ভোটার তালিকায় নাম নেই ভারতের সাবেক বিমান বাহিনী প্রধানের স্ত্রীর
১৩ মে ২০২৪, ১১:৫৪ এএম | আপডেট: ১৩ মে ২০২৪, ১১:৫৪ এএম
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট-গ্রহণ চলছে। সোমবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই ভোট-গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ।
এদিকে নির্বাচনের দিন সকাল সকাল ভোট দিতে গিয়ে ঝামেলার মুখে পড়েছেন ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক। মূলত ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পর ভোটার তালিকায় তিনি তার স্ত্রীর নাম খুঁজে পাননি।
আর এই ঘটনায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক ভোটার তালিকা থেকে তার স্ত্রী মধুবালার নাম মুছে ফেলায় সোমবার বিস্ময় প্রকাশ করেছেন। ৭৫ বছর বয়সী এসিএম নায়েক তার স্ত্রী এবং ৪৩ বছর বয়সী ছেলে বিনীতকে নিয়ে সোমবার সকালে পুনের স্যাম্পলিং স্কুল ব্যানার রোডের ২৬ নম্বর ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন।
এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক পিটি-আইকে বলেছেন, ‘আমি এবং আমার ছেলে ভোট দিতে পারলেও আমার ৭২ বছর বয়সী স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আমরা বিষয়টি সেখানকার কর্মকর্তার নজরে আনার পর তিনি বলেন- এই বিষয়ে তার কিছুই করার নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা হতাশ। ভোটার তালিকায় এ ধরনের বেশ কিছু নাম মুছে ফেলার ঘটনা লক্ষ্য করা গেছে। কেন এই ধরনের নাম মুছে ফেলার ঘটনা ঘটছে তা খুঁজে বের করতে হবে।’
ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান বলেছেন, ‘স্থানীয় কর্পোরেটরের দেওয়া প্রয়োজনীয় স্লিপগুলো নিয়েই আমরা ভোট কেন্দ্রে এসেছি। কিন্তু আমার স্ত্রীর নাম তালিকায় না থাকায় এটি কোনও কাজে আসেনি।’
এদিকে আজ সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা আসন-সহ দেশটির মোট ৯৬টি আসনে ভোট-গ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশটির ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং তেলঙ্গানার ১৭টি আসনের সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার।
এছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোট-গ্রহণ হচ্ছে আজ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও আজ ভোট-গ্রহণ হচ্ছে।
সোমবার চতুর্থ দফার এই ভোটে ৯৬টি লোকসভা আসনে মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার (৮ কোটি ৯৭ লাখ পুরুষ ভোটার এবং ৮ কোটি ৭৩ লাখ নারী ভোটার) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট ১ কোটি ৯২ লাখ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন।
চতুর্থ দফার ভোটে ৯৬টি আসনে মোট ১ হাজার ৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার