ট্রাম্পের ‘মিশন ইন্ডিয়া’ ফেল করতেই চাকরি গিয়েছিল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার?
০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম
২০১৮-র মার্চ মাস। নিউইয়র্কের রেস্তোঁরায় ডিনারে বসলেন দুই হাই-প্রোফাইল ব্যক্তি। ধরুন, এক্স ও ওয়াই। ডিনার করতে করতে এক্স বললেন, ওয়াই, আমি একটা জরুরি জিনিস জানাব বলে আপনাকে ডেকেছি। আমরা চাইছি… এক্স কথাটা শেষ করতে পারেননি। তাকে থামিয়ে ওয়াই বলে উঠলেন, আপনি কী বলবেন, সেটা আমি জানি। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলব। আপনি যেটা বলতে এসেছেন, সেটা প্লিজ বলবেন না।
এরপরও এক্স থামেননি। তার যেটা বলার সেটা বলেছিলেন। ওয়াই শুনেওছিলেন। শেষে শুধু প্রশ্ন করেছিলেন, আপনার কী মনে হয়, আর কতদিন আমরা একসঙ্গে কাজ করতে পারব? এক্স উত্তর দেননি। পরদিন অফিস যাওয়ার আগে এক্স শোনেন তার চাকরি নট হয়ে গিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক্স হলেন তত্কালিন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার। ওয়াই হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ম্যাকমাস্টার লিখছেন, দোভাল মুখে না বললেও আমি বুঝে নিয়েছিলাম, আমার চাকরি হয়ত আর থাকছে না। চাকরি যাওয়ার আগেই বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য চলছিল। কিন্তু তার জেরে যে চাকরিটাই চলে যাবে, সেটা বিশেষ কেউ ভাবেননি। তবে ম্যাকমাস্টারের চাকরি গিয়েছিল। কেন গিয়েছিল? সূত্রের খবর, কারণ ট্রাম্পের দেয়া ইন্ডিয়া মিশন করে উঠতে পারেননি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। মিশনটা কী?
সূত্র বলছে, চীনকে ঠেকাতে ভারতকে সঙ্গী করে একটা প্ল্যান খাড়া করেছিল ট্রাম্প প্রশাসন। প্ল্যান জিরো জিরো জিরো নাইন। মূল কথা, চিনের বিরুদ্ধে ভারতকে প্রক্সি হিসাবে ব্যবহার করবে আমেরিকা। প্ল্যানের তিনটে অংশ। এক, ভারত মহাসাগরে একে অন্যকে সহযোগিতা করবে দু-দেশের নৌ-সেনা। দুই, ভারতের বাছাই করা বায়ুসেনা ঘাঁটিতে নির্দিষ্ট সময় অন্তর যৌথ মহড়া দেবে ভারত-আমেরিকা।
তিন, প্রয়োজনে ভারতের জলসীমায় ঢুকবে মার্কিন যুদ্ধ জাহাজ। ম্যাকমাস্টারের উপর দায়িত্ব ছিল ভারতকে বুঝিয়ে সুজিয়ে এ বিষয়ে রাজি করানো। এজন্য অজিত দোভাল ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু ভারতকে টলানো যায়নি। বুধবার আমেরিকায় প্রকাশিত হয়েছে প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার আত্মজীবনী, ‘AT THE WAR WITH OURSELVES’। সেখানেই সেই অধ্যায়ের বর্ণনা দিয়েছেন ম্যাকমাস্টার।
তার কথায়, ‘আমরা ভারতকে বোঝাতে চেয়েছিলাম, চীনের কথা ভেবে ভারত-আমেরিকার একসঙ্গে আসাটা জরুরি। আমার মনে হয়েছিল, চিনের থ্রেট নিয়ে ভারতও উদ্বিগ্ন ছিল। সেজন্য নিজেদের নীতি থেকে সরে এসে দ্বিপাক্ষিক সহযোগিতা করতেও তৈরি ছিল। সেই ভাবনায় ভুল ছিল না। কিন্তু ভারত যে ট্রাম্পের মিশন ইন্ডিয়া টোপ গিলবে না, সেটা আমরা বুঝতে পারিনি। ভারত আমাদের স্পষ্ট বলে দিয়েছিল, তারা আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কিন্তু নির্দিষ্ট করে চিনের জন্য কোনও স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ঢুকবে না। আমেরিকার স্বার্থে কোনওভাবেই ভারতকে ব্যবহার করা যাবে না।’
যদিও ট্রাম্প জমানার পর বাইডেন জমানাতেও ভারতের নীতির কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ভারত আমেরিকার আপত্তি উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। তার সুফলও ঘরে তুলেছে বলেই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বড় অংশের। তারপরেও রুশ- ইউক্রেন সংঘাত নিয়ে আমেরিকা, ভারতের হস্তক্ষেপ চাইছে। এই তো কয়েকদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমেরিকা সফর করলেন। সেখানে একাধিক প্রতিরক্ষা চুক্তি হল। নিয়মের জট কাটিয়ে ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তি দিতেও রাজি মার্কিন কংগ্রেসের সদস্যরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল