অখিলেশের সঙ্গে ঝামেলা মেটাতে আসরে নামছেন রাহুল গান্ধী?
২২ অক্টোবর ২০২৩, ০৬:০৯ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ০৬:০৯ পিএম
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের মান ভাঙাতে এবার আসরে নামলেন খোদ রাহুল গান্ধী? শোনা যাচ্ছে, অখিলেশের সঙ্গে কথা বলতে চেয়ে বার্তা পাঠিয়েছেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে সুর নরম করা শুরু করল ভারতের বিরোধী দল কংগ্রেসও।
ইন্ডিয়া জোটের গঠন হয়েছে বেশিদিন হয়নি। এরই মধ্যে বিরোধী শিবিরে ফাটল ধরা শুরু করেছে মধ্যপ্রদেশ থেকে। কমল নাথের একগুঁয়েমির জেরে ভোটমুখী রাজ্যটিতে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের আসনরফা ভেস্তে গিয়েছে। কমল নাথের বক্তব্য, মধ্যপ্রদেশে বিজেপিকে হারাতে কোনও ‘ছোট দলের সমর্থন প্রয়োজন নেই। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চলে কিছুটা প্রভাব রয়েছে সমাজবাদী পার্টির। ওই অঞ্চলের ৬টি আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন অখিলেশ। রাজনৈতিক সূত্রের খবর, অখিলেশ এ বিষয়ে মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার সঙ্গে কথা বলেন। তিনি প্রয়োজনে রাহুল গান্ধী বা কমল নাথের সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কমল নাথ তাতে রাজি হননি।
যার জেরে প্রকাশ্যেই বাকবিতণ্ডায় জড়ানো শুরু করেছে দুই শিবিরের নেতারা। অখিলেশ সাফ বলে দিয়েছেন, কংগ্রেস যদি মধ্যপ্রদেশ বিধানসভায় আসন ছাড়তে রাজি না হয়, তাহলে উত্তরপ্রদেশে বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট করবে না তার দল। অখিলেশের স্পষ্ট কথা, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে মনোভাব স্পষ্ট করতে হবে। তার ইঙ্গিত, মধ্যপ্রদেশে কংগ্রেসের এই ‘দাদাগিরি’র প্রভাব পড়বে লোকসভা নির্বাচনেও। সপার এক শীর্ষ নেতা আবার সরাসরি রাহুল গান্ধীর যোগ্যতা এবং দলে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দেন।
পরিস্থিতি বেগতিক দেখে শেষে আসরে নামল কংগ্রেস হাইকম্যান্ড। সমাজবাদী পার্টির সুপ্রিমোর মান ভাঙাতে স্বয়ং রাহুল গান্ধী নাকি তার সঙ্গে কথা বলতে চান। তিনি নাকি সেই বার্তাও পাঠিয়ে দিয়েছেন। যদিও অখিলেশের তরফে এখন কোনও সাড়া মেলেনি। কংগ্রেস প্রকাশ্যে বলছে, অখিলেশ ‘ইন্ডিয়া’ পরিবারেরই সদস্য। পরিবারের সদস্যদের মধ্যে এমন টুকটাক হয়েই থাকে। সব মিটে যাবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি হেলেনা-সম্পাদক বায়েজিদ
নতুন বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে : ঢাকার ডিসি
হাসিনা সরকারের অনিয়ম-দুর্নীতিতে শক্তি জুগিয়েছে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবির প্রশংসা
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার
বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা
যে কোনো জাতির জন্য সামনে এগিয়েযাওয়াটা হচ্ছে মূখ্য বিষয় -উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন -ইসলামী ঐক্যজোট
ভারতীয়দের গভীর ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দিবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ