ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

ফিলিস্তিনবিরোধী গুজব বেশি ছড়ানো হচ্ছে ভারত থেকে

Daily Inqilab ইনকিলাব

১৭ অক্টোবর ২০২৩, ০৮:৫১ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৫১ এএম

কথায় বলে, যুদ্ধে প্রথম ভুক্তভোগী হয় সত্য। ইসরায়েল-হামাস যুদ্ধও এর ব্যতিক্রম নয়। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যের বন্যা বয়ে যায়। এর বেশিরভাগই ছিল ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিদ্বেষী পোস্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধান বলছে, এসব গুজবের একটি বড় অংশ ছড়ানো হয়েছিল ভারতভিত্তিক ডানপন্থি অ্যাকাউন্টগুলো থেকে।

এসব ভুয়া গল্পের মধ্যে ছিল হামাস এক ইহুদি শিশুকে অপহরণ করছে, আরেক শিশুকে ট্রাকের পেছনে নিয়ে শিরশ্ছেদ করছে, ফিলিস্তিনি যোদ্ধারা একদল তরুণীকে যৌনদাসী করে রেখেছেন- এমন আরও অনেক কিছু। নীল টিকচিহ্নধারী অ্যাকাউন্টগুলো থেকে ভাইরাল করা হয় এসব মিথ্যা তথ্য।

ইসলামবিদ্বেষী ‘ডিজইনফ্লুয়েন্সার’দের উত্থান
ভারতের অন্যতম খ্যাতিসম্পন্ন ফ্যাক্ট চেকিং সার্ভিস বুম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বেশ কয়েকটি নজির খুঁজে পেয়েছে।

যেসব তথাকথিত ইনফ্লুয়েন্সার নিয়মিত ভুল তথ্য শেয়ার করেন, তাদের ‘ডিজইনফ্লুয়েন্সার’ নাম দিয়েছে বুম। সংস্থাটির মতে, এসব ডিজইনফ্লুয়েন্সার মূলত ফিলিস্তিনকে নেতিবাচকভাবে টার্গেট করে অথবা ইসরায়েলের সমর্থনে প্রচারণা চালায়। এরা ফিলিস্তিনিদের নৃশংস হিসেবে দেখানোর চেষ্টা করে।

উদাহরণস্বরূপ- ‘ফিলিস্তিনি’ যোদ্ধারা কয়েক ডজন মেয়েকে যৌনদাসী করে আটকে রেখেছে, এমন দাবি করা একটি ভিডিও ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অথচ সত্যটা হলো, এটি জেরুজালেমে একটি স্কুল ট্রিপের ভিডিও। একটু খেয়াল করলেই দেখা যাবে, ভিডিওতে থাকা মেয়েরা হাসিমুখে গল্প করছে এবং ফোন ব্যবহার করছে।

এরপরও, ভিডিওটি কয়েক হাজারবার রিটুইট করা হয়েছে, দেখা হয়েছে ৬০ লাখেরও বেশিবার। বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি শেয়ার করা অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই ভারতীয়।

এমনকি, ভিডিওটি অ্যাংরি স্যাফ্রনের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করা হয়েছিল। এটি একটি আপাত ওপেন-সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি চ্যানেল, যা ভারত থেকে পরিচালিত হয়।

আরেকটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, হামাস যোদ্ধারা এক ইহুদি শিশুকে অপহরণ করছে। এর শুধু একটি পোস্টই ১০ লক্ষাধিকবার দেখা হয়েছে। মিথ্যা ভিডিওটি সবচেয়ে বেশিবার শেয়ার হওয়া ১০টি টুইটের মধ্যে সাতটিই ভারতকেন্দ্রিক অথবা অ্যাকাউন্টের বায়োতে ভারতীয় পতাকা ছিল।

এই সাতটি টুইট মোটমাট ৩০ লক্ষাধিকবার দেখা হয়েছে। অথচ, ভিডিওটি ছিল গত সেপ্টেম্বর মাসের এবং এর সঙ্গে অপহরণ বা গাজার কোনো সম্পর্কই ছিল না।

ইসলামবিদ্বেষ, ভারত ও সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া এক্সে ভুয়া ভিডিও শেয়ার করা বহু অ্যাকাউন্টই দীর্ঘসময় ধরে মুসলিমবিরোধী মন্তব্য করে গেছে।

হামাস যোদ্ধারা এক শিশুকে শিরশ্ছেদ করছেন দাবি করে ছড়ানো ভুয়া ভিডিও শেয়ার করা হয়েছিল ‘সিনহা_’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। ওই পোস্টেই হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছিল ‘ইসলাম ইজ দ্য প্রবলেম’, অর্থাৎ ইসলামই সমস্যা!

ফিলিস্তিনিরা মেয়েদের যৌনদাসী করে রেখেছে দাবি করে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করা একটি অ্যাকাউন্টে আগের এক পোস্টে লেখা হয়েছিল: ‘একমাত্র পার্থক্য হলো, মুসলিম মেয়েরা যখন হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়, তখন তারা সুখে থাকে। কিন্তু হিন্দু মেয়েরা যখন ইসলাম গ্রহণ করে, তখন তাদের শেষ ঠিকানা হয় স্যুটকেস অথবা ফ্রিজ।’

অন্যান্য পোস্টে ফিলিস্তিনের প্রতি তাদের বিদ্বেষে আরও স্পষ্ট হয়ে উঠেছে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিকের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ইসরায়েলকে অবশ্যই পৃথিবী থেকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে হবে।’

নেপথ্যে বিজেপির ‘আইটি সেল’?
ভারতে ইসলামবিদ্বেষের অভিযোগ নতুন নয়, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনামলে তা আরও বেশি আলোচনায় এসেছে।

অস্ট্রেলিয়া-ভিত্তিক ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামবিদ্বেষী টুইটগুলোর বেশিরভাগ উৎসই ভারতে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর পেছনে বিজেপির ‘আইটি সেল’-এর আংশিক অবদান রয়েছে বলে উল্লেখ করেছে আল-জাজিরা।

স্বাতী চতুর্বেদী তার বই ‘আই অ্যাম এ ট্রল’-এ বিজেপির সোশ্যাল মিডিয়া বাহিনী সম্পর্কে আলোচনা করেছেন। সাধবী খোসলা নামে এক সাক্ষাৎকারদাতা তাকে বলেছেন, বিজেপির স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক রয়েছে, যারা সমালোচনামূলক কণ্ঠকে ট্রল করার জন্য সোশ্যাল মিডিয়া সেল এবং দুটি অনুমোদিত সংস্থা থেকে নির্দেশনা নেয়।

খোসলার দাবি, ক্রমাগত ‘নারীবিদ্বেষ, ইসলামবিদ্বেষ ও ঘৃণা’র চাপে ক্লান্ত হয়ে সেই ‘আইটি সেল’ ত্যাগ করেছিলেন তিনি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী