মার্কিন পুলিশ দোষ স্বীকার করলেও সাজা নয়! জাহ্নবীর মৃত্যু তদন্তে নতুন তথ্য
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ এএম
মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্ডুলার মৃত্যুতে শোরগোল। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। ইতিমধ্যেই একজন দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে আমেরিকার সিয়াটল পুলিশ দফতর।
অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম কেভিন ডেভ। পুলিশের যে এসইউভি জাহ্নবীকে ধাক্কা মারে, তা চালাচ্ছিলেন তিনি। বছর ৩৫-র কেভিন গত তিন বছর ধরে সিয়াটল পুলিশে চাকরি করছেন। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করেনি মার্কিন প্রশাসন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় পুলিশের গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ মাইল বা প্রায় ১২০ কিলোমিটার। সিয়াটলের যে রাস্তায় দুর্ঘটনা হয়, সেখানে গাড়ির স্পিড ঘণ্টায় ২৫ মাইলের বেশি তোলা পুরোপুরি বেআইনি। আইন জানা সত্ত্বেও কেন ঝড়ের বেগে এসইউভি ছোটাচ্ছিলেন কেভিন? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রায় ১০০ ফুট দূরে ছিটকে পড়েন জাহ্নবী। গুরুতর আহত হওয়ায় তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তাকে হারবারভিউ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কিছুক্ষণের মধ্যে প্রাণ হারান জাহ্নবী।
ভারতীয় ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যু নিয়ে তদন্ত করা তো দূরে থাক, উল্টো হাসি-ঠাট্টা করার অভিযোগ ওঠে সিয়াটল পুলিশের অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডারারের বিরুদ্ধে। বডি ক্যামেরায় তাঁর কীর্তিকলাপ ধরা পড়ে। গত ১১ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে সেই ফুটেজ। সেখানে, কেভিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়ে দেন তিনি।
অন্যদিকে, ড্যানিয়েলের পর এবার কেভিনের বডি ক্যামেরার ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে দুর্ঘটনার বিষয়টি পদস্থ কর্মকর্তাদের কাছে তাকে বর্ণনা দিতে শোনা গিয়েছে। কেভিন জানিয়েছেন, ঘটনাস্থলেই যন্ত্রণা কাতর জাহ্নবীকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন তিনি।
বডি ক্যামেরার ফুটেজ অনুযায়ী কেভিনকে বলতে শোনা গিয়েছে, ‘আমার হাতে ১০০ মিনিট রয়েছে। আমার হাতে কিছুই নেই। এখন শুধুই বসে থেকে অপেক্ষা করতে হবে। এটাই সবচেয়ে খারাপ ব্যাপার যে আমাকে বসে থাকতে হচ্ছে। অথচ অনেক প্রশ্নের উত্তর মিলছে না।’
চলতি বছরের ২৩ জানুয়ারি রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া পুলিশের গাড়ি ২৩ বছরের জাহ্নবীকে ধাক্কা মারে। ওই সময় নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ফিরছিলেন তিনি। অন্ধ্র প্রদেশের বাসিন্দা জাহ্নবী ২০২১-এ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যান। চলতি বছরের ডিসেম্বরে ডিগ্রি পাওয়ার কথা ছিল তার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন