ঢাকা   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১২ আশ্বিন ১৪৩১
পতনের মুখে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ভুলেদার

পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে পরমাণু নীতিতে বদল আনছে রাশিয়া

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ এএম

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বুধবার দেশের পরমাণু নীতিতে বদল আনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই কাজ পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্থ করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্য, পরমাণু শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেয়া হবে।
বুধবার দেশের পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম। কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায়, তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে। এবং সেই মতো ব্যবস্থা নেবে।’ পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে। ইউক্রেন সাহায্যকারী দেশগুলির কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে। তারা রাশিয়ার ভিতরে আক্রমণের কৌশল নিয়েছে। অগাস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কের একাংশের দখল নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, ইউক্রেনের পরমাণু চুল্লিগুলিতে আক্রমণের ছক কষেছে রাশিয়া। যেভাবেই হোক তা রোখা প্রয়োজন।
পুতিন জানিয়েছেন, ১৯৯৯ সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছিল। বেলারুশ রাশিয়ার কাছের বন্ধু। বেলারুশে কোনোরকম আক্রমণ হলে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে জানিয়েছেন পুতিন। বস্তুত, ইউক্রেন যুদ্ধে বেলারুশ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। তারা সরাসরি ইউক্রেনে সেনা না পাঠালেও রাশিয়ার সেনার জন্য রাস্তা খুলে দিয়েছে। পুতিন জানিয়েছেন, বেলারুশের আকাশ ব্যবহার করে ইউক্রেন রাশিয়ায় মিসাইল ছুঁড়ছে, বিমান পাঠাচ্ছে। এমনটা আর হতে দেয়া যাবে না। সরসারি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি।
পুতিন বলেছেন, পরমাণু অস্ত্র এতদিন ধরে রাশিয়ার জনগণকে সম্ভাব্য আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। রাশিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে একথা জেনে বহু দেশ রাশিয়া আক্রমণ করেনি। বর্তমান সময়ে যুদ্ধের কৌশল বদলেছে। রাশিয়াও নিজেদের লড়াইয়ের কৌশল বদলেছে। তবে দেশের মানুষকে নিরাপদে রাখতে সর্বশেষ হাতিয়ার পরমাণু অস্ত্র। আর কোনো উপায় না থাকলে রাশিয়া ওই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। একথা বলার সময়েই পুতিন জানান, দীর্ঘদিন ধরে বিশ্ব শান্তি বজায় রাখতে বিশেষ ভ‚মিকা নিয়েছে রাশিয়া। তবে রাশিয়ার উপর আক্রমণ হলে তার জবাব দেয়া হবে।
এদিকে, রাশিয়া বুধবার বলেছে যে, তারা ইউক্রেনের আরও দুটি গ্রাম মুক্ত করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে ইউক্রেনের শক্ত ঘাঁটি ভুলেদার শহর পতনের মুখে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, তাদের বাহিনী হোস্ট্রে এবং হরিহোরিভকা গ্রাম মুক্ত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ ডোনেটস্ক অঞ্চলের রাশিয়ান-স্থাপিত প্রধান ডেনিস পুশিলিনকে উদ্ধৃত করে বলেছে যে, ভুলেদারের ভিতরে যুদ্ধ চলছে, যেখানে যুদ্ধ-পূর্ব ১৪,০০০ জনসংখ্যা ছিল। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, গভীর সন্ধ্যায় একটি প্রতিবেদনে বলেছে যে, ভুলেদার এলাকায় আটটি সশস্ত্র সংঘর্ষ হয়েছে।
‘ভুলেদার এবং ভোডিয়ানের কাছে সাতটি শত্রæ আক্রমণ বন্ধ করা হয়েছিল,’ তারা কাছাকাছি আরেকটি গ্রামের কথা উল্লেখ করে বলেছে, ‘একটি যুদ্ধ এখনও চলছে। পরিস্থিতি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’ বিবৃতিতে রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে, তাদের বাহিনী উত্তরের দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, তবে সেই সেক্টরে ২৩টি সংঘর্ষের খবর দিয়েছে। এই অঞ্চলের ইউক্রেনের গভর্নর ভাদিম ফিলাশকিন বলেছেন, রাশিয়ার সৈন্যরা ভুলেদারের উপকণ্ঠে পৌঁছায়নি তবে সেখানে তাদের পুনরুদ্ধারকারী দলগুলি কাজ করছে। ‘আমাদের ডিফেন্ডাররা তাদের ছিটকে দেয়ার চেষ্টা করছে। শহরটি দখল করা হয়নি,’ তিনি টেলিভিশন মন্তব্যে বলেছিলেন।
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা একটি সুরক্ষিত খনির শহর ভুলেদারকে রুশ বাহিনী ঘেরাও করেছে এমন প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন: ‘গতিশীলতা ইতিবাচক’। ওয়াশিংটন-ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার-এর বিশ্লেষকরা বলেছেন যে, রাশিয়া ভুলেদারের উপর জোর দিচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এর পতন মস্কোর আরও অগ্রগতির সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে না, কারণ তারা ইতিমধ্যেই শহরের মধ্যে চলমান বেশিরভাগ প্রধান সড়ক নিয়ন্ত্রণ করেছে। সূত্র : তাস, রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নেইমারক নিয়ে দুঃসবাদ দিলেন হিলাল কোচ

নেইমারক নিয়ে দুঃসবাদ দিলেন হিলাল কোচ

২১ দিনের যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র-ইইউসহ ১১ দেশ

২১ দিনের যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র-ইইউসহ ১১ দেশ

প্রধান বিচারপতির সঙ্গে মাসদার হোসেনের সাক্ষাত

প্রধান বিচারপতির সঙ্গে মাসদার হোসেনের সাক্ষাত

দেশে শতভাগ নবায়যোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার দাবি

দেশে শতভাগ নবায়যোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার দাবি

গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ : শফিকুর রহমান

গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ : শফিকুর রহমান

সাবেক প্রক্টর গোলাম রাব্বানী, জয় লেখক রাব্বানী সাদ্দামসহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাবেক প্রক্টর গোলাম রাব্বানী, জয় লেখক রাব্বানী সাদ্দামসহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে: ড. ইউনূস

তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে: ড. ইউনূস

সোনালি ব্যাগের ভবিষ্যৎ অনিশ্চিত কেন?

সোনালি ব্যাগের ভবিষ্যৎ অনিশ্চিত কেন?

ফ্যাসিবাদের ধারক-বাহক মিডিয়া সংস্কার করা জরুরি

ফ্যাসিবাদের ধারক-বাহক মিডিয়া সংস্কার করা জরুরি

জাতিসংঘে নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছেন ড. ইউনূস

জাতিসংঘে নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছেন ড. ইউনূস

ভারতে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের সলিল সমাধি

ভারতে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের সলিল সমাধি

মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির নিতেশ রানেকে গ্রেফতার দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির নিতেশ রানেকে গ্রেফতার দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্বল ব্যাংকগুলো ধার পাচ্ছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

দুর্বল ব্যাংকগুলো ধার পাচ্ছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

জাবিতে সপ্তাহব্যাপী নাট্যপার্বণ শুরু শনিবার

জাবিতে সপ্তাহব্যাপী নাট্যপার্বণ শুরু শনিবার

সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন

সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন

পবিপ্রবিতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম

পবিপ্রবিতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বাইডেনের

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বাইডেনের

প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধজাহাজ

প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধজাহাজ

চীনে রাশিয়ার গোপন যুদ্ধ ড্রোন প্রকল্প চালু

চীনে রাশিয়ার গোপন যুদ্ধ ড্রোন প্রকল্প চালু