আর্তনাদ করে গাছেরাও! প্রথমবার শব্দ রেকর্ড করলেন বিজ্ঞানীরা
০৮ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পিএম
শুধু কথা বলে না। গাছেরা ‘আর্তনাদ’ও করে। এবার সেই সত্যিই ধরা পড়ল বিজ্ঞানীদের গবেষণায়। ‘রেকর্ড’ হল সেই শব্দও। আলট্রাসোনিক ফ্রিকোয়েন্সিতে। এমনিতে মৃদু, অনেকটা ‘ক্লিক’ শব্দের মতো। তবে এই প্রথম গাছেদের ‘আর্তনাদ’ রেকর্ড করতে সক্ষম হলেন বিজ্ঞানীরা।
জানা গেছে, যখন শিকড় সমেত উপড়ে ফেলা হয়, তখনই ‘আর্তনাদ’ করে ওঠে উদ্ভিদ! ‘স্ট্রেস’ থেকেই হয় এই অভিব্যক্তি। বিজ্ঞানীরা বলছেন, মূলত ফসল কাটার সময় ‘আর্তনাদ’ করে উদ্ভিদ। আর এই প্রথম সেই শব্দ রেকর্ড হয়েছে বলে দাবি করলেন ইসরাইলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এই ‘আর্তনাদ’-এর মাধ্যমেই একে অন্যের সঙ্গে সংযোগ বজায় রাখে উদ্ভিদকুল। ভাগ্যিস বিশ্বখ্যাত বঙ্গ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ পেয়েছিলেন। তার উপর দাঁড়িয়েই তো এতদূর এগোল উদ্ভিদ নিয়ে গবেষণা।
গবেষকদলের অন্যতম, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের ইভলিউশনারি বায়োলজিস্ট লিলাচ হ্যাডানির বক্তব্য, ‘‘চারপাশ নিস্তব্ধ থাকলেও উদ্ভিদ থেকে ভেসে আসা এই শব্দ শোনা যায়। শুধু মানুষ কেন, চাইলে পশুরাও এই শব্দ শুনতে পারে।’’ তার সংযোজন, ‘‘কোনও কীট-পতঙ্গ বা পশুপাখির সঙ্গেও গাছেরা সংযোগ স্থাপন করে। তখনও শব্দ উৎপন্ন হয়। আসলে শব্দের মাধ্যমেই সংযোগ স্থাপিত হয়।’’ বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, ফসল কাটার সময় কিংবা শিকড় থেকে গাছ উপড়ে ফেলার সময় গাছেরাও ‘স্ট্রেস’ অনুভব করে। আর সেই চাপ থেকেই তারা আর্তনাদ করে।
তবে শুধু শব্দ করা নয়। আরও অনেক রকমভাবেই গাছেরা নিজেদের ‘স্ট্রেস’-এর কথা জানান দেয়। তার মধ্যেই অন্যতম হল বিশেষ গন্ধের নিঃসরণ। এছাড়া গাছের পাতা-ফুলের রং পরিবর্তনও অন্যতম। তবে ‘স্ট্রেস’ না থাকলে গাছেরা কোনও শব্দই করে না। হ্যাডানির দাবি, তারা টমাটো এবং তামাক গাছের ক্ষেত্রে এই পরীক্ষা করেছিলেন। ‘স্ট্রেস’-এ থাকলে তারা কীভাবে শব্দ করে, তা রেকর্ড করার চেষ্টা করেছিলেন। কিছু গাছ কেটে শিকড়-সহ ফেলা হয়েছিল। আর কিছুতে দীর্ঘদিন পানি দেয়া হয়নি। তার পর মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাহায্যে ‘আর্তনাদ’ রেকর্ড করা হয়। এই পরীক্ষাটি হয়েছিল ২০২৩ সালে। তবে ফলাফল সামনে এসেছে সম্প্রতি। ‘সায়েন্স ডিরেক্ট’-কে এই কথাই জানিয়েছে বিজ্ঞানীদের দলটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান