মাদাগাস্কারে ঘাস দিয়ে অভিনব পরিবেশবান্ধব জ্বালানি

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর ২০২৩, ০২:১৫ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ০২:১৫ পিএম

মাদাগাস্কারে বন নিধন বন্ধ করার চেষ্টা চলছে। এজন্য রান্নার জন্য পরিবেশবান্ধব জ্বালানি এবং সেই জ্বালানি ব্যবহারের উপযুক্ত চুলা প্রস্তুত করার অভিনব উদ্যোগ চলছে৷ জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও সেই প্রকল্পে শামিল হয়েছে৷

 

ঘাস দিয়ে কীভাবে সবচেয়ে কার্যকর পেলেট বা ঘুঁটে তৈরি করা যায়, সেটাই ছিল ইয়ুলিয়ান স্প্রাটের মাস্টার্স থিসিসের অন্যতম বিষয়৷ ড্যুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অফ ইনোভেটিভ এনার্জি সিস্টেমস’-এ তিনি এক রান্নার চুলা তৈরিরও চেষ্টা করছেন, যেটি জ্বালানি হিসেবে গ্রাস পেলেটের পূর্ণ সদ্ব্যবহার করবে৷ এভাবে মাদাগাস্কারে অরণ্য নিধন বন্ধ করতে চান তিনি৷ ইয়ুলিয়ান বলেন, ‘গ্লোবাল সাউথ বলে পরিচিত দেশগুলিতে আরো কার্যকর স্টোভ সরবরাহ করে আমরা বলতে পারি না, যে সেগুলি মানুষকে সাহায্য করবে৷ সেটা এখানে বন নিধন বন্ধ করতে সামান্য প্রভাব রাখবে৷ তাই আমরা আরো কার্যকর বিকল্প জ্বালানি সৃষ্টির উদ্যোগ নিচ্ছিল।’

 

মূল আইডিয়াটি মাদাগাস্কারের এই ছাত্র এবং আজিপিয়ার নামের পরিবেশ সংগঠনের কাছ থেকে এসেছিল৷ তারা পরিবেশবান্ধব চুলা ও কমপ্রেসড ঘাস দিয়ে পেলেট তৈরি করেছিলেন৷ ছাত্ররা স্থানীয় মানুষের কাছে সেই প্রণালী পরীক্ষার জন্য নিয়ে আসেন৷ জার্মানির ছাত্ররা মাদাগাস্কারে গিয়ে সেই প্রকল্প দেখে সেটির আরো উন্নতি করতে চেয়েছিলেন৷ মাদাগাস্কারে বিকল্প জ্বালানির সত্যি প্রয়োজন রয়েছে৷ সেখানে অরণ্য নিধন মারাত্মক ক্ষতি করেছে৷ মানুষ চিরায়ত পদ্ধতিতে গাছ কেটে রান্নার জন্য কাঠকয়লা হিসেবে ব্যবহার করেছে৷ বর্তমানে মূল অরণ্যের মাত্র দশ শতাংশ অবশিষ্ট রয়েছে৷ ফলে দ্বীপের অনেক প্রজাতির বাসস্থানও হারিয়ে গেছে৷

 

মাদাগাস্কারের দক্ষিণে মিসক্যান্থাস জাতের ঘাসের বাড়বাড়ন্ত৷ সহজেই সব জায়গায় এই ঘাস গজায়৷ স্থানীয় মানুষ প্রায়ই সেই ঘাস জ্বালিয়ে খেত খালি করে৷ বিপজ্জনক এই পদ্ধতির কারণে প্রায়ই দাবানল সৃষ্টি হয়৷ আজিপিয়ার সংগঠনের টিম মিসক্যান্থাস ঘাসকে মূল্যবান সম্পদ ও স্থানীয় মানুষের আয়ের উৎস হিসেবে চিহ্নিত করেছে৷ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ভাও ফ্লোরঁ মিশেল তোজো আন্দ্রিনিরাইনি বলেন, ‘আমরা বিশাল আকারে এমন পেলেট উৎপাদনের পরিকল্পনা করছি৷ একই সঙ্গে সেই পেলেটের জন্য নির্দিষ্ট এই চুলাও বড় সংখ্যায় তৈরি করতে হবে৷ গোটা দেশে আমরা এই সমাধানসূত্র ছড়িয়ে দিতে চাই৷’

 

এদিকে জার্মানিতে এক স্থানীয় কারিগরি স্কুলের সহায়তায় ড্যুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সৌরশক্তি চালিত পেলেটের কারখানার ডিজাইন করছেন৷ মাদাগাস্কারে বিশাল আকারে বিকল্প জ্বালানি উৎপাদন করবে সেই কারখানা৷ ঘাস কাটার যন্ত্র ও হাতুড়ি ঘাসকে পেলেটে রূপান্তরিত করবে৷ গোটা কারখানা খুলে নিয়ে দুটি শিপিং কন্টেনারে ভরে ফেলা সম্ভব৷ উৎপাদনের ব্যয় হিসেবে ক্রাউডফান্ডিং বা জনসাধারণের কাছ থেকে প্রায় ৭০,০০০ ইউরো অর্থ সংগ্রহ করা হয়েছে৷ ড্যুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের ইয়ুলিয়ান স্প্রাটে বলেন, ‘আমরা সবকিছু পরীক্ষা করছি, তারপর তৈরি করতে সাহায্য করছি৷ যে ছাত্ররা এই প্রকল্পে কাজ করছে ও থিসিস লিখছে, তাদের আমরা পাঠিয়ে দেবো৷’

 

ড্যুসেলডর্ফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর এক প্রতিনিধি নাওমি ওয়াং বলেন, ‘আমরা আজ এক স্কুলের ক্লাসের সঙ্গে নির্মাণের প্রস্তুতির কাজ করেছি৷ যেমন ছাদে আগেই ড্রিল করে রেখেছি, যাতে সাইটে জোড়া দিতে সুবিধা হয়৷ তখন আর নীচে ড্রিল করতে হবে না৷ স্ক্রু দিয়ে জোড়া লাগালেই চলবে৷’

 

মাদাগাস্কারের দক্ষিণে আন্দালামেনগোকে অঞ্চলে পেলেট কারখানাটি গড়ে তোলার কথা৷ মিসক্যান্থাস ঘাসের অফুরন্ত জোগানের কারণে সেই সাইট বেছে নেওয়া হয়েছে৷ আজিপিয়ার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা রোম্যাঁ রাবেআরিসোয়া বলেন, ‘এপ্রিল মাসে আমরা সাধারণত ঘাস কাটে সংগ্রহের কাজ শুরু করি৷ সে সময় এখানে চারিদিকে ঘাস গজায়৷ এপ্রিল মাসে ঘাস কাটার পর বৃষ্টি হলে আমরা দ্বিতীয় ফসলও পেয়ে যাই৷’

 

আন্দালামেনগোকে এলাকার বাসিন্দা মাদাম বার্কোলি বলেন, ‘আমার মনে হয়, এই প্রকল্পের ফলে গ্রামের উপকার হবে এবং মানুষ আর জঙ্গলের ক্ষতি করবে না৷ পানি আবার ভরা হবে এবং পরিস্থিতির উন্নতি হবে৷’ ৩৫ কিলো কাঠকয়লার বস্তার দাম চার ইউরোর মতো৷ একই পরিমাণ ঘাসের পেলেটের দাম মাত্র তিন ইউরো৷ ফলে নতুন এই জ্বালানি জনপ্রিয় হয়ে উঠতে পারে৷ আজিপিয়ার সহ-প্রতিষ্ঠাতা আন্দ্রিনিরাইনি বলেন, ‘মাদাগাস্কারের দক্ষিণে সাফল্য পেলে গোটা দেশে আমরা এই ঘাস ও পদ্ধতি ছড়িয়ে দেবো৷’

 

ড্যুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের টিম এই উদ্যোগে সহায়তা করতে এক অলাভজনক কোম্পানি চালু করেছে৷ পরীক্ষামূলক পর্যায়ে সাফল্যের পর পেলেটের কারখানা খুলে জাহাজের কন্টেনারে ভরে মাদাগাস্কারে পাঠানো হয়েছে৷ ২০২৩ সালের অক্টোবর মাসেই সেটি চালু হবার কথা৷ সূত্র: ডয়চে ভেলে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
ইস্তানবুলে বিষাক্ত মদ পানে ৩৩ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৩২ জন
চিকি‍ৎসার নামে ২০০ রোগিনীকে যৌন হেনস্থা
অলিম্পিকের মেডেলও ছাপ ফেলল ‘কেলেঙ্কারি’?
নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করা গণহত্যার শামিল : বার্নি স্যান্ডার্স
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ