লন্ডন-দিল্লিগামী বিমানে ফের বোমাতঙ্ক, জার্মানিতে জরুরি অবতরণ
১৯ অক্টোবর ২০২৪, ০২:১২ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ০২:১২ পিএম
বিগত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে ভারতীয় বিমানগুলোতে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বহু বিমান বোমা হামলা করে উড়িয়ে দেওয়ার উড়ো হুঁশিয়ারি বার্তা পাওয়া যাচ্ছে।এবার লন্ডন থেকে দিল্লিগামী এক বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বার্তা এলো। এর জের ধরেই বিমানটিকে ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
জানা গেছে, বিমানটি ভিস্তারার। সেই বিমানের তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ভিস্তারা। বিমানটি নিরাপত্তা ছাড়পত্র পেলে আবারও দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে বিবৃতিতে জানিয়েছে ভিস্তারা কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, শুক্রবার লন্ডন থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে ভিস্তারার ইউকে১৭ ফ্লাইট।তবে বিমানটি যখন মাঝ আকাশে, তখন সেটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে।
এরপরই সংশ্লিষ্ট সব নিরাপত্তা এজেন্সিকে এ বিষয়ে জানানো হয়। পরে বিমানটির পথ ঘুরিয়ে সেটিকে জর্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। যাত্রীদের বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র।সেখানেই বিমানটির তল্লাশি শুরু হয়। তবে বিমানে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো সামগ্রী মেলেনি।
এদিকে, শুক্রবার বেঙ্গালুরু-মুম্বাই কিউপি ১৩৬৬ আকাসা এয়ারের বিমানেও বোমাতঙ্ক দেখা দিয়েছিল। বিমানটি আকাশে ওড়ার কিছু আগেই একটি হুমকি বার্তা আসে। এরপর নিয়ম মেনে সব যাত্রীদেরই বিমান থেকে নীচে নামানো হয়।স্থানীয় পুলিশ বিমানটির তল্লাশি চালায়।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিনে এ নিয়ে ভারতীয় সংস্থাগুলোর প্রায় ৪০টি বিমানে বোমাতঙ্ক নিয়ে হুমকির বার্তা এসেছে। তবে এসব হুমকি বার্তা ভুয়া বলে জানা গেছে।
শনিবার সকালে ভিস্তারা বিমান সংস্থার পক্ষে জানানো হয়েছে, লন্ডনগামী বিমানটি ফ্রাঙ্কফুর্টে নির্বিঘ্নেই অবতরণ করেছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা চলছে। নিরাপত্তা সংস্থার সবুজ সঙ্কেত পেলে আবার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করবে।
এই ধরনের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েক হাজার বিমানযাত্রীকে। বিমান সংস্থাগুলোও বিপাকে পড়েছে এর জেরে। হুমকি পাওয়া বিমানগুলি বিভিন্ন সময়ে গন্তব্যের উদ্দেশে না গিয়ে মাঝপথেই কোথাও একটা জরুরি অবতরণ করছে। এতে বিামন সংস্থাগুলোর লোকসান বাড়ছে। সেই সব বিমানে থাকা যাত্রীরা মানসিক যন্ত্রণা ভোগ এবং নানান জটিলতার শিকার হচ্ছেন।
মূলত গত ১৩ অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় ভারতীয় সংস্থাগুলোর বিমানে এই বোমাতঙ্ক দেখা যাচ্ছে। ঘরোয়া বিমানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক বিমানেও বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এই অবস্থার প্রেক্ষিতে কড়া পদক্ষেপের কথাও ভাবছে ভারতীয় সরকার। এমন ভুয়া হুমকি দেওয়া ব্যক্তিদের ‘নো ফ্লাইট’ তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ,এমন ভুয়া হুমকি দেওয়া ব্যক্তিদের ভবিষ্যতে আর কোনো দিন ভারতীয় কোনো বিামন সংস্থার বিমানে চড়তে দেওয়া হবে না। সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া