সামরিক আদালতে ইমরান খানের বিচার হবে না: পাকিস্তান সরকার
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সোমবার ইসলামাবাদ হাইকোর্টকে (আইএইচসি) জানিয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার বিষয়টি তাদের বিবেচনাধীন নয়।
বিচারপতি মিয়াঁ গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চে ইমরান খানের করা একটি পিটিশন নিয়ে শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (এএজি) ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল দুগ্গাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারারুদ্ধ নেতা ইমরান সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন (পিটিশন) করেন। সেখানে তিনি গত বছর ৯ মে তাকে গ্রেপ্তার কাণ্ড ঘিরে হওয়া সংঘাতের জেরে তার বিরুদ্ধে হওয়া মামলার বিচার সামরিক আদালতে হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
এ নিয়ে সোমবার শুনানি হয়। বিচারপতি আওরঙ্গজেব পাকিস্তান সরকারকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সামরিক বিচার হওয়ার সম্ভাব্যতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতকে জমা দিতে বলেছেন। কীভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচারপ্রক্রিয়া চলতে পারে, সে বিষয়েও সরকারপক্ষকে জিজ্ঞাসা করেছেন বিচারপতি আওরঙ্গজেব।
জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফালাক নাজ বলেন, কোর্ট মার্শাল কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পাকিস্তান সেনা আইনের ধারা ২(১)(ডি)–এর অধীনে কিছু অপরাধের জন্য সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন এএজি ব্যারিস্টার মুনাওয়ার। তিনি বলেন, যদি সামরিক কর্তৃপক্ষ তার (ইমরানের) বিচার করতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রীকে আইন মেনে তার মোকাবিলা করতে হবে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও আদালতকে জানান ব্যারিস্টার মুনাওয়ার। এ পরিপ্রেক্ষিতে আদালত ইমরানের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, সে ক্ষেত্রে তাদের পিটিশন আগাম কি না। জবাবে আইনজীবী উজির ভান্ডারি আদালতকে বলেন, ব্যারিস্টার আকিল মালিক আনুষ্ঠানিকভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে হবে, এটা রেকর্ডে রয়েছে। উল্লেখ্য, ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী আছেন। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫