গাজা ভূখণ্ড পুরোপুরি অবরুদ্ধ, খাদ্য-জ্বালানি সরবরাহ বন্ধ
০৯ অক্টোবর ২০২৩, ০৭:২৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ০৭:২৯ পিএম
ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের সংঘর্ষ তৃতীয় দিনে পৌঁছেছে। এই ‘যুদ্ধ’ পরিস্থিতিতে গাজা উপত্যকায় খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়াসহ সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইসরাইল।
সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, গাজা ভূখণ্ড পুরোপুরি অবরুদ্ধ করে রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যুৎ, খাবার, জ্বালানি- কোনো কিছুই সেখানে যাবে না। এই ঘোষণার আগে থেকেই গাজা উপত্যকায় আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধ দিয়ে রেখেছে ইসরাইল। ২০০৭ সাল থেকে এই অবরোধ চলছে। যার ফলে এ অঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছেন। এ ছাড়া, চিকিৎসা সেবা ও ওষুধেরও অপ্রতুলতা রয়েছে সেখানে।
গ্যালান্ট ইসরাইলের এই অবরোধকে বর্ণনা করেছেন ‘হিংস্র পশুর মতো’ মানুষের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে। ইসরাইলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, তাদের সীমান্তবর্তী অঞ্চলের ‘নিয়ন্ত্রণ’ তাদের হাতেই আছে। তিনি জানান, সোমবার সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেলেও ‘এখন সেখানে কোনো যুদ্ধ চলছে না’। ‘তবে এখনো সেখানে অল্প কিছু হামাস যোদ্ধা থেকে যেতে পারে’, বলে যোগ করেন তিনি।
হাগারি জানান, হামাসের আর কোনো সদস্য যেন সীমান্ত পেরিয়ে ইসরাইলে অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে ট্যাংক ও ড্রোন মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকার ২৪টির মধ্যে ১৫টি সম্প্রদায়ের সবাইকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে। বাকিদেরও আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেয়া হবে।
এর আগে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া এপিকে টেলিফোনে বলেছেন, তাদের ‘যোদ্ধারা’ গাজার বাইরে যুদ্ধ করছে এবং আরও বেশ কয়েকজন ইসরাইলিকে ‘বন্দি’ করেছে। সোমবার সকালেও কয়েকজনকে ‘বন্দি’ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, ইসরাইলের হাতে বন্দি থাকা সব ফিলিস্তিনিকে তারা মুক্ত করতে চান। এদিকে ইসরাইলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। নতুন করে ইসরাইলের দুই শহরে ১২০টি রকেট ছোড়ার দাবি করেছে এ সশস্ত্র গোষ্ঠী।
হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের আশদোদ ও আশকেলন শহরে এসব রকেট ছোড়া হয়েছে। বিবিসি জানায়, ইসরাইল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। জেরুজালেমে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে গত শনিবার ইসরাইলে অন্তত সাত হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। সূত্র: বিবিসি, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব