কাতালোনিয়ায় খরা কাটাতে পানির পুনর্ব্যবহারের চেষ্টা
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ এএম
কাতালোনিয়ায় গত কয়েকমাস ধরে খরা চলছে। পানি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হোটেলগুলো পানি পুনর্ব্যবহার এবং সমুদ্রের পানি বিশুদ্ধিকরণের মতো উদ্যোগ নিচ্ছে। তবে, বৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্ল্যান্টের পানি কি পানের উপযুক্ত? স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের টরডেরা এলাকার একটি পানি বিশুদ্ধিকরণ প্ল্যান্টের কর্মীরা সেটাই যাচাই করছেন। পানি সমস্যা কাটাতে অঞ্চলটির মানুষ সাগরের পানি থেকে লবণ সরানোকে সমাধান ভাবছেন। পাশাপাশি নোনা পানিতে থাকা অন্যান্য উপাদানের পরিমাণও যাচাই হচ্ছে।
আইটিএএম টরডেরার ডেপুটি প্ল্যান্ট ম্যানেজার মিকেল পুমাওলা গার্সিয়া এই বিষয়ে বলেন, ‘‘উপাদানের মাত্রার উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন প্রক্রিয়াটির কিছু অংশ ঠিকভাবে কাজ করছে না। তখন ভুল মাত্রা দেখে পদক্ষেপ নিতে পারেন। অন্যভাবে বললে পরীক্ষাগারের কর্মীরা যন্ত্রচালকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তখন তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন।''
এটি একটি কষ্টসাধ্য প্রক্রিয়া, কিন্তু প্রয়োজনীয়। প্ল্যান্টটির প্রক্রিয়াতে ব্যবহৃত অর্ধেকের বেশি নোনা পানি আবার সাগরেই ফেলা হয়। আর বাকিটা আশেপাশের মানুষদেরকে সরবরাহ করা হয়। ২০০২ সালে প্ল্যান্টটি চালুর পর থেকে এখানে কাজ করছেন মিকেল পুমাওলা গার্সিয়া। ইতোমধ্যে এটির ক্ষমতা দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, ‘‘এটি আসলে একটি পর্যটন এলাকা এবং একই সঙ্গে কৃষি-প্রধান অঞ্চল। আর নদী ধরে সামনে গেলে দেখবেন রাসায়নিক কারখানা রয়েছে, সেখানে পানি দরকার।''
খরা কাটাতে চলতি দশকের শেষ নাগাদ পানি পরিশোধনাগারটির কর্মক্ষমতা তিনগুণ করতে চায় অঞ্চলের সরকার। তবে সাগরের পানি লবনমুক্ত করা ব্যয়বহুল ব্যাপার। মিকেল পুমাওলা গার্সিয়া বলেন, ‘‘চ্যালেঞ্জটা হচ্ছে জ্বালানি খরচ কমিয়ে একই পরিমান বা বেশি পানি পরিষ্কার করা, যাতে প্ল্যান্টের সক্ষমতা বাড়ে। সর্বাধুনিক প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। তবে বিষয়টি জটিল।''
টরডেরা নদীর পানি অনেক শুকিয়ে গেছে। কাতালোনিয়াতে গত চার বছর ধরে বৃষ্টিপাত অনেক কম হচ্ছে বলে এই পরিস্থিতি। জলাধারের স্তরও গত কয়েকবছরে বেশ কমেছে। এখানকার বাসিন্দাদেরকে পানির ব্যবহার সীমিত করতে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে।
কাতালান পররাষ্ট্রমন্ত্রী মেরিটেল সারেত বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সংকটের প্রভাব যে বিশ্বের অন্যান্য অংশের চেয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি তা এক বাস্তবতা। অতীতেও ভূমধ্যসাগরীয় অঞ্চলে খরা হয়েছে কিন্তু সেসবের ব্যাপ্তি এবং তাপমাত্রা বৃদ্ধির তীব্রতা অনেক বেড়ে গেছে। এই পরিবর্তন নজিরবিহীন।''
পানি সাশ্রয়ের সম্ভাব্য এক সমাধান দিচ্ছে সাম্বা হোটেল। ২৫ বছর আগে সংস্কারের সময় হোটেলটিতে আলাদা পাইপ বসানো হয়েছিল। যেমন, গোসলে ব্যবহৃত পানি আলাদা পাইপে নিয়ে তা টয়লেটে ব্যবহার করা হয়। বেসমেন্টে সেই পানি পরিশোধন করা হয়। হোটেল কর্তৃপক্ষের হিসেবে তারা এভাবে দেড় কোটি লিটার পানি সাশ্রয় করেছে এবং বেশ কিছু টাকাও সাশ্রয় করেছে।
সাম্বা হোটেলের সাসটেইনিবিলিটি ম্যানেজার লাওরা পেরেজ ফ্লোরেস বলেন, ‘‘আমি মনে করি, যেসব হোটেল ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, সেগুলো সংস্কারের সময় এই বিষয়টি বিবেচনা করতে পারে। আর নির্মাণাধীন নতুন সব হোটেলে এই ব্যবস্থা বসানো বাধ্যতামূলক করা উচিত।''
পানি সাশ্রয়ের নানা পরীক্ষা-নিরীক্ষাও মনোযোগ আকর্ষণ করছে। জানলুইজি বুটলিয়ারি সাম্বা হোটেলে ব্যবহৃত গ্রে-ওয়াটার উদ্ভিদ এবং মাটির মাধ্যমে পরিষ্কার করার এক পদ্ধতি যাচাই করেছেন। তিনি এর প্রক্রিয়ায় এখন পুদিনার মতো খাওয়া যায় এমন উদ্ভিদ ব্যবহার করতে চাচ্ছেন।
কাতালান ইন্সটিটিউট ফর ওয়াটার রিসার্চের বিজ্ঞানী জানলুইজি বুটলিয়ারি বলেন, ‘‘আমরা বোঝার চেষ্টা করছি, এই উদ্ভিদ মানুষের খাবার হিসেবে নিরাপদ কিনা। আমরা এটা এখনো জানি না, জানতে আরো অনুসন্ধান করতে হবে। এটা ভবিষ্যতে গবেষণার একটি বিষয়। তবে যদি একইসঙ্গে পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা যায় আর সেই প্রক্রিয়ায় মানুষ খেতে পারবে এবং অন্য কাজে লাগবে এমন উদ্ভিদও চাষ করা যায় তাহলে খুব ভালো হবে।''
সাগরের পানি লবণমুক্ত করার প্ল্যান্ট কাজ করে যাচ্ছে। তবে বেড়ে চলা খরার বিপরীতে বর্তমান এই প্রক্রিয়া কতদিন সংশ্লিষ্ট এলাকাকে সহায়তা করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস