লেবানন ছাড়বে না শান্তিরক্ষীরা, ইসরাইলের হুমকি উপেক্ষা জাতিসংঘের
১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পিএম
ইসরাইলের পক্ষ থেকে যত চাপই আসুক, লেবাননে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনী তাদের অবস্থান ছাড়বে না বলে জানিয়েছে জাতিসংঘ। লেবাননে জাতিসংঘ অন্তর্র্বর্তী বাহিনী বা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের 'বস্নু লাইন' বরাবর অবস্থান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত সরে যেতে বলেছে। বস্নু লাইন হলো লেবানন এবং অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা রেখার জন্য ব্যবহৃত শব্দ।
ইউনিফিলের মুখপাত্র টেনেন্টি বলেন, ইসরাইলের হামলা দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ক্যাম্পের অনেক ক্ষতি করেছে। সেখানে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ ঘাঁটির ভেতরেও অনেক ক্ষতি হয়েছে। শুধু তাই নয় শান্তিরক্ষীরাদের ঘাঁটিতে তিন দফা ইসরাইলি হামলায় পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছেন। টেনেন্টি সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের আগ্রাসন খুব শিগগিরই একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে, যার প্রভাব হবে বিপর্যয়কর। জাতিসংঘের কয়েকটি সূত্র বলেছে, ইসরাইলের হামলার কারণে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়টিতে শান্তিরক্ষীদের নজর রাখা অসম্ভব হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছে।
এর আগে, জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে উদ্দেশ্য করে রোববার এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ বারবার শান্তিরক্ষীদের এলাকা ছেড়ে চলে যেতে বললেও তারা তা প্রত্যাখ্যান করেছে। এই বাহিনী হিজবুলস্নাহর জন্য মানবঢাল হিসেবে কাজ করছে বলে নেতানিয়াহু অভিযোগ করেন। তবে হিজবুলস্নাহ এমন অভিযোগ অস্বীকার করেছে।
লেবাননে শান্তিরক্ষী বাহিনীকে সমর্থন নিরাপত্তা পরিষদের
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষের ফলে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একাধিক ঘাঁটি হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও সীমানার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে সোমবার (১৪ অক্টোবর) একটি বিবৃতি প্রকাশ করেছে ১৫ সদস্যের এই পরিষদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও তাদের সীমানা কোনও হামলার শিকার হওয়া উচিত নয়।’ নিরাপত্তা পরিষদ তাদের সনদের ১৭০১ নং অনুচ্ছেদ পূর্ণরূপে প্রয়োগের ওপরও জোর প্রদান করেছে। ইসরাইল ও লেবানন সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ২০০৬ সালে ধারাটি গ্রহণ করা হয়েছিল। এই লক্ষ্য অর্জনে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। তবে কী হতে পারে সেই পদক্ষেপ, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি।
জাতিসংঘ বলেছে, ১ অক্টোবর লেবাননে ইসরাইলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ২০ বার হামলার শিকার হয়েছে শান্তিরক্ষী বাহিনী। এরমধ্যে রবিবার বাহিনীর এক ঘাঁটির প্রবেশদ্বার ভেঙে অনুপ্রবেশ করে ইসরাইলি সাঁজোয়া যান (ট্যাংক)। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন, ‘এসব ঘটনায় বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। এমনকি একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনও নির্ণয় করতে পারেনি শান্তিরক্ষীরা।’ সূত্র: আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা