আদালতের রায়ে ধাক্কা, জার্মানিতে এএফডি পার্টিকে নিষিদ্ধে চাপ বাড়ছে
১৫ মে ২০২৪, ১২:৩৪ পিএম | আপডেট: ১৫ মে ২০২৪, ১২:৩৪ পিএম
জার্মানির অতি-দক্ষিণপন্থি এএফডি পার্টিকে নিষিদ্ধ করার জন্য চাপ বাড়ছে। আদালতের দুইটি রায়ে ধাক্কা খেয়েছে এই দল। অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) পার্টিকে নিষিদ্ধ করার দাবি নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই আছে। এখন আবার তা প্রবল হয়েছে।
গত সোমবার জার্মানির একটি আদালত এএফডির একটি আবেদন খারিজ করে দিয়েছে। সেই আবেদনটি ছিল অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ ফেডারেল অফিস ফর দ্য প্রোটেকশন অফ দ্য কনস্টিটিউশন (বিএফভি)-র একটি সিদ্ধান্তের বিরুদ্ধে। বিএফভি এই রাজনৈতিক দলকে চরম দক্ষিণপন্থি বলে চিহ্নিত করেছে। মঙ্গলবার আরেকটি আদালত এএফডি নেতা বিয়র্ন হকের বিরুদ্ধে রায় দেয়। তিনি এমন একটি স্লোগান ব্যবহার করেছিলেন যা নাৎসি পার্টির পার্লামেন্টারি শাখা ব্যবহার করত। ইতিহাসের স্নাতক ও ইতিহাসের সাবেক শিক্ষক হকে বলেছেন, তিনি এই নিষিদ্ধ স্লোগানের উৎপত্তি জানতেন না।
হকের ১৩ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখেরও বেশি টাকা জরিমানা হয়েছে। এই অর্থ তৃণমূল স্তরে চরমপন্থা-বিরোধী অভিযানে খরচ করা হবে। হকে এরপর জার্মানিতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ''আমার মনে হচ্ছে, রাজনৈতিক কারণে আমায় শাস্তি দেয়া হলো।'' স্যাক্সনির গ্রিন পার্টির বিচারমন্ত্রী মাইয়ার বলেছেন, ''এখন এএফডিকে নিষিদ্ধ করার জন্য পদ্ধতি কতটা সফল হতে পারে তা খতিয়ে দেখা উচিত।'' স্যাক্সনি ও আরো একটি রাজ্যে এএফডি-কে চরম দক্ষিণপন্থি বলে অভিহিত করা হয়েছে।
আদালতের রায় এএফডির বিরুদ্ধে যাওয়ার পর সিডিইউ নেতা মার্কো ওয়ান্ডারউিটজ বলেছেন, তিনি জার্মানির বুন্ডেসটাগে এএফডি-কে নিষিদ্ধ করার দাবিতে একটি প্রস্তাব আনবেন। একটি জার্মান সাপ্তাহিকের খবর হলো, সিডিইউ মনে করছে, এখন আর চুপ করে থাকার কোনো অর্থ হয় না। আগামী সেপ্টেম্বরে পূর্ব জার্মানির তিনটি রাজ্যে নির্বাচন হবে। সেখানে এএফডি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল।
বার্লিনের জার্মান ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের হেন্ড্রিক ক্রেমার দীর্ঘদিন ধরে বলে আসছেন, এএফডির শক্তিকে কম করে দেখা উচিত নয়। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত বইতে তিনি বলেছেন, ''আমরা যত বেশি সময় চুপ করে থাকব, আমাদের তত বেশি সাহসের দরকার হবে।'' তার বক্তব্য, তিনি একটাই কথা বলতে চান, সেটা হলো, এএফডি কতটা বিপজ্জনক।
ক্রেমার ডিডাব্লিউকে বলেছেন, ''মিডিয়ায় এএফডির লক্ষ্যর বিষয়টি খুব গুরুত্ব দেয়া হয়নি। তাদের সহিংসতার ইচ্ছা নিয়ে আলোচনা হয়নি। আমি তাই সরাসরি কথা বলেছি। দলটি কোন দিকে যেতে চাইছে তা বলেছি। তারা যা, সেটাই তাদের বলা উচিত।''
ক্রেমার মনে করেন, ''বছরের পর বছর ধরে এএফডি চরমপন্থার দিকে ঝুঁকছে। এএফডি-র চ্যাট গ্রুপ আছে। সেখানে জার্মানি ও বিদেশের পার্লামেন্ট সদস্যরা আছেন। সেখানে একটি চ্যাটে বলা হয়েছে, রাজনীতিবিদদের উপড়ে ফেলে বিপ্লব না করলে আমরা দিশা পরিবর্তন করতে পারব না।''ক্রেমার বলেছেন, ''আমার মতে পুরো এএফডি দলকে চরম দক্ষিণপন্থি দল বলে ঘোষণা করা উচিত। সমাজের বোঝা উচিত এএফডি কতটা বিপজ্জনক।'' সূত্র: ডিডাব্লিউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল