এবার সাত, আবারও বেস্ট সেলার হওয়ার পথে মমতার নতুন বই
২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
আসছে বছর দেড়শো ছোঁবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা। কিন্তু তার আগে এ বছরই আরেক রেকর্ড ভাঙার দিকে দৌড়চ্ছে তার লেখা ১৪৩টি বইয়ের বিক্রি। ৪৭-তম বইমেলায় রবিবার প্রথম তার এবারের লেখা ৭টি বই একত্রে পাওয়া গিয়েছে। কার্যত ‘হট কেকে’র মতো সেসব স্রেফ উড়ে গিয়েছে। গতবার বেস্ট সেলার হয়েছিল মুখ্যমন্ত্রীর লেখা বই। এবারও ট্রেন্ড সেই দিকেই বলে মনে করছে প্রকাশনা সংস্থাগুলি।
১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধনের দিন দুটি বই প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর। তার পর একে একে বাকি বইগুলি ময়দানে নামে। যাদের মধ্যে ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ (দ্বিতীয় ভাগ), ‘উৎসব সবার’, ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’, ‘কবিতাবিতান’-এর পরিবর্ধিত সংস্করণ, ও লহ প্রণাম ছড়ায় ছড়ায়-এর ইংরেজি সংস্করণ ‘হাম্বল রিগার্ডস’– এই পঁাচটি বই দেজ পাবলিশিংয়ের। আরও দুটির মধ্যে একটি উৎসব সবার-এর ইংরেজি সংস্করণ ‘ফেস্টিভালস ফর অল’ এবং ‘বিল্ট হেরিটেজ অফ বেঙ্গল’ এই দুটি বই বি বুকস প্রকাশনার।
‘উৎসব সবার’ ও ‘ফেস্টিভালস ফর অল’-এর বিষয় একই। দুর্গাপুজোর পাশাপাশি বাংলার সমস্ত জেলার নানা প্রান্তে কোন কোন উৎসব কীভাবে পালিত হয়, তার বিস্তারিত বিবরণ মূলত ছবি ও উৎসবের বর্ণনায়। লেখার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অভিমত মিশেছে। ‘বিল্ট হেরিটেজ অফ বেঙ্গলে’ আবার বাংলার সমস্ত ঐতিহ্যপূর্ণ বাড়ি, ধর্মীয় স্থান জায়গা করে নিয়েছে। তবে সেগুলি পরপর সাজানোর ক্ষেত্রে লক্ষ্য রাখা হয়েছে বিষয়ের গভীরতায়। অর্থাৎ কলকাতা শহর ও রাজ্যের কোন কোন ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ স্থানের সঙ্গে কোন কোন ইতিহাস ও স্থান মাহাত্ম্য জড়িয়ে সেসবকে গুরুত্ব দেয়া হয়েছে বইটি তৈরির সময়।
‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ শিশুদের জন্য ভেবে লেখা। এর আগে একটি সংস্করণ নিমেষে শেষ হয়ে গিয়েছে। এবার তারই দ্বিতীয় ভাগ। এখানে মূলত বাংলা ও দেশের সমস্ত মনীষীকে সম্মান জানিয়ে তাদের উপর কবিতাগুলি লেখা হয়েছে। যার ভূমিকা অংশে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কবিতার মাধ্যমে গুণিজনকে শ্রদ্ধা জানিয়ে একটি সিরিজ লেখার প্রয়াস শুরু করেছিলাম কয়েক বছর আগে। সেই সিরিজের পঞ্চম বই এটি। বরেণ্য মনীষীদের সম্পর্কে যাতে নব প্রজন্মের মনে আগ্রহ জাগে সেই লক্ষ্যে ২০২০ সালের বইমেলায় প্রকাশিত হয়ছিল আমার প্রথম বইটি।’
এবারের ‘কবিতাবিতান’-এ আরও বেশ কিছু কবিতা যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর এবারের লেখা আরও কবিতা নিয়ে বইটি তৈরি। আরেকটি বই সম্পূর্ণ রাজনৈতিক। নাম ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’। এই বইয়ে মুখ্যমন্ত্রীর নিশানা বিজেপি। তাদের বিরুদ্ধে হিংসা ও মানুষের উন্নয়ন আটকানোর অভিযোগ বারবার উঠে এসেছে মমতার কথায়। তার পরও কীভাবে বাংলার মানুষের জন্য সংগ্রাম করেছেন তিনি রয়েছে সেই কথা। ভূমিকায় লিখছেন, ‘মানুষ দেখেছে কেন্দ্রের বিজেপি সরকার টাকা আটকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কী বঞ্চনা করেছে। তবু তৃণমূল কংগ্রেস তার সীমীত সাধ্যের মধ্যেও রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে।’
মুখ্যমন্ত্রীর বই কিনতে আসা পাঠকদের সঙ্গে কথায় কথায় অনেক চমকে দেয়া গল্প জানতে পেরেছেন স্টলের কর্মীরা। তাদের মধ্যে অন্যতম একটি হল, এক সিপিএম কর্মীর বাবার কথা। বয়স তার আশি ছুঁই ছুঁই। মমতার অন্ধভক্ত। বারবার বাবার হাত ধরে তাকে জাগোবাংলার স্টলে নিয়ে আসেন ওই সিপিএম কর্মী। স্টলের এক সিনিয়র কর্মীর কথায়, যিনি যে মতেই বিশ্বাসী হোন, আমাদের কাছে প্রত্যেকে স্বাগত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু
স্বৈরাচারী হাসিনা গত ১৬ বছর বিরোধী দলগুলো দমন নিপীড়নে ব্যস্ত ছিল: কাজী দ্বীন মোহাম্মদ
ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পূর্বে ন্যাটোতে ব্লিঙ্কেনের শেষ সফর
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে : নৌপরিবহন উপদেষ্টা
লক্ষ্মীপুরে অবাদে চলছে ফিটনেস বিহীন যানবাহন, নিশ্চুপ পুলিশ ও বিআরটিএ
কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাটুরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম