মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন
২৬ অক্টোবর ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১১:৪৭ এএম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান মাইক জনসন।স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির ৫৬তম স্পিকার নির্বাচিত হন তিনি। লুইজিয়ানা অঙ্গরাজ্যের এ কংগ্রেসম্যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত।
বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাইক জনসন ২২০ ভোট পেয়ে নতুন স্পিকার নির্বাচিত হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট হেকিম জেফ্রিজ পেয়েছেন ২০৯ ভোট।
এর আগে বাইডেন সরকারকে অর্থায়ন করা নিয়ে নিজ দলের বিদ্রোহের মুখে গত ৩ অক্টোবর স্পিকারের পদ থেকে অপসারিত হন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি অপসারিত হওয়া প্রথম মার্কিন স্পিকার। এর তিন সপ্তাহ পর বুধবার ভোটে মাইক জনসন নির্বাচিত হন।
মূলত কয়েকজন রিপাবলিকানের বিদ্রোহে স্পিকারের পদ হারান ম্যাকার্থি। বিদ্রোহী দলের নেতৃত্বে ছিলেন ফ্লোরিডা থেকে নির্বাচিত কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেৎজ। ম্যাকার্থিকে অপসারণে ২ অক্টোবর প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেন তিনি। প্রস্তাবটি ২১৬-২০৮ ভোটে পাস হয়। প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
নির্বাচিত হওয়ার পর ৫১ বছর বয়সী জনসন বলেছেন, ‘বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জানাতে চাই যে, আমাদের আইনপ্রণেতাদের পরিষদ আবারও তাদের নিজেদের দায়িত্ব পালনে ফিরেছেন। শিগগিরই তিনি ইসরায়েলের সমর্থনে বিল আহ্বান করবেন।’
যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকে সবচেয়ে কম অভিজ্ঞ স্পিকার ৫১ বছর বয়সী জনসন। ২০১৬ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন তিনি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেও ব্যর্থ ১২৬ কংগ্রেসম্যানের একজন জনসন।
এদিকে স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী