে রাহুলের। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রকাশ্যে এলো হানি-বাদশার দ্বন্দ্ব, গুরুতর অভিযোগ হানির
বন্ধ হয়ে গেলো গাজার শেষ হাসপাতালটিও
মনমোহন সিংহ,ভারতকে নেতৃত্ব দেওয়া এক সাহসী ও দৃঢ় সংকল্পের নেতা
সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আটকালো জনতা
মাত্র সাত মাসেই হাফেজ হলেন ১০ বছরের আব্দুল্লাহ
সিরিয়ায় আসাদের পতন, ঘরে ফিরছে ৩০ হাজার শরণার্থী
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত
ভুল তথ্যে চায়ের দোকানে ফায়ার সার্ভিস, অথচ পানের বরজ পুড়ে ছাই
আবারো উত্তপ্ত মণিপুরের দুই গ্রাম, সংঘর্ষে নিহত ১
শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত : দ্য ইকোনমিক টাইমস
ইতালিয়ান সাংবাদিক সেসিলিয়া সালাকে ইরানে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ
মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু
ভারতে ৯ মাস কারাভোগের পর ৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ
সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, আহত ৯৮
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন
খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক