‘একটি কাজের’ জন্য ৫০০ কোটি ডলার দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, বিস্ফোরক নওয়াজ
২২ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম
দীর্ঘ ৪ বছর পর ফের একবার নিজের দেশের মাটিতে পা রেখেছেন নওয়াজ শরিফ। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী লাহোরে পা রেখেই রণংদেহী মূর্তি ধারণ করলেন। করলেন বেশ কিছু বিস্ফোরক দাবি। তাকে নাকি বিপুর পরিমাণ অর্থ দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার বদলে অবশ্য তাকে করতে হত ‘এক কাজ’।
৭৩ বছর বয়সি নওয়াজ শরিফ শনিবার দাবি করেন, তিনি ক্ষমতায় থাকতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তাকে ৫০০ কোটি ডলার দিতে চেয়েছিলেন। তবে তাতে ছিল এক ‘শর্ত’। তাকে ‘একটা কাজ’ করতে হত সেই টাকার বিনিময়ে। বা বলা ভালো ‘একটা কাজ’ না করার জন্যই তাকে সেই টাকা দেবেন বলে নওয়াজকে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন বিল ক্লিন্টন।
নওয়াজ শরিফ দাবি করলেন, পাকিস্তান যাতে পারমাণবিক পরীক্ষা না চালায়, তার জন্যেই ৫০০ কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন বিল ক্লিন্টন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নওয়াজ। উল্লেখ্য, সেই সময় বিল ক্লিন্টন প্রশাসন ভারতের থেকে পাকিস্তানের সঙ্গেই বেশি ‘ঘনিষ্ঠ’ ছিল। বিগত বছরগুলিতে পাকিস্তানের মাটি ব্যবহার করে মধ্য এশিয়া, বিশেষ করে আফগানিস্তানে অনেক অভিযানই চালিয়েছে মার্কিন সেনা।
এদিকে ২০১৮ সালে দু'টি দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ১৪ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল তাকে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে এসেছিলেন নওয়াজ। পরে ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজকে লন্ডনে যাওয়ার অনুমতি দিয়েছিল পাকিস্তানি আদালত। তারপর থেকে বিগত চারবছর ধরে লন্ডনেই দিন কেটেছে নওয়াজের। শেষ পর্যন্ত গতকাল দেশে ফেরেন তিনি।
তবে আশঙ্কা করা হচ্ছিল, দেশে ফিরলেই নওয়াজকে গ্রেফতার করা হতে পারে। তবে তাকে রক্ষাকবচ দিয়েছে সেদেশের একটি আদালত। আগামী বছরের নির্বাচনের আগে দেশে ফিরে ফের একবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চাইছেন নওয়াজ শরিফ। শনিবার লাহোরে একটি জনসভায় ভাষণও রাখেন নওয়াজ। এই আবহে 'সাজাপ্রাপ্ত' নওয়াজকে নিয়ে মাতামাতিতে চটেছে ইমরানের খান পিটিআই। তাদের অভিযোগ, পিএমএলএন-এর হাত ধরে পারিস্তানের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে।
নওয়াজের দাবি, সেনা কর্তাদের সঙ্গে মন কষাকষির জেরেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল ২০১৭ সালে। এর আগে ১৯৯৯ সালে তৎকালীন সেনা প্রধান পারভেজ মুশারফের সঙ্গে মতভেদের জন্য গদি হারিয়েছিলেন নওয়াজ। দেশ ছাড়তে হয়েছিল তাকে। পরে ২০০৭ সালে ফের একবার পাকিস্তানে ফিরে রাজনীতিতে যোগ দেন তিনি। এবারও তিনি ফিরে এলেন পাকিস্তানে। লড়তে চান নির্বাচনে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি হেলেনা-সম্পাদক বায়েজিদ
নতুন বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে : ঢাকার ডিসি
হাসিনা সরকারের অনিয়ম-দুর্নীতিতে শক্তি জুগিয়েছে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবির প্রশংসা
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার
বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা
যে কোনো জাতির জন্য সামনে এগিয়েযাওয়াটা হচ্ছে মূখ্য বিষয় -উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন -ইসলামী ঐক্যজোট
ভারতীয়দের গভীর ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দিবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ