চন্দ্রবাবু নাউডু গ্রেফতারের প্রতিবাদ, ৩ দিন ধরে গৃহবন্দী টিডিপি বিধায়করা
১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডুকে আগেই গ্রেফতার করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিলেন টিডিপির নেতা-কর্মীরা। যাদের সামলাতে অন্ধ্রের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সঙ্গে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছে টিডিপির ২১ জন বিধায়ককে।
তারপরও টিডিপি কর্মীদের অন্ধ্রপ্রদেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা উপেক্ষা করেই বিক্ষোভ দেখাচ্ছেন। হরতাল পালন করাচ্ছেন। সেসব রুখতে এবার আরও কঠোর হল অন্ধ্র প্রশাসন। রাজ্যজুড়ে বহু টিডিপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ২০১৪-১৯ সালে তার সরকারের আমলে বহু কোটি টাকার এপি স্টেট স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে অন্ধ্র সিআইডি চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় বিজয়ওয়াড়ার একটি দুর্নীতিদমন ব্যুরো (এসিবি) আদালত নাইডুকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আদালতের নির্দেশের পরে চন্দ্রবাবু নাইডুকে বিজয়ওয়াড়া থেকে ২০০ কিলোমিটার দূরে রাজামুন্দ্রি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।
বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে টিডিপি প্রধানের গ্রেফতার অন্ধ্রের রাজনীতিকে ইতিমধ্যে উত্তপ্ত করে তুলেছে। দল এটিকে ওয়াইএসআরসিপি সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন রাজ্য সরকারের, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছে। নাইডু সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন ইস্যুতে জগনের সঙ্গে বারবার বিরোধে জড়িয়েছেন।
রোববার রাতে, টিডিপি সোমবার অন্ধ্র হরতালের ডাক দিয়েছিল। নাইডুর গ্রেফতারির বিরোধিতা করার জন্য অন্ধ্রজুড়ে দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের রাজ্য সভাপতি কে আতচানাইডু। তিনি বলেন, ‘এই গ্রেফতার বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা গণতন্ত্রকে সমর্থন করেন, তাদের প্রতিবাদ জানাতে বেরিয়ে আসা উচিত এবং বনধকে সফল করা উচিত।’
যাইহোক, পুলিশ যেহেতু বিপুলসংখ্যক রাজ্য এবং জেলাস্তরের টিডিপি নেতাদের গৃহবন্দি করে রেখেছে, টিডিপি এখনও পর্যন্ত ব্যাপকভাবে বিক্ষোভ দেখাতে পারেনি। গৃহবন্দি ২১ টিডিপি বিধায়ক যাতে বাড়ি থেকে বেরোতে না-পারেন, সেজন্য তাদের বাড়ির বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি, শহরগুলোতে পুলিশ কমিশনার এবং জেলাগুলোতে সুপারিনটেনডেন্টরা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করেছেন। বিক্ষোভ দমন করতে অন্ধ্রজুড়ে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। তার মধ্যেই নাইডুর ঘাঁটি বলে পরিচিত কুপ্পাম থেকে বড়সড় প্রতিবাদের খবর পাওয়া গেছে। এই কুপ্পাম থেকেই ১৯৮৯ সালের পর থেকে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছেন চন্দ্রবাবু নাইডু। সূত্র: টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার