১৩ বছর বয়সী কিশোরকে গুলি করে মারল মার্কিন পুলিশ
০১ জুলাই ২০২৪, ০৯:৪২ এএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৯:৪২ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল।
শনিবার বিকেলে নিয়াহকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।
টেলিগ্রাফ জানিয়েছে, নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।
পুলিশ দাবি করেছে, আগের দিনের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের যে বর্ণনা, তাদের কাছে ছিল তার সঙ্গে পুরোপুরি মিলে যায় নিহত কিশোর। আগের দিন যে এলাকায় ডাকাতি হয়, পরদিন একই এলাকায়ই সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কি না নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ।
পুলিশের শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় দুই কিশোরের নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্রও তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ। যদিও পরে দেখা যায়, ওই অস্ত্রটি এষড়পশ ১৭ এবহ ৫ মডেলের একটি হ্যান্ডগানের নকল।
ইউটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, একটি উত্তেজনাকর মুহূর্তে একজন অফিসার ছেলেটির দিকে একটি গুলি চালায়। গুলিটি তার বুকে আঘাত করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিক-ভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং কাছাকাছি একটি হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই মারা যায় নিয়াহ।
একটি ইমেইল বার্তায় নিউইয়র্ক পুলিশের মুখপাত্র লেআউট মাইকেল কার্লি বলেছেন, ‘কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। গ্লক চিহ্ন, স্বাক্ষর, বিচ্ছিন্ন-যোগ্য ম্যাগাজিন এবং সিরিয়াল নম্বরও ছিল অস্ত্রটির।’
যে অফিসার গুলি চালিয়েছেন, তাঁর নাম প্যাট্রিক হুসনে। প্রায় ছয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এক সহকর্মীসহ তাঁকে সবেতন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া সাবেক গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, আ.লীগের প্রতিবাদ
ইসলামী শাসন ব্যবস্থাই মানুষের নিরাপত্তা দিতে পারে : সাবেক এমপি আব্দুল্লাহ তাহের
কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হকের যোগদান
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন দলীয় নেতা কর্মীর সাথে মতবিনিময়!
আফগান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা,আছে চমক
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য -শায়খে চরমোনাই
জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে হলে বাজার নিয়ন্ত্রণ জরুরি - ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন ৫ নভেম্বর
ইসলামী রাষ্ট্র গঠিত হলে পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে : মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী
শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -জাতীয় শিক্ষক ফোরাম
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা, মুসলিম উম্মাহর ঐক্য চান আলোচকরা
বিনা ভোটের সরকার দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করেছে - সাঈদ সোহরাব
গণহত্যায় জড়িত পুলিশের তালিকা হচ্ছে
'নিজ জন্মভূমি ভারতেই অপমানিত হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর'
জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করলো ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা
বিএনপি-র নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের বংশাল এলাকায় পথসভা