আদানির মধ্যে লুকিয়ে মোদীর প্রাণ: রাহুল গান্ধী
৩১ অক্টোবর ২০২৩, ০৩:৩৫ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ০৩:৩৫ পিএম
বিরোধী দলের নেতা ও সাংসদদের আইফোন হ্যাক করার চেষ্টা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই অভিযোগ নেপথ্যে রয়েছে অ্যাপলের থেকে আসা একটি সতর্কবার্তা। সেই সতর্কবার্তাকে হাতিয়ার করেই মঙ্গলবার মোদী সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘আদানি নামক তোতা পাখির মধ্যে রয়েছে মোদীর প্রাণ।’ রাহুল বলেন, 'আগে ভাবতাম ১ নম্বরে আছেন প্রধানমন্ত্রী মোদী, ২ নম্বর আদানি এবং ৩ নম্বরে অমিত শাহ। কিন্তু আমার ভুল হয়েছিল। ১ নম্বরে আছেন আদানি, ২ নম্বরে মোদী এবং ৩ নম্বর অমিত শাহ। আমরা ভারতের রাজনীতি বুঝতে পেরেছি। এখন আদানিজি পালাতে পারবেন না। বিভ্রান্তির রাজনীতি চলছে দেশে।’
রাহুল আজ বলেন, ‘আমার অফিসের অনেক লোকই এই বার্তা পেয়েছেন (অ্যাপলের সতর্কবার্তা)... কংগ্রেসে কেসি বেণুগোপাল জি, সুপ্রিয়া, পবন খেরাও এটা পেয়েছেন... বিজেপি তরুণদের নজর ঘোরানোর চেষ্টা করছে। আপনি যত খুশি ফোন ট্যাপ করতে পারেন। আমার কিছু যায় আসে না। আপনি যদি আমার ফোন নিতে চান, আমি আপনাকে এটি দেব।’
এর আগে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ভারতের সাংবাদিক, বিরোধী রাজনীতিবিদদের ফোন হ্যাক করেছিল সরকার। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যদিও সেই অভিযোগের পক্ষে পোক্ত কোনও প্রমাণ নাকি পাওয়া যায়নি। আর এরই মধ্যে আজ একাধিক বিরোধী সাংসদ ও নেতা অভিযোগ করলেন, তাদের আইফোন হ্যাক করতে পারে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। অ্যাপলের তরফ থেকে নাকি এমনই অ্যালার্ট পাঠানো হয়েছে শশী থারুর, মহুয়া মৈত্রদের।
শশী থারুর, মহুয়া মৈত্র, পবন খেরা এই 'অ্যালার্ট'-এর স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই নিয়ে পবন খেরা লিখেছেন, 'প্রিয় মোদী সরকার, এমন কেন করছেন?' এদিকে মহুয়া মৈত্র আক্রমণ শানিয়ে লিখেছেন, 'অ্যাপলের থেকে একটি ইমেল এবং মেসেজ পেলাম যে সরকার আমার ফোন ও ইমেল হ্যাক করতে চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত একটু সুস্থ জীবনযাপন করা। আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরে কর্মরত আধিকারিকদের জন্য আমার খারাপই লাগে।' এদিকে শশী থারুরও এই নিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, 'অ্যাপলের থেকে একটি নোটিফিকেশন পেলাম। আমি সেটা খতিয়ে দেখেছি। এটা ভুয়ো নয়। সরকারি আধিকারিকদের করদাতাদের টাকায় নিয়োগ করা হচ্ছে এবং তাদের কোনও কাজ নেই। তাই তাদের ব্যস্ত রাখতে এই সব করা হচ্ছে। আর কিছু গুরুত্বপূর্ণ কাজই কি নেই?'
এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই 'নোটিফিকেশন মেল'-এ লেখা হয়েছে, 'অ্যাপেল বিশ্বাস করে যে আপনার ফোন হ্যাক করার চেষ্টা করছে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। আপনি যে কাজ করেন, তার জন্যেই এই হ্যাকাররা ব্যক্তিগত ভাবে আপনার ফোন হ্যাক করতে চাইছে। যদি সরকারি মদতপ্রাপ্ত এই হ্যাকাররা আপনার ফোনে ঢুকতে সক্ষম হয়, তাহলে আপনার ফোনে থাকা গোপন তথ্য তারা অনায়াসে হাতিয়ে নিতে পারবে। এমনকী তারা আপনার ফোনের ক্যামেরা ও মাইক ব্যবহার করতে পারবে। হতে পারে যে এই অ্যালার্মটা সঠিক নয়, তবে তাও এটাকে গুরুত্ব সহকারে নিন।' এদিকে এই হুমকি থেকে বাঁচতে আইফোনের সর্বশেষ সফটওয়্যারে আপডেট করার জন্য পরামর্শ দেয়া হয়েছে শশী, মহুয়াদের। এরপর সেটিংসে গিয়ে লকডাউন মোড অ্যাক্টিভেট করতে বলা হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান