বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ্দোজা বিজামালিহি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
মহান আল্লাহ তায়ালা প্রিয় নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দুনিয়ার বুকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছেন। এতদ সম্পর্কে আল কুরআনে ইরশাদ হয়েছে : ‘নিশ্চয়ই আমি আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি।’ [সূরা বাকারাহ : আয়াত ১১৯]
এই আয়াতে বারীমায় পরম করুণাময় আল্লাহ তায়ালা নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনটি মর্যাদার্পূণ গুণ ও বিশেষণে বিভূষিত করেছেন। যে সকল গুনাবলি তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার শৈল শিখরকে শীর্ষদেশে উন্নীত করেছিল। এর প্রথম গুণটি হলো ‘আল মুরসাল বিল হাক্ক’ অর্থাৎ যথাযথভাবে সত্যসহ প্রেরীত। এখানে আল্লাহ তায়ালা স্বয়ং তাঁর প্রিয় হাবীব মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেরণের ওপর সাক্ষী হচ্ছেন যে, তিনি তাঁকে যথাযথভাবে সত্যসহ প্রেরণ করেছেন। তাঁর দুনিয়র জীবনের সকল অংশেই মূল সত্যের আলোকচ্ছটা মূর্ত হয়ে ফুটে উঠেছিল। বাল্য, শৈশব, কৈশোর, যৌবন, পূর্ণ বয়স্ক ও বৃদ্ধ সকল অবস্থায়ই তিনি ছিলেন সত্যের ধারক, সত্যের বাহক ও সত্য প্রচারের বিমূর্ত প্রতিচ্ছবি। সততা, সত্যবাদিতা, ন্যায় ও কল্যাণের শাশ্বত ঝর্ণাধারা প্রতিটি ক্ষেত্রেই তাঁর থেকে প্রবাহিত হয়েছিল, যা যথাযথ ও সত্য তাছাড়া অন্য কিছু তাঁর মাঝে কুত্রাপিও পরিলক্ষিত হয়নি।
আর দ্বিতীয় গুণটি হলোÑ ‘বাশীর’ বা সুসংবাদ দানকারী। তিনি পুণ্যবান ও নেক্কারদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদানকারী, খোশ খবর প্রচারকারী ও ঘোষণাকারী ছিলেন। তিনি মুক্তকন্ঠে এই ঘোষণা প্রদান করেছেন। জাগতিক ভয়, শঙ্কা-ভীতি তাঁকে কখনোও এ থেকে পিছপা করতে পারেনি। তিনি ছিলেন অমিত তেজী নির্ভীক আল্লাহ তায়ালার সৈনিক। তাছাড়া তৃতীয় গুণটি হচ্ছে তিনি ‘নাযির’ বা ভীতি প্রদর্শনকারী। যারা তাঁর অবাধ্য হবে তারা হবে জাহান্নামি এই ভীতিপ্রদ সংবাদ তিনি সবাইকে প্রদান করেছেন। পবিত্র কুরআনের অন্যত্র ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুরূপ গুণে গুণান্বিত করা হয়েছে। যেমন বলা হয়েছে (ক) ‘আর আমি আল কুরআন নাজিল করেছি খÐ খÐভাবে, যাতে আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন, ক্রমে ক্রমে এবং আমি তা পর্যায়ক্রমে নাজিল করেছি’। [সূরা বানী ই¯্রাঈল : আয়াত ১০৬] এই আয়াতের মর্ম হলো আমি এ কুরআনকে হক তথা সঠিক তথ্য সম্বলিত করে নাজিল করেছি। তাতে আল্লাহ তায়ালা তাঁর আপন ইলম যা তিনি তোমাদের জানাতে চেয়েছেন যেমন তাঁর নির্দেশ, নিষেধ, হুকুম-আহকামসমূহ সম্বলিত করেছেন। তারপর আল্লাহ তায়ালা বলছেন যে, ‘আর এ কুরআন হক তথা সঠিকভাবেই নাজিল হয়েছে’।
অর্থাৎ হে প্রিয় নবী! এ কুরআন আপনার কাছে সংরক্ষিত, অবিকৃত ও অবিমিশ্রভাবে কোনো কিছু কম বা বেশি না করেই নাজিল হয়েছে। কেননা এটা তো সে মহাশক্তিশালী সত্তার পক্ষ থেকে এসেছে। [তাফসিরে ইবনে কাসির] আরও বলা হয়েছে : (খ) ‘আর আমিতো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই পাঠিয়েছি।’ [সূরা আল ফুরআন: আয়াত ৫৬] আরও বলা হয়েছে : (গ) ‘আর আমি তো আপনাকে সমগ্র মানুষের জন্যই সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।’ [সূরা সাবা: আয়াত ২৮] আরও এসেছে : (ঘ) ‘নিশ্চয়ই আমি আপনাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সর্তককারীরূপে, আর এমন কোনো উম্মত নেই যার কাছে সর্তককারী গত হয়নি।’ [সূরা ফাতির: আয়াত ২৪] অন্যত্র বলা হয়েছে: ‘নিশ্চয়ই আমি তোমাদের কাছে এক রাসূল পাঠিয়েছি তোমাদের জন্য সাক্ষীস্বরূপ যেমন রাসূল পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে।’ [সূরা আল মুযযাম্মিল: আয়াত ১৫] সুতরাং মহান আল্লাহ তায়ালা কর্তৃক প্রেরিত সুসংবাদদাতা ও সর্তককারী রাসূল নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর পরিপূর্ণ ঈমানসহ অগণিত দরুদ ও সালাম প্রেরণ করা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত কর্তব্য। পশ্চিম দিগন্তে উদিত রবিউল আইয়াল মাসের নূরানী চাঁদ এ বারতাই প্রদান করছে। মহান আল্লাহ তায়ালা আমাদের এর তাওফিক এনায়েত করুন, আমীন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার