বাজেট সংস্কারের বিরুদ্ধে উত্তাল আর্জেন্টিনা, ব্যাপক সংঘর্ষ
১৩ জুন ২০২৪, ০২:০১ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ০২:০১ পিএম
আর্জেন্টিনার সিনেটে প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই-এর বিতর্কিত বাজেট সংস্কার প্যাকেজ অনুমোদনকে কেন্দ্র করে রাজধানী বুয়েন্স আয়ার্সে কয়েক হাজার বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বাজেট কমানো সংশ্লিষ্ট সংস্কার নিয়ে বুধবার রাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে সংসদের উচ্চকক্ষ সিনেটের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। সংস্কারের অনুমোদন ঠেকাতে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এছাড়া দুটি গাড়িতে আগুনও দেন তারা। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে দেশটির দাঙ্গাপুলিশ।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে এই বিক্ষোভকে ‘রণক্ষেত্রের’ সঙ্গে তুলনা করা হয়েছে।
অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে বিক্ষোভ স্বত্ত্বেও দেশটির আইনপ্রণেতারা এই বাজেট কমানোর সংস্কারের অনুমোদন দিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, এই সংস্কারের কারণে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবেন। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়: ‘দেশ বিক্রির জন্য নয়, দেশ রক্ষা করতে হয়,’ আরও একটি ব্যানারে লেখা ছিল: ‘একজন রাষ্ট্রপ্রধান কীভাবে রাষ্ট্রকে ঘৃণা করতে পারে?’
প্রস্তাবিত এই সংস্কারের মাধ্যমে আর্জেন্টিনায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হবে, সরকারি পেনসন ও শ্রম অধিকার কমিয়ে দেওয়া হবে।
আর্জেন্টিনার ডানপন্থি অর্থনীতিবিদ প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই সংস্কারের প্রস্তাব করেছেন, যিনি একটি গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে নির্বাচিত হয়েছিলেন। তবে প্রায় ছয় মাস ক্ষমতায় থাকার পরেও সংকট কাটিয়ে উঠতে সংগ্রাম করছেন।
বর্তমানে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশের কাছাকাছি, যখন আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি এখন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।
প্রেসিডেন্ট মিলেই-র এই সংস্কার প্রস্তাবের বিরোধীতা করেছে দেশটির বিরোধীদল, শ্রম সংগঠন এবং সামাজিক সংস্থাগুলো।
এছাড়া বাজেট কমানোর এই সংস্কারটি আর্জেন্টিনার সিনেটে ৩৬-৩৬ ভোটে আটকে ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল তার ভোটাধিকার প্রয়োগ করে প্রস্তাবটির অনুমোদন করান।
তিনি ভোট দেওয়ার আগে বলেন, ‘যেসব আর্জেন্টাইন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যারা অপেক্ষা করছেন এবং যারা চান না তাদের সন্তানরা দেশ ছেড়ে চলে যাক তাদের জন্য আমার ভোট হলো হ্যাঁ।’
৩২৮ ধারার এই সংস্কার প্রস্তাবটি এখন লাইন বাই লাইন পর্যালোচনা করা হবে। এরপর বৃহস্পতিবার এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই ধাপ শেষে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে যাবে এবং সেখানে আইনে পরিণত হবে।
গত এপ্রিলে প্রথমে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে পাস হয়। তবে এর আগে এটিতে অনেক পরিবর্তন আনা হয়।
২০২৩ সালে প্রেসিডেন্ট হওয়া মিলেই ক্ষমতা নিয়েই বলেছিলেন সরকারি ব্যয়ের ওপর করাত চালাবেন তিনি। তিনি তখন থেকে মন্ত্রিসভাকে অর্ধেক করে ফেলেছেন, ৫০ হাজার সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত ও নতুন সরকারি কাজের চুক্তি স্থগিত করেছেন এবং জ্বালানি ও পরিবহন ভর্তুকি বাদ দিয়েছেন। তার সেই পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এই সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
বসুরহাট পৌরসভা বিএনপি'র উঠান বৈঠক ও শীত বস্ত্র বিতরণ
৯ ছক্কায় সাব্বিরের ৩৩ বলে ৮২
কিশোরগঞ্জে ছিনতাই করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদলে দিতেন মহসিন
দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে: মঈন খান
ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার খোলার চেষ্টা চলমান: পররাষ্ট্র মন্ত্রণালয়
যশোরে মহাসড়ক সংস্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ
খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে যানজট, দুঃখ প্রকাশ করল বিএনপি
মুসাফির হওয়ার জন্য নিয়ত করা প্রসঙ্গে।
বরিশালে স্বাস্থ্য সংস্কার কমিশনের মতবিনিময় সভা
৫ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে
চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ